ETV Bharat / state

সুন্দরবনের ইতিহাসে নতুন অধ্যায় ! মিলল কুষাণ যুগের মূর্তি, গন্ডারের ফসিল - Kushan dynasty

Kushan Dynasty Archaeological Evidence in Sunderbans: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার হল হাজার বছরের প্রাচীন নিদর্শন ৷ পাওয়া গিয়েছে কুষাণ যুগের মূর্তি, গন্ডারের ফসিল উদ্ধার ৷

ETV Bharat
সুন্দরবনে কুষাণ যুগের নিদর্শন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 1:53 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: হাজার বছরের প্রাচীন নিদর্শন মিলল সুন্দরবনে ৷ উদ্ধার হল কুষাণ যুগের মূর্তি, গন্ডারের ফসিল ৷ এর থেকেই অনুমান করা হচ্ছে, 'ডাঙায় বাঘ জলে কুমিরে'র বসবাসের জায়গা সুন্দরবনে এক সময় মানব সভ্যতা গড়ে উঠেছিল ৷ গবেষকরা মনে করেছেন, এই নিদর্শন সুন্দরবনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে পারে ৷

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় 20টি প্রত্নতাত্ত্বিক অঞ্চল রয়েছে ৷ এই বিষয়ে জানার পরে রাজ্যের আডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায় ওই এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ৷ সুন্দরবন গবেষক, রাজ্যের বনদফতর, মৎসজীবীদের নিয়ে বোটে চেপে অভিযানে অংশ নেন বিপ্লব রায় নিজেই ৷ দু'দিনে বেশ কয়েকটি জায়গা ঘুরে এই সব নিদর্শন খুঁজে বের করেন তিনি ।

Civilization in Sunderbans
সুন্দরবনে মানব সভ্যতার নিদর্শন

গত 1 ফেব্রুয়ারিতে বড় বোটে চেপে হেরোভাঙা নদী দিয়ে ডোবাকি হয়ে বিদ্যধারী নদী দিয়ে মাতলা হয়ে নেতিধোপানীতে পৌঁছন বিপ্লব রায় ও অন্যরা ৷ এই এলাকাটি সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে ৷ যদিও বনদফতরের কড়াকড়ি ও কাঁটাতারের কারণে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ৷ আর সেখানেই মিলল 1 হাজার বছরের পুরনো ইট ৷ যেগুলো হাতে পেটানো এবং বিশাল আকৃতির ৷

Archaeological evidence in Sunderban
সুন্দরবনে গবেষকের দল

বিপ্লব রায়ের কথায়, "আমি বিশ্বাস করি না, ওই নিদর্শনগুলি চাঁদ সওদাগর ও মনসামঙ্গল গল্পের সঙ্গে মেলে ৷ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানগুলির এই এলাকাগুলিত সংগ্রহের তালিকায় আনতে পারে ৷ এই এলাকাতেই বনদফতরের কড়া নিরাপত্তায় বনবিবির পুজো দেন গ্রামবাসীরা ৷ অনেক মাটির পাত্র পাওয়া গিয়েছে, যেগুলি মনসা মঙ্গলের 'মিথ'কে অস্বীকার করে ৷"

তিনি আরও জানান, ইটের দেওয়াল, মন্দিরের কাঠামো এবং মাটির তৈরি রিং কূপ এখনও বিদ্যমান ৷ এর আগে 'আজমলমারী 10' নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক স্থান থেকে জেলেরা ভগবান বিষ্ণুর তৈরি একটি কালো পাথরের ভাস্কর্য খুঁজে পেয়েছিলেন ৷ পরে পুলিশ জেলেদের থেকে বাজেয়াপ্ত করেছিল ৷ তিনি বলেন, "আমরা সুন্দরকাটি খাল হয়ে সোয়া নদী, তারপর মাতলা নদী হয়ে বন্নি ক্যাম্প ও ধূলিভাসানিতে পৌঁছে চমকে যাই ৷ ওই এলাকায় বনভূমির 7 ফুট নীচে গন্ডার এবং অন্য অজ্ঞাত প্রাণী-সহ মানুষের হাড়, দাঁত উদ্ধার করা হয়েছে ৷ কুষাণ রাজবংশ থেকে পাল রাজবংশ পর্যন্ত ভাঙা মূর্তি ও মৃৎপাত্র সংগ্রহ করা হয়েছে ৷ কার্বন ডেটিংয়ের পর এই বিষয়ে তথ্য প্রকাশ করা হবে ৷"

Archaeological evidence in Sunderban
সুন্দরবনে প্রাচীন ইতিহাসের নিদর্শন

এ বিষয়ে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, "কুষাণেরা কোনওভাবেই বাংলায় দখলে ছিল বলে আমি মনে করি না ৷ কিন্তু, কোনও না কোনও ভাবে এই মূর্তি চলে আসতে পারে ৷ তখনকার দিনে ওই এলাকা বণিকপথ ছিল ৷ ধর্মীয় বা ব্যবসায়ীদের মাধ্যমে চলে আসতে পারে ৷ তবে, ওই জিনিসগুলির সময়কাল নির্ধারণ করা দরকার ৷ কিন্তু, এখন তো সব কার্বন ডেটিং হয় ৷ যদিও সেটাই পারফেক্ট বলে আমি মনে করি না ৷ এখন আবার সেভাবেও আর্কিওলজিস্ট নেই, যাঁরা এককালে ছিলেন ৷ তারপরও কার্বন ডেটিং ও আর্কিওলজিস্টদের মতামত নেওয়া প্রয়োজন ৷ যদি অনুমান সত্যি হয়, তাহলে সুন্দরবনে নতুন ইতিহাসের অধ্যায় শুরু হবে ৷"

আরও পড়ুন:

  1. নদীর গ্রাসে আস্ত ইতিহাস ! ধ্বংসের পথে ডায়মন্ড হারবারের ঐতিহাসিক কেল্লা
  2. বড়দিন উদযাপনেই শুধু ভিড়, বাকি সময়ে ইতিহাস আকড়ে একাকি দাঁড়িয়ে গ্রিক অর্থোডক্স গির্জা
  3. বাউল গান-ভক্তদের ঢল, মকর সংক্রান্তির আবহে মুখরিত শতাব্দী প্রাচীন জয়দেব-কেন্দুলি মেলা

কলকাতা, 8 ফেব্রুয়ারি: হাজার বছরের প্রাচীন নিদর্শন মিলল সুন্দরবনে ৷ উদ্ধার হল কুষাণ যুগের মূর্তি, গন্ডারের ফসিল ৷ এর থেকেই অনুমান করা হচ্ছে, 'ডাঙায় বাঘ জলে কুমিরে'র বসবাসের জায়গা সুন্দরবনে এক সময় মানব সভ্যতা গড়ে উঠেছিল ৷ গবেষকরা মনে করেছেন, এই নিদর্শন সুন্দরবনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে পারে ৷

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় 20টি প্রত্নতাত্ত্বিক অঞ্চল রয়েছে ৷ এই বিষয়ে জানার পরে রাজ্যের আডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায় ওই এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ৷ সুন্দরবন গবেষক, রাজ্যের বনদফতর, মৎসজীবীদের নিয়ে বোটে চেপে অভিযানে অংশ নেন বিপ্লব রায় নিজেই ৷ দু'দিনে বেশ কয়েকটি জায়গা ঘুরে এই সব নিদর্শন খুঁজে বের করেন তিনি ।

Civilization in Sunderbans
সুন্দরবনে মানব সভ্যতার নিদর্শন

গত 1 ফেব্রুয়ারিতে বড় বোটে চেপে হেরোভাঙা নদী দিয়ে ডোবাকি হয়ে বিদ্যধারী নদী দিয়ে মাতলা হয়ে নেতিধোপানীতে পৌঁছন বিপ্লব রায় ও অন্যরা ৷ এই এলাকাটি সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে ৷ যদিও বনদফতরের কড়াকড়ি ও কাঁটাতারের কারণে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ৷ আর সেখানেই মিলল 1 হাজার বছরের পুরনো ইট ৷ যেগুলো হাতে পেটানো এবং বিশাল আকৃতির ৷

Archaeological evidence in Sunderban
সুন্দরবনে গবেষকের দল

বিপ্লব রায়ের কথায়, "আমি বিশ্বাস করি না, ওই নিদর্শনগুলি চাঁদ সওদাগর ও মনসামঙ্গল গল্পের সঙ্গে মেলে ৷ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানগুলির এই এলাকাগুলিত সংগ্রহের তালিকায় আনতে পারে ৷ এই এলাকাতেই বনদফতরের কড়া নিরাপত্তায় বনবিবির পুজো দেন গ্রামবাসীরা ৷ অনেক মাটির পাত্র পাওয়া গিয়েছে, যেগুলি মনসা মঙ্গলের 'মিথ'কে অস্বীকার করে ৷"

তিনি আরও জানান, ইটের দেওয়াল, মন্দিরের কাঠামো এবং মাটির তৈরি রিং কূপ এখনও বিদ্যমান ৷ এর আগে 'আজমলমারী 10' নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক স্থান থেকে জেলেরা ভগবান বিষ্ণুর তৈরি একটি কালো পাথরের ভাস্কর্য খুঁজে পেয়েছিলেন ৷ পরে পুলিশ জেলেদের থেকে বাজেয়াপ্ত করেছিল ৷ তিনি বলেন, "আমরা সুন্দরকাটি খাল হয়ে সোয়া নদী, তারপর মাতলা নদী হয়ে বন্নি ক্যাম্প ও ধূলিভাসানিতে পৌঁছে চমকে যাই ৷ ওই এলাকায় বনভূমির 7 ফুট নীচে গন্ডার এবং অন্য অজ্ঞাত প্রাণী-সহ মানুষের হাড়, দাঁত উদ্ধার করা হয়েছে ৷ কুষাণ রাজবংশ থেকে পাল রাজবংশ পর্যন্ত ভাঙা মূর্তি ও মৃৎপাত্র সংগ্রহ করা হয়েছে ৷ কার্বন ডেটিংয়ের পর এই বিষয়ে তথ্য প্রকাশ করা হবে ৷"

Archaeological evidence in Sunderban
সুন্দরবনে প্রাচীন ইতিহাসের নিদর্শন

এ বিষয়ে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, "কুষাণেরা কোনওভাবেই বাংলায় দখলে ছিল বলে আমি মনে করি না ৷ কিন্তু, কোনও না কোনও ভাবে এই মূর্তি চলে আসতে পারে ৷ তখনকার দিনে ওই এলাকা বণিকপথ ছিল ৷ ধর্মীয় বা ব্যবসায়ীদের মাধ্যমে চলে আসতে পারে ৷ তবে, ওই জিনিসগুলির সময়কাল নির্ধারণ করা দরকার ৷ কিন্তু, এখন তো সব কার্বন ডেটিং হয় ৷ যদিও সেটাই পারফেক্ট বলে আমি মনে করি না ৷ এখন আবার সেভাবেও আর্কিওলজিস্ট নেই, যাঁরা এককালে ছিলেন ৷ তারপরও কার্বন ডেটিং ও আর্কিওলজিস্টদের মতামত নেওয়া প্রয়োজন ৷ যদি অনুমান সত্যি হয়, তাহলে সুন্দরবনে নতুন ইতিহাসের অধ্যায় শুরু হবে ৷"

আরও পড়ুন:

  1. নদীর গ্রাসে আস্ত ইতিহাস ! ধ্বংসের পথে ডায়মন্ড হারবারের ঐতিহাসিক কেল্লা
  2. বড়দিন উদযাপনেই শুধু ভিড়, বাকি সময়ে ইতিহাস আকড়ে একাকি দাঁড়িয়ে গ্রিক অর্থোডক্স গির্জা
  3. বাউল গান-ভক্তদের ঢল, মকর সংক্রান্তির আবহে মুখরিত শতাব্দী প্রাচীন জয়দেব-কেন্দুলি মেলা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.