ETV Bharat / state

পরকীয়ার জের ! জামাইষষ্ঠীতে যুবককে কুপিয়ে খুন, অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক - Extramarital Affair

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 12:44 PM IST

Extramarital Affair: ষষ্ঠী খেতে এসে বৈদ্যবাটিতে খুন এক ব্যক্তি ৷ অভিযোগ স্ত্রী’র বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই খুন ৷ ঘটনার পর থেকে পলাতক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সন্দেহ ভাজন স্ত্রী-সহ আরও 4জনকে আটক করেছে পুলিশ ৷

Extramarital Affair
প্রতীকী ছবি (ফাইল ছবি)

বৈদ্যবাটি, 13 জুন: ষষ্ঠী খেতে এসে খুন জামাই! বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটি এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম দীপঙ্কর কুন্ডু (44), হাওড়া মাকরদহের বাসিন্দা । তবে গত আড়াই বছর ধরে হুগলির বৈদ্যবাটির 13 নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী-পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন। এদিন স্ত্রী‘র ডাকে সেখানেই গিয়েছিলেন ৷ অভিযোগ, স্থানীয় যুবক রিকু মাঝি ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে ৷ ঘটনার পর থেকে পলাতক ওই যুবক ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় সন্দেহ ভাজন স্ত্রী-সহ আরও 4 জনকে আটক করেছে পুলিশ ৷

হাওড়ায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন দীপঙ্কর। বুধবার বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষে ফের হাওড়ায় ফিরছিলেন ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেই সময়েই কেউ বা কারা দিল্লি রোডের 8 নম্বর ওয়ার্ডে নির্জন জঙ্গলে ডেকে নিয়ে যায় তাঁকে। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে মুখে ও দেহে আঘাত করে । শরীরে প্রায় 40টি বেশি আঘাতের চিহ্ন রয়েছে ৷ স্থানীয়রা এলাকার কাউন্সিলর আর পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় । সেখানেই আজ তাঁর মৃত্যু হয়েছে ৷

মৃতের বোন মৌমিতা শ্রীমানির বলেন, ''দাদা শনি-রবিবার বাড়ি ফিরতেন। বৌদির বৈদ্যবাটিতে প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । তা নিয়ে দাদার সঙ্গে অশান্তি হতো । গত তিন-চার দিন বাড়ি ফেরেনি দাদা । কাল জামাইষষ্ঠী আছে বলে বৈদ্যবাটির বাড়িতে ডাকে বৌদি ।'' বৌদির প্রেমিকই কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ করেন মৃতের বোন ৷ মৃতের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে প্রথামিক তদন্তে পুলিশের অনুমান, যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে ।

বৈদ্যবাটি, 13 জুন: ষষ্ঠী খেতে এসে খুন জামাই! বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটি এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম দীপঙ্কর কুন্ডু (44), হাওড়া মাকরদহের বাসিন্দা । তবে গত আড়াই বছর ধরে হুগলির বৈদ্যবাটির 13 নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী-পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন। এদিন স্ত্রী‘র ডাকে সেখানেই গিয়েছিলেন ৷ অভিযোগ, স্থানীয় যুবক রিকু মাঝি ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে ৷ ঘটনার পর থেকে পলাতক ওই যুবক ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় সন্দেহ ভাজন স্ত্রী-সহ আরও 4 জনকে আটক করেছে পুলিশ ৷

হাওড়ায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন দীপঙ্কর। বুধবার বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষে ফের হাওড়ায় ফিরছিলেন ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেই সময়েই কেউ বা কারা দিল্লি রোডের 8 নম্বর ওয়ার্ডে নির্জন জঙ্গলে ডেকে নিয়ে যায় তাঁকে। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে মুখে ও দেহে আঘাত করে । শরীরে প্রায় 40টি বেশি আঘাতের চিহ্ন রয়েছে ৷ স্থানীয়রা এলাকার কাউন্সিলর আর পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় । সেখানেই আজ তাঁর মৃত্যু হয়েছে ৷

মৃতের বোন মৌমিতা শ্রীমানির বলেন, ''দাদা শনি-রবিবার বাড়ি ফিরতেন। বৌদির বৈদ্যবাটিতে প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । তা নিয়ে দাদার সঙ্গে অশান্তি হতো । গত তিন-চার দিন বাড়ি ফেরেনি দাদা । কাল জামাইষষ্ঠী আছে বলে বৈদ্যবাটির বাড়িতে ডাকে বৌদি ।'' বৌদির প্রেমিকই কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ করেন মৃতের বোন ৷ মৃতের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে প্রথামিক তদন্তে পুলিশের অনুমান, যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.