ETV Bharat / state

অশান্ত বাংলাদেশ থেকে উত্তরবঙ্গ হয়ে 1121 পড়ুয়াকে দেশে ফেরাল বিএসএফ - Bangladesh Kota Protest - BANGLADESH KOTA PROTEST

Bangladesh Kota Protest: অশান্ত বাংলাদেশে আটকে পড়া এক হাজারের বেশি পড়ুয়াকে ভারতে ফেরাল বিএসএফ ৷ সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানান হয়েছে, উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এখনও পর্যন্ত ভারত ছাড়াও, নেপাল, ভুটান ও মলদ্বীপের একাধিক পড়ুয়াকে ফেরানো হয়েছে ৷ তাঁদের নিরাপদে নিজেদের রাজ্য ও দেশে ফেরানোর ব্যবস্থা করছে বিএসএফ ৷

ETV BHARAT
অশান্ত বাংলাদেশ থেকে উত্তরবঙ্গ দিয়ে 1121 পড়ুয়াকে ভারতে ফেরাল বিএসএফ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 5:22 PM IST

শিলিগুড়ি, 23 জুলাই: বাংলাদেশ থেকে আসা পড়ুয়াদের জন্য সীমান্তে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা বিএসএফের ৷ কোটা বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে এখনও পর্যন্ত 1121 জন পড়ুয়াকে ভারতে ফেরানো হয়েছে ৷ তাঁদের মধ্যে ভারতীয় পড়ুয়া ছাড়াও, নেপাল, ভুটান, মলদ্বীপ এমনকী বাংলাদেশের পড়ুয়ারাও রয়েছেন ৷ তাঁদের নিরাপদে ভারতে ঢোকার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না-হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে বিএসএফ ৷

অশান্ত বাংলাদেশ থেকে উত্তরবঙ্গ দিয়ে 1121 পড়ুয়াকে ভারতে ফেরাল বিএসএফ ৷ (ইটিভি ভারত)

ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি চেকপোস্ট দিয়ে সকল পড়ুয়ায়দের ভারতে নিয়ে আসা হচ্ছে ৷ এর জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এই তিনটি চেকপোস্টে ৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট 1121 জন পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে এসেছে ৷ যাদের মধ্যে 616 জন ভারতীয় পড়ুয়া রয়েছেন ৷ বাকি 428 জন নেপালের, 54 জন ভুটানের ও 2 জন মলদ্বীপের ৷ পাশাপাশি 21 জন বাংলাদেশি পড়ুয়াও ভারতে এসেছেন ৷ তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এসেছেন ৷ ছুটিতে বাংলাদেশে গেলেও, পরিস্থিতি খারাপ হওয়ায় ভারতে ফিরে আসছেন তাঁরা ৷

উত্তরবঙ্গের তিনটি চেক পোস্টে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাজীব গৌতম ও জলপাইগুড়ির হেড কোয়ার্টারের ডিআইজি পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে ৷ বিএসএফের 151 নম্বর, 98 নম্বর ও 61 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের জলপাইগুড়ি, ফুলবাড়ি ও রায়গঞ্জে সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে ৷

এই বিষয়ে আইজি সূর্যকান্ত শর্মা বলেন, "বিগত ছয় দিনে বাংলাদেশে অস্থিরতার জন্য অনেক পড়ুয়া সীমান্ত পেরিয়ে ভারতে ফেরত আসছেন ৷ তাঁদের মধ্যে অনেকে ভিনদেশেরও রয়েছেন ৷ সবার সঠিক যাচাইয়ের পর, গন্তব্যে ফিরতে বিএসএফের তরফে সহযোগিতা করা হচ্ছে ৷"

বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আসন সংরক্ষণের বিরুদ্ধে শুরু হওয়া ছাত্র আন্দোলন, বর্তমানে বৃহত্তর গণ আন্দোলনের চেহারা নিয়েছে ৷ যার জেরে সেখানে থেকে ভারতীয় এবং অন্যান্য দেশের পড়ুয়া সীমান্ত পেরিয়ে এদেশে ফিরছে ৷ সেই তালিকায় বহু বাংলাদেশিও রয়েছেন ৷

আর সেই কারণে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদের দ্রুত সীমান্ত পারাপারের ব্যবস্থা করা হচ্ছে ৷ তাই চেকপোস্টগুলিতে অতিরিক্ত সেনাকর্মী মোতায়েন করা হয়েছে ৷ চ্যাংড়াবান্ধায় অতিরিক্ত প্যাসেঞ্জার সিকিউরিটি চেক সেন্টার তৈরি করেছে বিএসএফ ৷ যাতে সময়ের অপচয় না-হয় ৷ প্রয়োজনে নিরাপদে গন্তব্যে ফেরার ব্যবস্থা করা হচ্ছে বিএসএফের তরফে ৷

শিলিগুড়ি, 23 জুলাই: বাংলাদেশ থেকে আসা পড়ুয়াদের জন্য সীমান্তে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা বিএসএফের ৷ কোটা বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে এখনও পর্যন্ত 1121 জন পড়ুয়াকে ভারতে ফেরানো হয়েছে ৷ তাঁদের মধ্যে ভারতীয় পড়ুয়া ছাড়াও, নেপাল, ভুটান, মলদ্বীপ এমনকী বাংলাদেশের পড়ুয়ারাও রয়েছেন ৷ তাঁদের নিরাপদে ভারতে ঢোকার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না-হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে বিএসএফ ৷

অশান্ত বাংলাদেশ থেকে উত্তরবঙ্গ দিয়ে 1121 পড়ুয়াকে ভারতে ফেরাল বিএসএফ ৷ (ইটিভি ভারত)

ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি চেকপোস্ট দিয়ে সকল পড়ুয়ায়দের ভারতে নিয়ে আসা হচ্ছে ৷ এর জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এই তিনটি চেকপোস্টে ৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট 1121 জন পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে এসেছে ৷ যাদের মধ্যে 616 জন ভারতীয় পড়ুয়া রয়েছেন ৷ বাকি 428 জন নেপালের, 54 জন ভুটানের ও 2 জন মলদ্বীপের ৷ পাশাপাশি 21 জন বাংলাদেশি পড়ুয়াও ভারতে এসেছেন ৷ তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এসেছেন ৷ ছুটিতে বাংলাদেশে গেলেও, পরিস্থিতি খারাপ হওয়ায় ভারতে ফিরে আসছেন তাঁরা ৷

উত্তরবঙ্গের তিনটি চেক পোস্টে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাজীব গৌতম ও জলপাইগুড়ির হেড কোয়ার্টারের ডিআইজি পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে ৷ বিএসএফের 151 নম্বর, 98 নম্বর ও 61 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের জলপাইগুড়ি, ফুলবাড়ি ও রায়গঞ্জে সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে ৷

এই বিষয়ে আইজি সূর্যকান্ত শর্মা বলেন, "বিগত ছয় দিনে বাংলাদেশে অস্থিরতার জন্য অনেক পড়ুয়া সীমান্ত পেরিয়ে ভারতে ফেরত আসছেন ৷ তাঁদের মধ্যে অনেকে ভিনদেশেরও রয়েছেন ৷ সবার সঠিক যাচাইয়ের পর, গন্তব্যে ফিরতে বিএসএফের তরফে সহযোগিতা করা হচ্ছে ৷"

বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আসন সংরক্ষণের বিরুদ্ধে শুরু হওয়া ছাত্র আন্দোলন, বর্তমানে বৃহত্তর গণ আন্দোলনের চেহারা নিয়েছে ৷ যার জেরে সেখানে থেকে ভারতীয় এবং অন্যান্য দেশের পড়ুয়া সীমান্ত পেরিয়ে এদেশে ফিরছে ৷ সেই তালিকায় বহু বাংলাদেশিও রয়েছেন ৷

আর সেই কারণে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদের দ্রুত সীমান্ত পারাপারের ব্যবস্থা করা হচ্ছে ৷ তাই চেকপোস্টগুলিতে অতিরিক্ত সেনাকর্মী মোতায়েন করা হয়েছে ৷ চ্যাংড়াবান্ধায় অতিরিক্ত প্যাসেঞ্জার সিকিউরিটি চেক সেন্টার তৈরি করেছে বিএসএফ ৷ যাতে সময়ের অপচয় না-হয় ৷ প্রয়োজনে নিরাপদে গন্তব্যে ফেরার ব্যবস্থা করা হচ্ছে বিএসএফের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.