পারথ, 24 নভেম্বর: তাঁকে বলা হচ্ছে ‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ’ ৷ এহেন বিশেষণ যে নিছক অমূলক নয়, তা ফের প্রমাণ করলেন তরুণ বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ তাঁর টেস্ট কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি এল আজ ৷ আর তাঁর ইনিংসে ভর করেই ভারত প্রায় তিনশো রানের লিড নিয়ে নিয়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন যশস্বী ৷ এদিন অজিদের ঘরে ঢুকে ফের জাত চেনালেন যশস্বী ৷
ভাঙলেন ম্যাকালামের রেকর্ড...
টেস্ট ম্যাচে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন যশস্বীর দখলে । মুম্বইকর ভেঙেছেন প্রাক্তন কিউয়ি তারকা ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ড ৷ 2014 সালে 33টি ছক্কা মেরেছিলেন ম্যাকালাম । রবিবার প্রথম সেশনেই শতরানের গণ্ডি টপকেছেন যশস্বী ৷ এখনও পর্যন্ত মেরেছেন তিনটি ছয় ৷ ফলে 2024 ক্যালেন্ডার বছরে জয়সওয়ালের ব্যাট থেকে এখনও পর্যন্ত এসেছে 35টি ছয় ৷
A moment to cherish for @ybj_19 👏🫡
— BCCI (@BCCI) November 24, 2024
Live - https://t.co/gTqS3UPruo… #AUSvIND pic.twitter.com/97OSa35zTD
অজিভূমে নজির...
|
এর আগে মাত্র 9টি টেস্ট খেলে ব্যক্তিগত 1000 রানের গণ্ডি পেরিয়েছেন মুম্বইকর ৷ দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড ছোঁয়ার পথে টপকেছেন ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের দুই কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর ও চেতেশ্বর পূজারাকে ৷ বিনোদ কাম্বলি, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু'টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়েছেন ৷ আন্তর্জাতিক স্তরে যৌথভাবে সাত নম্বর ক্রিকেটার হিসেবে দ্রুততম তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেছেন যশস্বী ৷ এবার অজিভূমে জয়সওয়াল বোঝালেন, তাঁর সফর আরও দীর্ঘ ৷