কলকাতা, 13 এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরুর মাত্র কয়েকদিন আগে একাধিক রদবদল হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে। জানা গিয়েছে, আরও তিন আধিকারিক আসতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। ভোটের কাজে গতি আনতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে আসছেন এই আধিকারিকরা।
জানা গিয়েছে, রাজ্যের কৃষি দফতর থেকে আসছেন দীপঙ্কর দেব ও সৌত্রিক চক্রবর্তী ৷ পৌর ও নগরোন্নয়ন দফতর থেকে আসছেন প্রীতম মল্লিক। অবিলম্বে এই আধিকারিকদের নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে এসে দ্বায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। 12 এপ্রিল এই আধিকারিকদের তাঁদের আগের দ্বায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তবে এই আধিকারিকরা অন্য কারও পরিবর্তে আসতে চলেছেন সেই বিষয় রয়েছে ধোঁয়াশা। অথবা এঁরা কোনও নতুন পদে আসতে চলেছেন কি না সেই ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি কমিশন সূত্রে।
প্রসঙ্গত, এর আগেই দু'জন নির্বাচনী আধিকারিককে সরানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দুই আধিকারিক- অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী ও যুগ্ম নির্বাচনী আধিকারিক রাহুল নাথকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ মূলত এই দুই আধিকারিককে সিনিয়রিটি ভিত্তিতে সরানো হয়েছিল বলেই জানা গিয়েছে।
রাহুল নাথের পরিবর্তে আসেন অর্ণব চট্টোপাধ্যায় ৷ অমিত রায়চৌধুরীর জায়গায় আসেন পরিবহণ দফতরের অধিকর্তা দিব্যেন্দু দাস। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, এর আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অমিত রায়চৌধুরীর বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন ৷ শুভেন্দুর অভিযোগ, অমিত রায়চৌধুরী মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বসে নবান্নে এখান থেকে তথ্য পাচার করেন।
আরও পড়ুন
দু'টি বাড়ি-সহ জ্যোতিপ্রিয়র 48টি সম্পত্তি বাজেয়াপ্ত ইডি'র, বালুর ওজন কমে 37 কেজি
'ক্ষতিপূরণ দেওয়া হবে, কমিশন শাস্তি দিলে মাথা পেতে নেব', মমতার সুরেই ঘোষণা অভিষেকের