কলকাতা, 14 অক্টোবর: এসএসকেএম হাসপাতালের ভিতরে ঢুকে রোগীর আত্মীয়ের মাথা ফাটানোর ঘটনায় 5 জনকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ ৷ লালবাজার সূত্রে খবর, ধৃতেরা চেতলা ও আলিপুর এলাকার বাসিন্দা ৷ রবিবার দুপুরে বাঁকুড়ার বাসিন্দা ওই রোগীর আত্মীয় ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে সোমবার ভোররাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনায় মোট চারটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
পুলিশে দায়ের করা অভিযোগে ওই ব্যক্তি জানিয়েছেন, গতকাল সকাল আটটা নাগাদ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বাইরে অপেক্ষা করছিলেন তিনি ৷ তাঁর অভিযোগ, আচমকাই একদল দুষ্কৃতী কয়েকটি বাইকে করে আসে ৷ তাদের প্রত্যেকের হাতে স্টিক হকি ছিল ৷ এরপর তাঁকে বিনা প্ররোচনায় ব্যাপক মারধর করা হয় ৷ মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ তবে, সেখানে উপস্থিত লোকজন এবং পুলিশ তাঁকে উদ্ধার করে ৷ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারেই আক্রান্ত রোগীর আত্মীয়কে ভর্তি করানো হয় ৷
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনায় রক্তাক্ত হওয়া বাঁকুড়ার ওই যুবকের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নামি ৷ যদিও, এই ঘটনায় হাসপাতালের তরফ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করা হয় ৷ আজ তাদের গ্রেফতার করা হয়েছে ৷ আজ আলিপুর পুলিশ আদালতে পেশ করে, তাদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ ৷" তবে, এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলেও, এখনও বেশ কয়েকজন দুষ্কৃতী অধরা রয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার এসএসকেএম হাসপাতালের বাইরে দু’টি দলের মধ্যে সংঘর্ষ হয় ৷ অভিযোগ, পরে দু’তরফের দুষ্কৃতীরা হাসপাতালের ভিতরে ঢুকে বিনা প্ররোচনায় সেখানে তাণ্ডব চালায় ৷ সেখানেই ওই রোগীর আত্মীয়কে মারধর করা হয় ৷ তবে, এই ঘটনার পর, ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশেষত, এই ঘটনা ঘটেছে রাজ্যের অন্যতম সেরা সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ৷
প্রথমত, গত 14 অগস্ট আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের ভিতরে দুষ্কৃতীদের তাণ্ডবের ছবি ধরা পড়েছিল ৷ তারপর পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর ও হাসপাতালে ভাঙচুরের অভিযোগ ওঠে ৷ সেই ঘটনাগুলির রেশ কাটতে না-কাটতে এবার এসএসকেএমের ভিতরেও দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটল ৷