বাদুড়িয়া, 25 জানুয়ারি: পরিত্যক্ত কাঁদানে গ্যাসের সেল ফেটে জখম দুই শিশু ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার আড়বেলিয়া এলাকায় ৷ অভিযোগ, একটি পরিত্যক্ত ইটভাটার পাশের মাঠে পুলিশ ট্রেনিং চলছিল ৷ সেখানেই ব্যবহার হয়েছিল সেলটি ৷ যা দু’টি শিশু খেলনা ভেবে কুড়িয়ে নিয়ে যায় ৷ রাতে সেই সেল ফেটে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনায় আহত দুই শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ার আড়বেলিয়ার একটি পরিত্যক্ত ইটভাটার পাশের মাঠে শুক্রবার নবনিযুক্ত পুলিশকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ৷ সেখানে ওই পুলিশ কর্মীদের কাঁদানে গ্যাসের সেল ফাটানো, বন্দুক চালানো, বোমা নিষ্ক্রিয়-সহ পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ হয় ৷ অভিযোগ উঠেছে, প্রশিক্ষণ না-ফাটা কাঁদানে গ্যাসের সেল মাঠেই পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় ট্রেনিংয়ের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা ৷
সেখান থেকেই ওই দুই শিশু কাঁদানে গ্যাসের সেল তুলে নিয়ে বাড়ি চলে যায় ৷ রাতে বাড়িতেই সেল ফেটে আহত হয় দু’জন ৷ তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ৷ তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যজনের চিকিৎসা চলছে বসিরহাট জেলা হাসপাতালে ৷
এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে ৷ প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পরেও কীভাবে কাঁদানে গ্যাসের সেল সেখানে পড়ে থাকল, কেনই বা তা নজরে পড়ল উপস্থিত পুলিশ কর্মীদের ৷
এদিকে, কাঁদানে গ্যাসের সেল ফেটে দুই শিশু জখম হওয়ার ঘটনায় পুলিশ মহলে জোর তৎপরতা শুরু হয়েছে ৷ শনিবার সকাল থেকে আড়বেলিয়ার ওই মাঠে পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস বা বিস্ফোরকের পরিত্যক্ত সেল পরিষ্কার করা শুরু করেছে ৷ পুলিশকর্মীরা মাঠে নেমে পরিত্যক্ত কাঁদানে সেল ও বিস্ফোরকের অংশ খোঁজা শুরু করেছে ৷ বাসিন্দাদের আপাতত ওই এলাকায় প্রবেশ করতে নিষেধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ৷
এ বিষয়ে বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান বলেন, "কী করে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এক্ষেত্রে কারোর গাফিলতি থাকলে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ কাউকেই রেয়াত করা হবে না ৷"