ETV Bharat / state

গুপ্তচরবৃত্তির অভিযোগ! বিএসএফ অ্যাকাডেমি থেকে নিখোঁজ 2 মহিলা কনস্টেবল - GWALIOR BSF CONSTABLE MISSING

BSF Female Constables Missing: গোয়ালিয়রের বিএসএফ অ্যাকাডেমি থেকে নিখোঁজ দুই মহিলা কনস্টেবল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তাঁদের খোঁজে পুলিশের পাশাপাশি তল্লাশি শুরু করেছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। তদন্ত করছে বিএসএফও ৷ এই দুই মহিলা কনস্টেবল মুর্শিদাবাদে থাকতে পারেন বলে জানা গিয়েছে ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 2:39 PM IST

BSF Female Constables Missing
নিখোঁজ বিএসএফ মহিলা কনস্টেবল (ইটিভি ভারত)

গোয়ালিয়র, 7 জুলাই: বিএসএফ অ্যাকাডেমি থেকে নিখোঁজ দুই মহিলা কনস্টেবলের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য় সামনে এল ৷ তদন্তকারীদের ধারণা মুর্শিদাবাদে থাকতে পারেন তাঁরা ৷ বিভিন্ন দিক খতিয়ে দেখে এমনটাই মনে করছেন মধ্যপ্রদেশ পুলিশ এবং একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ উল্লেখ্য, প্রথম থেকেই তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় আন্তর্জাতিক সীমান্ত এলাকার সমস্ত বিএসএফ ইউনিটকে ইতিমধ্যে সতর্ক করেছে বিএসএফ ৷

কনস্টেবল আকাঙ্খা নিখার মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা এবং সাহানা খাতুন মুর্শিদাবাদের বাসিন্দা ৷ গত 6 জুন বিএসএফ অ্য়াকাডেমি থেকে সন্দেহজনকভাবে নিখোঁজ হয়ে যান দুই মহিলা কনস্টেবল ৷ মেয়ের খোঁজ না পাওয়ায় গোয়ালিয়রের বিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন আকাঙ্খা নিখারের মা ৷ তাঁর অভিযোগ, আকাঙ্খাকে অপহরণ করেছেন মুর্শিদাবাদের বাসিন্দা শাহানা খাতুন ৷

অভিযোগ পাওয়ার বেশ কিছুদিন পর তল্লাশি শুরু করে পুলিশ বলে জানিয়েছেন আকাঙ্খার মা ৷ ঘটনায় সিট-ও গঠন করা হয় ৷ অ্যাকাডেমিতে তাঁদের ঘরেও তল্লাশি চালায় পুলিশ ৷ সেখান থেকে দু'জনের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ৷ যদিও মোবাইলে কোনও ডেটা ছিল না ৷ খতিয়ে দেখা হয়, গোয়ালিয়র রেল স্টেশনের সমস্ত সিসিটিভি ক্যামেরাও ৷ সেখানে তাঁদের অপহরণ করার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, গত 7 জুন দুই কনস্টেবলকে মুর্শিদাবাদের বহরমপুরের এক হাসপাতালে ৷

অবিবাহিত মহিলা কনস্টেবল দু'জনেই বিএসএফ-এর এটিসি শাখায় ছিলেন ৷ এই শাখা সেনাবাহিনীর অস্ত্র ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ৷ 4 মাস আগে বিএসএফ-এর অ্য়াকাডেমিতে দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় ৷ গোয়ালিয়র পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নিরঞ্জন শর্মা জানিয়েছেন, দুই মহিলা কনস্টেবল অ্য়াকাডেমির হোস্টেল থেকে নিখোঁজ হন ৷ বিএসএফ-এর কাছে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে বিলুয়া থানার পুলিশ ৷ তদন্তের সময় তাঁদের দু'জনকে গোয়ালিয়রের রেল স্টেশনে দেখা গিয়েছে । সেখান থেকে তাঁরা প্রথমে দিল্লিতে এবং পরে কলকাতায় রওনা দেন তাঁরা । সেখান থেকে মুর্শিদাবাদে পৌঁছন তাঁরা ।

গোয়ালিয়র, 7 জুলাই: বিএসএফ অ্যাকাডেমি থেকে নিখোঁজ দুই মহিলা কনস্টেবলের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য় সামনে এল ৷ তদন্তকারীদের ধারণা মুর্শিদাবাদে থাকতে পারেন তাঁরা ৷ বিভিন্ন দিক খতিয়ে দেখে এমনটাই মনে করছেন মধ্যপ্রদেশ পুলিশ এবং একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ উল্লেখ্য, প্রথম থেকেই তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় আন্তর্জাতিক সীমান্ত এলাকার সমস্ত বিএসএফ ইউনিটকে ইতিমধ্যে সতর্ক করেছে বিএসএফ ৷

কনস্টেবল আকাঙ্খা নিখার মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা এবং সাহানা খাতুন মুর্শিদাবাদের বাসিন্দা ৷ গত 6 জুন বিএসএফ অ্য়াকাডেমি থেকে সন্দেহজনকভাবে নিখোঁজ হয়ে যান দুই মহিলা কনস্টেবল ৷ মেয়ের খোঁজ না পাওয়ায় গোয়ালিয়রের বিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন আকাঙ্খা নিখারের মা ৷ তাঁর অভিযোগ, আকাঙ্খাকে অপহরণ করেছেন মুর্শিদাবাদের বাসিন্দা শাহানা খাতুন ৷

অভিযোগ পাওয়ার বেশ কিছুদিন পর তল্লাশি শুরু করে পুলিশ বলে জানিয়েছেন আকাঙ্খার মা ৷ ঘটনায় সিট-ও গঠন করা হয় ৷ অ্যাকাডেমিতে তাঁদের ঘরেও তল্লাশি চালায় পুলিশ ৷ সেখান থেকে দু'জনের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ৷ যদিও মোবাইলে কোনও ডেটা ছিল না ৷ খতিয়ে দেখা হয়, গোয়ালিয়র রেল স্টেশনের সমস্ত সিসিটিভি ক্যামেরাও ৷ সেখানে তাঁদের অপহরণ করার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, গত 7 জুন দুই কনস্টেবলকে মুর্শিদাবাদের বহরমপুরের এক হাসপাতালে ৷

অবিবাহিত মহিলা কনস্টেবল দু'জনেই বিএসএফ-এর এটিসি শাখায় ছিলেন ৷ এই শাখা সেনাবাহিনীর অস্ত্র ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ৷ 4 মাস আগে বিএসএফ-এর অ্য়াকাডেমিতে দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় ৷ গোয়ালিয়র পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নিরঞ্জন শর্মা জানিয়েছেন, দুই মহিলা কনস্টেবল অ্য়াকাডেমির হোস্টেল থেকে নিখোঁজ হন ৷ বিএসএফ-এর কাছে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে বিলুয়া থানার পুলিশ ৷ তদন্তের সময় তাঁদের দু'জনকে গোয়ালিয়রের রেল স্টেশনে দেখা গিয়েছে । সেখান থেকে তাঁরা প্রথমে দিল্লিতে এবং পরে কলকাতায় রওনা দেন তাঁরা । সেখান থেকে মুর্শিদাবাদে পৌঁছন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.