ETV Bharat / state

আমেরিকার গোয়েন্দা বিভাগের অভিযোগে আর্থিক প্রতারণায় গ্রেফতার অন্যতম অভিযুক্ত - Financial Fraud

Financial Fraud through Cryptocurrency: আমেরিকার নাগরিকদের অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতির অভিযোগে একজনকে গ্রেফতার করল লালবাজার ৷ ঘটনায় আগে ধৃত 12 জনকে জিজ্ঞাসাবাদ করে ফের 1 জনকে গ্রেফতার করল পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 2:29 PM IST

কলকাতা, 1 এপ্রিল: ভুয়ো কল সেন্টার খুলে আমেরিকার নাগরিকদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে ফের এক অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজার ৷ ধৃতের নাম মহম্মদ তারিক । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দাবি, প্রতারণার মাধ্যমে আমেরিকা থেকে হাতিয়ে নেওয়া ডলার টাকায় বদলে ভারতে নিয়ে আসা হত ৷ ক্রিপ্টোকারেন্সিতে বদলে ওই টাকা কলকাতায় নিয়ে আসার কাজ করত তারিক ৷ এখনও পর্যন্ত মনে করা হচ্ছে তারিকই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ৷ তবে এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

অভিযোগ, কলকাতায় বসে দেশ-বিদেশের বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে তারিক ওই কাজ করত । কিন্তু তার সঙ্গে এই কাজে আরও অনেকে যুক্ত রয়েছে বলে মনে করছে পুলিশ । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজার । সূত্রের খবর, সম্প্রতি আমেরিকার গোয়েন্দা বিভাগ এফবিআইয়ের তরফে অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্তে নেমেছিল লালবাজার । পরে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কসবা এবং কড়েয়া থেকে প্রায় 12 জন অভিযুক্তকে গ্রেফতার করে গুন্ডাদমন শাখার গোয়েন্দারা । তাদের জেরা করেই উঠে আসে তারিকের নাম । এরপরেই তিলজলার বাসিন্দা ওই ব্যক্তিকে শনিবার লালবাজারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতিপূর্ণ উত্তর দেওয়ায় তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । 12 জন ধৃতের তালিকায় ফের একজনের নাম জুড়ল ৷

কীভাবে ক্রিপ্টোকারেন্সি চালাত তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৃতদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তে এগোচ্ছে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা ৷

আরও পড়ুন :

  1. মার্কিন-নাগরিককে প্রতারণার অভিযোগ, 7 কোটির ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত সিবিআইয়ের
  2. ক্রিপ্টোকারেন্সির অপব্যবহার বন্ধ নিশ্চিত করতে হবে, বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর

কলকাতা, 1 এপ্রিল: ভুয়ো কল সেন্টার খুলে আমেরিকার নাগরিকদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে ফের এক অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজার ৷ ধৃতের নাম মহম্মদ তারিক । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দাবি, প্রতারণার মাধ্যমে আমেরিকা থেকে হাতিয়ে নেওয়া ডলার টাকায় বদলে ভারতে নিয়ে আসা হত ৷ ক্রিপ্টোকারেন্সিতে বদলে ওই টাকা কলকাতায় নিয়ে আসার কাজ করত তারিক ৷ এখনও পর্যন্ত মনে করা হচ্ছে তারিকই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ৷ তবে এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

অভিযোগ, কলকাতায় বসে দেশ-বিদেশের বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে তারিক ওই কাজ করত । কিন্তু তার সঙ্গে এই কাজে আরও অনেকে যুক্ত রয়েছে বলে মনে করছে পুলিশ । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজার । সূত্রের খবর, সম্প্রতি আমেরিকার গোয়েন্দা বিভাগ এফবিআইয়ের তরফে অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্তে নেমেছিল লালবাজার । পরে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কসবা এবং কড়েয়া থেকে প্রায় 12 জন অভিযুক্তকে গ্রেফতার করে গুন্ডাদমন শাখার গোয়েন্দারা । তাদের জেরা করেই উঠে আসে তারিকের নাম । এরপরেই তিলজলার বাসিন্দা ওই ব্যক্তিকে শনিবার লালবাজারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতিপূর্ণ উত্তর দেওয়ায় তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । 12 জন ধৃতের তালিকায় ফের একজনের নাম জুড়ল ৷

কীভাবে ক্রিপ্টোকারেন্সি চালাত তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৃতদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তে এগোচ্ছে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা ৷

আরও পড়ুন :

  1. মার্কিন-নাগরিককে প্রতারণার অভিযোগ, 7 কোটির ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত সিবিআইয়ের
  2. ক্রিপ্টোকারেন্সির অপব্যবহার বন্ধ নিশ্চিত করতে হবে, বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.