ETV Bharat / state

মুর্শিদাবাদে চিতাবাঘের চামড়া-সহ গ্রেফতার 2 তৃণমূল নেতা - Leopard Skin Recovered - LEOPARD SKIN RECOVERED

Leopard Skin Recovered: মুর্শিদাবাদের লালবাগে চিতাবাঘের চামড়া-সহ গ্রেফতার হলেন 2 জন তৃণমূল নেতা ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় ৷

ETV BHARAT
ইনসেটে উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়া (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 3:16 PM IST

Updated : May 23, 2024, 7:47 PM IST

লালবাগ (মুর্শিদাবাদ), 23 মে: মুর্শিদাবাদ থানার লালবাগে চিতাবাঘের চামড়া-সহ দু'জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল । ধৃতদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

মুর্শিদাবাদে চিতাবাঘের চামড়া-সহ গ্রেফতার 2 তৃণমূল নেতা (ইটিভি ভারত)

গোপন সূত্রে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং বহরমপুর উত্তর-দক্ষিণ রেঞ্জের বন দফতর যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ থানার মতিঝিল পেট্রল পাম্প সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ৷ সেখান থেকেই লেপার্ডের চামড়া-সহ দু'জনকে গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে 88 সেন্টিমিটারের লম্বা পূর্ণবয়স্ক একটি লেপার্ডের চামড়া উদ্ধার হয় । ধৃতদের মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বন দফতর । ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 9, 39, 40(বি)-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ । ধৃতদের নাম সাবিরুল ইসলাম ও মাসারুল মণ্ডল । দু'জনের বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকায় ।

জানা গিয়েছে, নেপাল থেকে মুর্শিদাবাদে এসেছে চিতাবাঘের চামড়া । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বেআইনি ব্যবসার জন্যই চিতাবাঘের চামড়া আনা হয়েছিল মুর্শিদাবাদে । গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে দু'জনকে লালবাগের একটি বেসরকারি হোটেলের রিসেপশন থেকে গ্রেফতার করা হয় ।

ব্যাগে তল্লাশি চালিয়ে মেলে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া । এ দিন ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । ধৃত দুই ব্যক্তি এলাকায় পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতা হিসাবে পরিচিত । জেলা তৃণমূল নেতা অশোক দাস বলেন, "অপরাধীদের পরিচয় অপরাধী । এই ক্ষেত্রে রাজনৈতিক রং না দেখে আইনের মাধ্যমেই বিচার হবে ।"

আরও পড়ুন:

  1. চা বাগানে ঘুরছে একাধিক চিতাবাঘ! জলপাইগুড়িতে ছড়াল আতঙ্ক
  2. বেডরুমে পাঁচ ঘণ্টা আটকে চিতাবাঘ, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
  3. আতঙ্কের অবসান! দীর্ঘ তল্লাশির পর খাঁচাবন্দি 70 কেজি ওজনের চিতাবাঘ

লালবাগ (মুর্শিদাবাদ), 23 মে: মুর্শিদাবাদ থানার লালবাগে চিতাবাঘের চামড়া-সহ দু'জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল । ধৃতদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

মুর্শিদাবাদে চিতাবাঘের চামড়া-সহ গ্রেফতার 2 তৃণমূল নেতা (ইটিভি ভারত)

গোপন সূত্রে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং বহরমপুর উত্তর-দক্ষিণ রেঞ্জের বন দফতর যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ থানার মতিঝিল পেট্রল পাম্প সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ৷ সেখান থেকেই লেপার্ডের চামড়া-সহ দু'জনকে গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে 88 সেন্টিমিটারের লম্বা পূর্ণবয়স্ক একটি লেপার্ডের চামড়া উদ্ধার হয় । ধৃতদের মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বন দফতর । ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 9, 39, 40(বি)-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ । ধৃতদের নাম সাবিরুল ইসলাম ও মাসারুল মণ্ডল । দু'জনের বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকায় ।

জানা গিয়েছে, নেপাল থেকে মুর্শিদাবাদে এসেছে চিতাবাঘের চামড়া । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বেআইনি ব্যবসার জন্যই চিতাবাঘের চামড়া আনা হয়েছিল মুর্শিদাবাদে । গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে দু'জনকে লালবাগের একটি বেসরকারি হোটেলের রিসেপশন থেকে গ্রেফতার করা হয় ।

ব্যাগে তল্লাশি চালিয়ে মেলে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া । এ দিন ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । ধৃত দুই ব্যক্তি এলাকায় পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতা হিসাবে পরিচিত । জেলা তৃণমূল নেতা অশোক দাস বলেন, "অপরাধীদের পরিচয় অপরাধী । এই ক্ষেত্রে রাজনৈতিক রং না দেখে আইনের মাধ্যমেই বিচার হবে ।"

আরও পড়ুন:

  1. চা বাগানে ঘুরছে একাধিক চিতাবাঘ! জলপাইগুড়িতে ছড়াল আতঙ্ক
  2. বেডরুমে পাঁচ ঘণ্টা আটকে চিতাবাঘ, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
  3. আতঙ্কের অবসান! দীর্ঘ তল্লাশির পর খাঁচাবন্দি 70 কেজি ওজনের চিতাবাঘ
Last Updated : May 23, 2024, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.