ETV Bharat / state

জবাব দিতে 4 ঘণ্টা, জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে পালটা চাপ তৃণমূলের - Kolkata Doctor Rape And Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 5:40 PM IST

Updated : Sep 16, 2024, 6:33 PM IST

AITC Slams Junior Doctors: জট কাটাতে জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস ৷ মুখ্যসচিবের চিঠির জবাব দিতে কেন চার ঘণ্টা সময় লেগে গেল, সেই প্রশ্ন তুলেছেন শাসকদলের একাধিক নেতা ৷ একের পর এক পোস্টে তাঁরা কটাক্ষ করেছেন জুনিয়র ডাক্তারদের ৷

ETV BHARAT
জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল (নিজস্ব চিত্র)

কলকাতা, 16 সেপ্টেম্বর: কালীঘাটে ফের বৈঠকে যাওয়ার আগেই এবার জুনিয়র ডাক্তারদের উপল পালটা চাপ বাড়াতে শুরু করল রাজ্যের শাসকদল । জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবের বৈঠকের আমন্ত্রণের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতৃত্ব সোশাল মিডিয়ায় সরব হলেন ৷ জুনিয়র ডাক্তারদের জবাব দেওয়া নিয়ে বিলম্বকে তুলে ধরে তাঁরা জট কাটাতে জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ৷

এক্স হ্যান্ডেলে তাঁদের সবারই পোস্টের প্রায় এক বয়ান ৷ রাজ্য সরকারের তরফ থেকে ইমেল পাঠানো হয়েছিল আজ বেলা 11টা 48-এ । কিন্তু এর জবাব জুনিয়ার ডাক্তারদের তরফ থেকে দেওয়া হল 3:53 তে। রাজ্য সরকারের তরফ থেকে পালটা মেল পাঠানো হয় 4:33-এ । তৃণমূল নেতাদের দাবি, একের পর এক মেল চালাচালি চলছে । কিন্তু মূল লক্ষ্য আলোচনা, তা বাস্তবায়িত হচ্ছে না ।

শাসকদলের তরফ থেকে একাধিক শীর্ষ নেতার প্রশ্ন, জবাব দিতে চার ঘণ্টা সময় লেগে গেল ! আদেও কতটা আলোচনা করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা । শিক্ষামন্ত্রী তথা দলের শীর্ষ নেতা ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদী ডাক্তারদের সুযোগ দিচ্ছেন, কিন্তু তাঁদের বিলম্ব কৌশলই তাঁদের আসল উদ্দেশ্য প্রকাশ করেছে । চিঠি পাঠানোর পর 4 ঘণ্টা অতিক্রান্ত এবং এখনও কোনও প্রতিক্রিয়া নেই ৷ যদি তাঁরা সত্যিই অচলাবস্থার সমাধান করতে আগ্রহী হন, তাহলে কেন এই দড়ি টানাটানি ?"

শাসকদলের আরেক মন্ত্রী শশী পাঁজা এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রতিবাদী ডাক্তারদের দাবিকে সমর্থন করে চলেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবারও তাঁদের সঙ্গে স্বচ্ছ ও খোলামেলা আলোচনা করার চেষ্টা করছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিতে 4 ঘণ্টা সময় নেওয়ার পরেও, আমরা আশাবাদী যে তাঁরা এবার পিছপা হবেন না ।"

অপরদিকে, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, "রাজনৈতিক উসকানির সামনে নতি স্বীকার করবেন, নাকি জনস্বার্থে ন্যায় বিচারের জন্য লড়াই করবেন ? তাঁরা আজ কোনটিকে বেছে নেবেন ? বাংলা দেখার অপেক্ষায়...৷"

তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, "যুক্তিবাদী মনের অধিকারী যে কেউ রাজনৈতিক খেলাটি শুঁখে ফেলতে পারে । গত শনিবার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস সত্ত্বেও তাঁরা সময় নষ্ট করেছেন । আজ সকালে 11:48-এ বিকেল 5টার বৈঠকের জন্য পাঠানো চিঠির জবাব 4 ঘণ্টা পর প্রতিক্রিয়া এসেছে । তাঁরা কি আবার আলোচনায় বাধা দেবেন ? সবার চোখ আপনাদের দিকে ।"

কলকাতা, 16 সেপ্টেম্বর: কালীঘাটে ফের বৈঠকে যাওয়ার আগেই এবার জুনিয়র ডাক্তারদের উপল পালটা চাপ বাড়াতে শুরু করল রাজ্যের শাসকদল । জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবের বৈঠকের আমন্ত্রণের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতৃত্ব সোশাল মিডিয়ায় সরব হলেন ৷ জুনিয়র ডাক্তারদের জবাব দেওয়া নিয়ে বিলম্বকে তুলে ধরে তাঁরা জট কাটাতে জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ৷

এক্স হ্যান্ডেলে তাঁদের সবারই পোস্টের প্রায় এক বয়ান ৷ রাজ্য সরকারের তরফ থেকে ইমেল পাঠানো হয়েছিল আজ বেলা 11টা 48-এ । কিন্তু এর জবাব জুনিয়ার ডাক্তারদের তরফ থেকে দেওয়া হল 3:53 তে। রাজ্য সরকারের তরফ থেকে পালটা মেল পাঠানো হয় 4:33-এ । তৃণমূল নেতাদের দাবি, একের পর এক মেল চালাচালি চলছে । কিন্তু মূল লক্ষ্য আলোচনা, তা বাস্তবায়িত হচ্ছে না ।

শাসকদলের তরফ থেকে একাধিক শীর্ষ নেতার প্রশ্ন, জবাব দিতে চার ঘণ্টা সময় লেগে গেল ! আদেও কতটা আলোচনা করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা । শিক্ষামন্ত্রী তথা দলের শীর্ষ নেতা ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদী ডাক্তারদের সুযোগ দিচ্ছেন, কিন্তু তাঁদের বিলম্ব কৌশলই তাঁদের আসল উদ্দেশ্য প্রকাশ করেছে । চিঠি পাঠানোর পর 4 ঘণ্টা অতিক্রান্ত এবং এখনও কোনও প্রতিক্রিয়া নেই ৷ যদি তাঁরা সত্যিই অচলাবস্থার সমাধান করতে আগ্রহী হন, তাহলে কেন এই দড়ি টানাটানি ?"

শাসকদলের আরেক মন্ত্রী শশী পাঁজা এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রতিবাদী ডাক্তারদের দাবিকে সমর্থন করে চলেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবারও তাঁদের সঙ্গে স্বচ্ছ ও খোলামেলা আলোচনা করার চেষ্টা করছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিতে 4 ঘণ্টা সময় নেওয়ার পরেও, আমরা আশাবাদী যে তাঁরা এবার পিছপা হবেন না ।"

অপরদিকে, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, "রাজনৈতিক উসকানির সামনে নতি স্বীকার করবেন, নাকি জনস্বার্থে ন্যায় বিচারের জন্য লড়াই করবেন ? তাঁরা আজ কোনটিকে বেছে নেবেন ? বাংলা দেখার অপেক্ষায়...৷"

তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, "যুক্তিবাদী মনের অধিকারী যে কেউ রাজনৈতিক খেলাটি শুঁখে ফেলতে পারে । গত শনিবার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস সত্ত্বেও তাঁরা সময় নষ্ট করেছেন । আজ সকালে 11:48-এ বিকেল 5টার বৈঠকের জন্য পাঠানো চিঠির জবাব 4 ঘণ্টা পর প্রতিক্রিয়া এসেছে । তাঁরা কি আবার আলোচনায় বাধা দেবেন ? সবার চোখ আপনাদের দিকে ।"

Last Updated : Sep 16, 2024, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.