ETV Bharat / state

মর্মান্তিক ! বাজ পড়ে দুই জেলায় মৃত 4, হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন - Lighting Strike - LIGHTING STRIKE

Lighting Strike Killed 3 Lives: বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড় এলাকায়। বজ্রপাত কেড়ে নিল তিনটি প্রাণ! আরও তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Lighting Strike Killed 3
পুরুলিয়ায় বাজ পড়ে মৃত 3 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 9:59 PM IST

Updated : May 22, 2024, 10:07 PM IST

পুরুলিয়া, 22 মে: অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হলেও বজ্রপাত কেড়ে নিল তিনটি প্রাণ! ক্ষণিকের জন্য স্বস্তি দিয়ে পুরুলিয়া জেলায় বুধবার বিকেলে এক পশলা হালকা বৃষ্টি হয় ৷ কিন্তু বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও বাজ পড়ে মৃত্যু হল 3 জনের, আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন।

বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড় এলাকায়। জানা গিয়েছে, এদিন শিকার উৎসবে যোগ দিতে গিয়েছিলেন একদল আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ এদিন বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হয় ৷ তখনই বাজ পড়ে মৃত্যু হয় তিনজনের। আরও তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মালদায় বজ্রপাতে মৃত 12, শোক প্রকাশ মমতার

এদিন বিকেলে অযোধ্যা অঞ্চলের ভুঁইঘোরা গ্রামের কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ শিকার উৎসবে সামিল হতে বের হয়েছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে হাতিনাদা গ্রাম সংলগ্ন এলাকায় কিছুক্ষণের জন্য সেখানের একটি বাড়ির ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন সকলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাজের কবলে পড়ে তিন জনের মৃত্যু ঘটে ঘটনাস্থলেই ৷ এছাড়াও, ওই দলের আরও তিনজন গুরুতর জখম হন।

আরও পড়ুন: কলকাতার রিজেন্ট পার্কে বাজ পড়ে মৃত্যু যুবকের

ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের সাহায্যে আহতদের অযোধ্যা হিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে দুজনকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতদের আগামীকাল ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ মৃতরা হলেন রামদাস হাঁসদা (৫৫), বিহারি বেসরা (৬২), চুনারাম কিস্কু (৪৫) ৷ মৃতদের তিনজনেরই বাড়ি বাঘমুন্ডি থানার ভুঁইঘোরা গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

পুরুলিয়ার পাশাপাশি খানাকুলের বজ্রপাতে মৃত্যু হয়েছে আর এক বৃদ্ধার ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খানাকুলের হরিশচক এলাকায়। মৃতের নাম লতিকা মাইতি, বয়স আনুমানিক ৫৯ বছর । জানা গেছে, এদিন দুপুরে বাড়ির সামনের জমিতে বাদাম তুলতে গিয়েছিলেন ওই মহিলা ৷ হঠাৎই বজ্রপাত শুরু হয়। এতেই গুরুতর জখম অবস্থায় মাঠেই পরেছিলেন ওই মহিলা । ঘটনার খবর পেয়ে জখম অবস্থায় ওই মহিলাকে তাঁর পরিবারের লোকজন তড়িঘড়ি চিকিৎসার জন্য নতিবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

পুরুলিয়া, 22 মে: অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হলেও বজ্রপাত কেড়ে নিল তিনটি প্রাণ! ক্ষণিকের জন্য স্বস্তি দিয়ে পুরুলিয়া জেলায় বুধবার বিকেলে এক পশলা হালকা বৃষ্টি হয় ৷ কিন্তু বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও বাজ পড়ে মৃত্যু হল 3 জনের, আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন।

বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড় এলাকায়। জানা গিয়েছে, এদিন শিকার উৎসবে যোগ দিতে গিয়েছিলেন একদল আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ এদিন বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হয় ৷ তখনই বাজ পড়ে মৃত্যু হয় তিনজনের। আরও তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মালদায় বজ্রপাতে মৃত 12, শোক প্রকাশ মমতার

এদিন বিকেলে অযোধ্যা অঞ্চলের ভুঁইঘোরা গ্রামের কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ শিকার উৎসবে সামিল হতে বের হয়েছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে হাতিনাদা গ্রাম সংলগ্ন এলাকায় কিছুক্ষণের জন্য সেখানের একটি বাড়ির ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন সকলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাজের কবলে পড়ে তিন জনের মৃত্যু ঘটে ঘটনাস্থলেই ৷ এছাড়াও, ওই দলের আরও তিনজন গুরুতর জখম হন।

আরও পড়ুন: কলকাতার রিজেন্ট পার্কে বাজ পড়ে মৃত্যু যুবকের

ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের সাহায্যে আহতদের অযোধ্যা হিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে দুজনকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতদের আগামীকাল ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ মৃতরা হলেন রামদাস হাঁসদা (৫৫), বিহারি বেসরা (৬২), চুনারাম কিস্কু (৪৫) ৷ মৃতদের তিনজনেরই বাড়ি বাঘমুন্ডি থানার ভুঁইঘোরা গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

পুরুলিয়ার পাশাপাশি খানাকুলের বজ্রপাতে মৃত্যু হয়েছে আর এক বৃদ্ধার ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খানাকুলের হরিশচক এলাকায়। মৃতের নাম লতিকা মাইতি, বয়স আনুমানিক ৫৯ বছর । জানা গেছে, এদিন দুপুরে বাড়ির সামনের জমিতে বাদাম তুলতে গিয়েছিলেন ওই মহিলা ৷ হঠাৎই বজ্রপাত শুরু হয়। এতেই গুরুতর জখম অবস্থায় মাঠেই পরেছিলেন ওই মহিলা । ঘটনার খবর পেয়ে জখম অবস্থায় ওই মহিলাকে তাঁর পরিবারের লোকজন তড়িঘড়ি চিকিৎসার জন্য নতিবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

Last Updated : May 22, 2024, 10:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.