ETV Bharat / state

কড়া নিরাপত্তা! প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Central Force in West Bengal: ভোটের আগে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে ৷ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ৷

Central Force in West Bengal
রাজ্যে আসছে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 10:28 PM IST

কলকাতা, 8 এপ্রিল: আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে আসতে চলেছে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, 15 এপ্রিলের আগেই রাজ্যে চলে আসবে এই বিরাট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। আরও 100 কোম্পানি রাজ্যে এলে কীভাবে সেই বাহিনী মোতায়ন করা হবে তার নীল নকশা সাজাতে শুরু হয়েছে ইতিমধ্যেই।

বিজ্ঞপ্তি অনুসারে যে 100 কোম্পানি বাহিনী রাজ্যে আসছে তার মধ্যে সিএপিএফ আসছে 55 বাহিনী। তাছাড়া 25 কোম্পানি বাহিনী আসছে মনিপুর থেকে। রাজ্যে আগেই মোতায়ন করা ছিল 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারা ইতিমধ্যেই এলাকায় এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করেছে। ভোটের দিন ভোটারার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করাই কেন্দ্রীয় বাহিনীর লক্ষ্য। এবার আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।

সবমিলিয়ে এবার মোট বাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়াবে 277 কোম্পানি। অন্যদিকে জানা গিয়েছে, ভূপতিনগরের ঘটনার পরে কিছুটা চাপের মধ্যেই কমিশন। তাই প্রথমে প্রথম দফার নির্বাচন কম সংখ্যক বাহিনী দিয়ে করানোর কথা মনে করলেও আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন ৷ জানা গিয়েছে, প্রথম দফা নির্বাচনের মুখে আরও 70 কোম্পানি বাহিনী আসতে পারে রাজ্যে। কেন্দ্রীয় বাহিনী আনা নেই এমনিতেই শাসক ও বিরোধী দলের তরজা হয়। বিজেপি থেকে শুরু করে অন্য বিরোধীদের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যে কোনও ভোটই হতে পারে না। শুধু তাই নয়, সোমবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট শেষ হওয়ার পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রশ্নে বরাবরই বিরোধীদের নিশানা করে তৃণমূল। কিন্তু এবার গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি বাহিনী আসছে এই রাজ্যে।

আরও পড়ুন

1. এপ্রিলের শেষেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফল? সত্যিটা বলে দিল পর্ষদ-সংসদ

2. রক্ষাকবচ পেলে ভোট বানচাল করতে পারেন বিজেপি নেতারা, পুলিশের রিপোর্টে ক্রুদ্ধ বিচারপতি

3. গার্ডেনরিচ-চক্রান্তে যুক্ত পৌরনিগমের আধিকারিকরা, তাঁদের শাস্তি চাই: হাইকোর্ট

কলকাতা, 8 এপ্রিল: আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে আসতে চলেছে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, 15 এপ্রিলের আগেই রাজ্যে চলে আসবে এই বিরাট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। আরও 100 কোম্পানি রাজ্যে এলে কীভাবে সেই বাহিনী মোতায়ন করা হবে তার নীল নকশা সাজাতে শুরু হয়েছে ইতিমধ্যেই।

বিজ্ঞপ্তি অনুসারে যে 100 কোম্পানি বাহিনী রাজ্যে আসছে তার মধ্যে সিএপিএফ আসছে 55 বাহিনী। তাছাড়া 25 কোম্পানি বাহিনী আসছে মনিপুর থেকে। রাজ্যে আগেই মোতায়ন করা ছিল 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারা ইতিমধ্যেই এলাকায় এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করেছে। ভোটের দিন ভোটারার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করাই কেন্দ্রীয় বাহিনীর লক্ষ্য। এবার আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।

সবমিলিয়ে এবার মোট বাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়াবে 277 কোম্পানি। অন্যদিকে জানা গিয়েছে, ভূপতিনগরের ঘটনার পরে কিছুটা চাপের মধ্যেই কমিশন। তাই প্রথমে প্রথম দফার নির্বাচন কম সংখ্যক বাহিনী দিয়ে করানোর কথা মনে করলেও আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন ৷ জানা গিয়েছে, প্রথম দফা নির্বাচনের মুখে আরও 70 কোম্পানি বাহিনী আসতে পারে রাজ্যে। কেন্দ্রীয় বাহিনী আনা নেই এমনিতেই শাসক ও বিরোধী দলের তরজা হয়। বিজেপি থেকে শুরু করে অন্য বিরোধীদের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যে কোনও ভোটই হতে পারে না। শুধু তাই নয়, সোমবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট শেষ হওয়ার পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রশ্নে বরাবরই বিরোধীদের নিশানা করে তৃণমূল। কিন্তু এবার গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি বাহিনী আসছে এই রাজ্যে।

আরও পড়ুন

1. এপ্রিলের শেষেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফল? সত্যিটা বলে দিল পর্ষদ-সংসদ

2. রক্ষাকবচ পেলে ভোট বানচাল করতে পারেন বিজেপি নেতারা, পুলিশের রিপোর্টে ক্রুদ্ধ বিচারপতি

3. গার্ডেনরিচ-চক্রান্তে যুক্ত পৌরনিগমের আধিকারিকরা, তাঁদের শাস্তি চাই: হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.