কলকাতা, 22 মে: পুলিশি হেনস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের তিন কর্মী ৷ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় মঙ্গলবার এই তিন কর্মীকে জামিন দিয়েছিল ব্যাঙ্কশাল কোর্ট ৷ জামিন পাওয়ার পরই বুধবার পুলিশি হেনস্থার অভিযোগ তুললেন রাজ্যপালের ওএসডি এসএস রাজপুত-সহ আরও দুই কর্মী কুসুম ছেত্রী, সন্ত লাল ৷
রাজভবনের ঘটনায় অভিযোগকারিনী মহিলার বয়ানের ভিত্তিতে এই তিন কর্মীর বিরুদ্ধে 15 মে মামলা রুজু করে কলকাতা পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341 এবং 166 ধারায় মামলা রুজু করা হয় ৷ সেইসঙ্গে রবিবার সিআরপিসি 41-এ নোটিশ দিয়ে তাঁদের তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷ সেদিন হাজিরা না দেওয়ায় মঙ্গলবার তাঁদের হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ দেয় কলকাতা পুলিশ ৷ তবে হাজিরা এড়িয়ে ব্যাঙ্কশাল কোর্টে আগাম জামিনের আবেদন জানান এই তিন কর্মী ৷ তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় ৷ 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত ৷
রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী অভিযোগ করেন, তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। এই অভিযোগ তিনি সরাসরি রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে করেন। যদিও এই বিষয়ে তদন্তে নেমে কলকাতা পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে, এই বিষয়ে তাঁরা কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তদন্ত করছেন না ৷ বরং, রাজভবনের অন্দরে কী হয়েছিল তার তদন্তই তারা করছেন। আর সেই মতোই রাজভবনে 3 জন কর্মীকে ডেকে পাঠিয়েছিল লালবাজার। তবে পুলিশের ডাকে সারা না দিয়ে তাঁরা অতিরিক্ত সময় চান ৷ তবে লালবাজারের তরফে তাঁদের কোনও সময় দেওয়া হয়নি ।
আরও পড়ুন: