ETV Bharat / state

আবাস প্রকল্প থেকে নাম বাদ পড়ার 11টি কারণ, জানতে পড়ুন... - WEST BENGAL AWAS PROJECT

আবাস প্রকল্প থেকে নাম বাদ যাওয়া নিয়ে দিকে দিকে বিক্ষোভ হচ্ছে ৷ নাম বাদ যাওয়ার কারণ কী ? জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

West Bengal Awas Project
আবাস প্রকল্প থেকে নাম বাদ পড়ার 11টি কারণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 6:45 PM IST

কলকাতা, 1 নভেম্বর: আবাস-দুর্নীতির অভিযোগের জেরে কেন্দ্রীয় সরকার বাংলায় এই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছে ৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফেই আবাস প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু এই নিয়ে বিতর্ক বেঁধেছে ৷ অভিযোগ উঠেছে, আবাস প্রকল্পে ঘর দিতে দুর্নীতি করা হচ্ছে ৷ বাদ যাচ্ছে যোগ্যদের নাম ৷ তৃণমূলের কারসাজিতেই এই দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ৷

স্বাভাবিকভাবেই তাই কৌতূহল তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আবাস প্রকল্পের নিয়ম নিয়ে ৷ কী কী কারণে প্রকল্প থেকে নাম বাদ যাচ্ছে, সেই প্রশ্নই সবচেয়ে বেশি উঠছে ৷ এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখতে গিয়ে সামনে চলে আসছে 11টি কারণ ৷ কী কী সেই কারণগুলি, দেখে নেওয়া যাক একনজরে ৷

কোন কোন ক্ষেত্রে মিলবে না আবাস প্রকল্পের বাড়ি ?

  1. পাকা বাড়ি
  2. তিন বা চারচাকার গাড়ি
  3. কৃষিকাজে ব্যবহার করা যায় এমন তিন বা চার চাকার গাড়ি
  4. পরিবারে কোনও সরকারি চাকুরে
  5. সরকারের কাছে নথিভুক্ত থাকা অকৃষিজ সংস্থা
  6. পরিবারের কোনও সদস্যের মাসিক আয় 15 হাজার টাকা
  7. আয়কর দাতা
  8. 15 হাজার টাকার বেশি আয় প্রফেশনাল ট্যাক্স-দাতা
  9. আড়াই একর বা তার বেশি চাষযোগ্য জমি
  10. পাঁচ একর বা তার বেশি চাষযোগ্য নয় এমন জমি
  11. অন্য কোনও প্রকল্প বা আবাস প্রকল্পের সুবিধাপ্রাপক

আবাস প্রকল্পে ঘর বরাদ্দ করার আগে সমীক্ষা শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ সেই সমীক্ষাতেই এই মাপকাঠিগুলিই খতিয়ে দেখে আবাস প্রকল্পে ঘর পাওয়ার দেওয়ার ক্ষেত্রে যোগ্য বা অযোগ্য বিচার করা হচ্ছে ৷ নবান্ন সূত্রে খবর, শুধুমাত্র পাকা বাড়ি থাকার কারণেই 4 লক্ষ 18 হাজার 455 জনের নাম বাদ পড়েছে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে পাকা বাড়ি যদি থাকে, তাহলে কীভাবে তালিকায় নাম উঠল ? সেই সম্পর্কে জানা যাচ্ছে যে যখন তালিকা তৈরি হয়, সেই সময় বাদ পড়া প্রায় 4 লক্ষ জনের পাকা বাড়ি ছিল না ৷ পরবর্তীতে তা তৈরি হওয়ায়, এখন নাম বাদ পড়ে যাচ্ছে ৷ একইভাবে অনান্য নিয়মের পূরণ না-হওয়ার জেরেও অনেকের নাম বাদ গিয়েছে ৷

যারা জেরে জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে ৷ বিরোধীরা অভিযোগ তুলেছে, সমীক্ষায় দুর্নীতি করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে আসরে নেমেছে রাজ্য প্রশাসনও ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি মানবিকভাবে দেখার কথা বলেছেন ৷ মুখ্যমন্ত্রী বলছেন শর্তের কড়াকড়ি নয়, মানবিকভাবে বিষয়টিকে বিশ্লেষণ করতে হবে ।

প্রশাসনের তরফেও পুরো প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করার কথা বলা হয়েছে ৷ মুখ্যসচিবও তালিকা থেকে বাতিল হওয়া মানুষদের নামগুলি আবার বিভিন্ন জেলার জেলাশাসকদের পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন । কিন্তু পুনর্মূল্যায়নের ফলও যদি একই হয়, তাহলে কী হবে ? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি ৷

West Bengal Awas Project
আবাস প্রকল্পে বাড়ি পাওয়ার নিয়ম (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতিতে সমীক্ষার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৷ আগে সমীক্ষা শেষের তারিখ 30 অক্টোবর ছিল ৷ এখন তা বাড়িয়ে 15 নভেম্বর পর্যন্ত করা হয়েছে ৷ এই সমীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত বলা সম্ভব নয়, ঠিক কারা আবাস প্রকল্পে বাড়ি পেতে চলেছেন ৷

যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের কাছে এখন ভরসা যে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ৷ কারণ, পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে পাশে নিয়ে তিনি জানিয়েছেন, তালিকায় থাকা উপভোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই । ধাপে ধাপে সকলেই বাড়ির সুযোগ পাবেন।

এখন দেখার এই আশ্বাস প্রশাসনের তরফে কীভাবে বাস্তবায়িত করা হয় ? এর জন্য নিয়মে কোনও আসবে কি? উত্তরের অপেক্ষায় সকলে ৷

কলকাতা, 1 নভেম্বর: আবাস-দুর্নীতির অভিযোগের জেরে কেন্দ্রীয় সরকার বাংলায় এই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছে ৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফেই আবাস প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু এই নিয়ে বিতর্ক বেঁধেছে ৷ অভিযোগ উঠেছে, আবাস প্রকল্পে ঘর দিতে দুর্নীতি করা হচ্ছে ৷ বাদ যাচ্ছে যোগ্যদের নাম ৷ তৃণমূলের কারসাজিতেই এই দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ৷

স্বাভাবিকভাবেই তাই কৌতূহল তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আবাস প্রকল্পের নিয়ম নিয়ে ৷ কী কী কারণে প্রকল্প থেকে নাম বাদ যাচ্ছে, সেই প্রশ্নই সবচেয়ে বেশি উঠছে ৷ এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখতে গিয়ে সামনে চলে আসছে 11টি কারণ ৷ কী কী সেই কারণগুলি, দেখে নেওয়া যাক একনজরে ৷

কোন কোন ক্ষেত্রে মিলবে না আবাস প্রকল্পের বাড়ি ?

  1. পাকা বাড়ি
  2. তিন বা চারচাকার গাড়ি
  3. কৃষিকাজে ব্যবহার করা যায় এমন তিন বা চার চাকার গাড়ি
  4. পরিবারে কোনও সরকারি চাকুরে
  5. সরকারের কাছে নথিভুক্ত থাকা অকৃষিজ সংস্থা
  6. পরিবারের কোনও সদস্যের মাসিক আয় 15 হাজার টাকা
  7. আয়কর দাতা
  8. 15 হাজার টাকার বেশি আয় প্রফেশনাল ট্যাক্স-দাতা
  9. আড়াই একর বা তার বেশি চাষযোগ্য জমি
  10. পাঁচ একর বা তার বেশি চাষযোগ্য নয় এমন জমি
  11. অন্য কোনও প্রকল্প বা আবাস প্রকল্পের সুবিধাপ্রাপক

আবাস প্রকল্পে ঘর বরাদ্দ করার আগে সমীক্ষা শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ সেই সমীক্ষাতেই এই মাপকাঠিগুলিই খতিয়ে দেখে আবাস প্রকল্পে ঘর পাওয়ার দেওয়ার ক্ষেত্রে যোগ্য বা অযোগ্য বিচার করা হচ্ছে ৷ নবান্ন সূত্রে খবর, শুধুমাত্র পাকা বাড়ি থাকার কারণেই 4 লক্ষ 18 হাজার 455 জনের নাম বাদ পড়েছে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে পাকা বাড়ি যদি থাকে, তাহলে কীভাবে তালিকায় নাম উঠল ? সেই সম্পর্কে জানা যাচ্ছে যে যখন তালিকা তৈরি হয়, সেই সময় বাদ পড়া প্রায় 4 লক্ষ জনের পাকা বাড়ি ছিল না ৷ পরবর্তীতে তা তৈরি হওয়ায়, এখন নাম বাদ পড়ে যাচ্ছে ৷ একইভাবে অনান্য নিয়মের পূরণ না-হওয়ার জেরেও অনেকের নাম বাদ গিয়েছে ৷

যারা জেরে জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে ৷ বিরোধীরা অভিযোগ তুলেছে, সমীক্ষায় দুর্নীতি করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে আসরে নেমেছে রাজ্য প্রশাসনও ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি মানবিকভাবে দেখার কথা বলেছেন ৷ মুখ্যমন্ত্রী বলছেন শর্তের কড়াকড়ি নয়, মানবিকভাবে বিষয়টিকে বিশ্লেষণ করতে হবে ।

প্রশাসনের তরফেও পুরো প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করার কথা বলা হয়েছে ৷ মুখ্যসচিবও তালিকা থেকে বাতিল হওয়া মানুষদের নামগুলি আবার বিভিন্ন জেলার জেলাশাসকদের পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন । কিন্তু পুনর্মূল্যায়নের ফলও যদি একই হয়, তাহলে কী হবে ? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি ৷

West Bengal Awas Project
আবাস প্রকল্পে বাড়ি পাওয়ার নিয়ম (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতিতে সমীক্ষার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৷ আগে সমীক্ষা শেষের তারিখ 30 অক্টোবর ছিল ৷ এখন তা বাড়িয়ে 15 নভেম্বর পর্যন্ত করা হয়েছে ৷ এই সমীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত বলা সম্ভব নয়, ঠিক কারা আবাস প্রকল্পে বাড়ি পেতে চলেছেন ৷

যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের কাছে এখন ভরসা যে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ৷ কারণ, পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে পাশে নিয়ে তিনি জানিয়েছেন, তালিকায় থাকা উপভোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই । ধাপে ধাপে সকলেই বাড়ির সুযোগ পাবেন।

এখন দেখার এই আশ্বাস প্রশাসনের তরফে কীভাবে বাস্তবায়িত করা হয় ? এর জন্য নিয়মে কোনও আসবে কি? উত্তরের অপেক্ষায় সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.