ETV Bharat / sports

সেহওয়াগের সঙ্গে এক সারিতে সেঞ্চুরিয়ান যশস্বী, তিনশো পার ভারতের লিড - যশস্বী জয়সওয়াল

India vs England 3rd Test in Rajkot: প্রথম ইনিংসে মাত্র 10 রানে আউট হয়ে গিয়েছিলেন ৷ সেই আক্ষেপ রাজকোটের দ্বিতীয় ইনিংসে মিটে গেল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং কেরিয়ারের তিন নম্বর টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ তবে, চোটের কারণে 104 রানে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 8:10 PM IST

রাজকোট, 17 ফেব্রুয়ারি: ভারতীয় ওপেনার হিসেবে যৌথভাবে দ্রুততম তিন নম্বর টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ এই রেকর্ড এতদিন শুধুমাত্র নজফগড়ের নবাব অর্থাৎ, বীরেন্দ্র সেহওয়াগের নামে ছিল ৷ ওপেনার হিসেবে মাত্র 13 নম্বর টেস্ট ইনিংসে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করলেন যশস্বী ৷ তবে, সেঞ্চুরির পরপরই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ পীঠের ব্যাথা অনুভব হওয়ায় তাঁকে তুলে নেওয়া হয় ৷ দিনের শেষে 104 রানে রিটায়ার্ড হার্ট হন তিনি ৷

উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে যৌথভাবে সাত নম্বর ক্রিকেটার হিসেবে দ্রুততম তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ এই তালিকায় প্রাক্তন ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার সঞ্জয় মঞ্জরেকরও রয়েছেন ৷ এ দিন 122 বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছন বাঁ-হাতি ওপেনার ৷ 13 ইনিংস শেষে যশস্বীর গড় সেহওয়াগের থেকে অনেকটাই বেশি ৷ 13 ইনিংসে বীরুর 66.63 স্ট্রাইক রেটে 53.31 গড় ছিল ৷ আর সেখানে যশস্বী জয়সওয়াল 65.87 স্ট্রাইক রেটে 62.25 গড়ে রান করেছেন ৷

তবে, ভারতের জন্য দিনের শেষে একটা অস্বস্তির কাঁটা থেকে গেল ৷ তা হল, যশস্বীর পীঠের টান ৷ সেঞ্চুরির সেলিব্রেশনের পরপরই পীঠে ব্যাথা অনুভব করেন তিনি ৷ এর জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে ৷ তিনবার মাঠে ভারতীয় দলের ফিজিওকে আসতে হয় ৷ শেষে ড্রেসিংরুম থেকে কোচ রাহুল দ্রাবিড় তাঁকে উঠে আসতে নির্দেশ দেন ৷ দিনের শেষে তিনি 133 বলে 104 রান করে অপরাজিত রয়েছেন ৷ অন্যদিকে, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক রোহিত শর্মা এদিন মাত্র 19 রানে জো রুটের শিকার হন ৷

তবে, ভারতের জন্য সুখবর শুভমন গিলের রান পাওয়া ৷ ভাইজ্যাগে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছিলেন ৷ কিন্তু, রাজকোটে প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই মার্ক উডের শিকার হয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসে বুঝিয়ে দিলেন তিনি ফর্মে রয়েছেন ৷ এ দিন যশস্বীর সঙ্গে 161 রানের পার্টনারশিপ করেছেন তিনি ৷ দিনের শেষে 65 রানে অপরাজিত রয়েছেন গিল ৷ রজত পাতিদার 10 বল খেলে কোনও রান না করেই আউট হয়েছেন ৷ ক্রিজে শুভমনের সঙ্গে রয়েছেন নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব (3 রানে অপরাজিত) ৷

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর 2 উইকেটে 196 রান ৷ প্রথম ইনিংসে 126 রানে এগিয়ে ছিল ভারত ৷ সেই সুবাদে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড এই মুহূর্তে 322 রান ৷ হাতে এই মুহূর্তে 8 উইকেট রয়েছে ৷ চতুর্থদিনে ভারতের লক্ষ্য হবে ব্রিটিশদের সামনে পাঁচশোর কাছাকাছি টার্গেট সেট করা ৷ সঙ্গে আশা করা হচ্ছে চতুর্থদিনের সকালে ফিট অবস্থায় যশস্বীকে মাঠে দেখা যাবে ৷

আরও পড়ুন:

  1. কিংবদন্তি অশ্বিন ও বুমরার পরামর্শে উপকৃত, জানালেন মুকেশ
  2. জাপানকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মহিলা দল
  3. বিধ্বংসী সিরাজ! প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লিড টিম ইন্ডিয়ার

রাজকোট, 17 ফেব্রুয়ারি: ভারতীয় ওপেনার হিসেবে যৌথভাবে দ্রুততম তিন নম্বর টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ এই রেকর্ড এতদিন শুধুমাত্র নজফগড়ের নবাব অর্থাৎ, বীরেন্দ্র সেহওয়াগের নামে ছিল ৷ ওপেনার হিসেবে মাত্র 13 নম্বর টেস্ট ইনিংসে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করলেন যশস্বী ৷ তবে, সেঞ্চুরির পরপরই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ পীঠের ব্যাথা অনুভব হওয়ায় তাঁকে তুলে নেওয়া হয় ৷ দিনের শেষে 104 রানে রিটায়ার্ড হার্ট হন তিনি ৷

উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে যৌথভাবে সাত নম্বর ক্রিকেটার হিসেবে দ্রুততম তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ এই তালিকায় প্রাক্তন ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার সঞ্জয় মঞ্জরেকরও রয়েছেন ৷ এ দিন 122 বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছন বাঁ-হাতি ওপেনার ৷ 13 ইনিংস শেষে যশস্বীর গড় সেহওয়াগের থেকে অনেকটাই বেশি ৷ 13 ইনিংসে বীরুর 66.63 স্ট্রাইক রেটে 53.31 গড় ছিল ৷ আর সেখানে যশস্বী জয়সওয়াল 65.87 স্ট্রাইক রেটে 62.25 গড়ে রান করেছেন ৷

তবে, ভারতের জন্য দিনের শেষে একটা অস্বস্তির কাঁটা থেকে গেল ৷ তা হল, যশস্বীর পীঠের টান ৷ সেঞ্চুরির সেলিব্রেশনের পরপরই পীঠে ব্যাথা অনুভব করেন তিনি ৷ এর জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে ৷ তিনবার মাঠে ভারতীয় দলের ফিজিওকে আসতে হয় ৷ শেষে ড্রেসিংরুম থেকে কোচ রাহুল দ্রাবিড় তাঁকে উঠে আসতে নির্দেশ দেন ৷ দিনের শেষে তিনি 133 বলে 104 রান করে অপরাজিত রয়েছেন ৷ অন্যদিকে, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক রোহিত শর্মা এদিন মাত্র 19 রানে জো রুটের শিকার হন ৷

তবে, ভারতের জন্য সুখবর শুভমন গিলের রান পাওয়া ৷ ভাইজ্যাগে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছিলেন ৷ কিন্তু, রাজকোটে প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই মার্ক উডের শিকার হয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসে বুঝিয়ে দিলেন তিনি ফর্মে রয়েছেন ৷ এ দিন যশস্বীর সঙ্গে 161 রানের পার্টনারশিপ করেছেন তিনি ৷ দিনের শেষে 65 রানে অপরাজিত রয়েছেন গিল ৷ রজত পাতিদার 10 বল খেলে কোনও রান না করেই আউট হয়েছেন ৷ ক্রিজে শুভমনের সঙ্গে রয়েছেন নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব (3 রানে অপরাজিত) ৷

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর 2 উইকেটে 196 রান ৷ প্রথম ইনিংসে 126 রানে এগিয়ে ছিল ভারত ৷ সেই সুবাদে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড এই মুহূর্তে 322 রান ৷ হাতে এই মুহূর্তে 8 উইকেট রয়েছে ৷ চতুর্থদিনে ভারতের লক্ষ্য হবে ব্রিটিশদের সামনে পাঁচশোর কাছাকাছি টার্গেট সেট করা ৷ সঙ্গে আশা করা হচ্ছে চতুর্থদিনের সকালে ফিট অবস্থায় যশস্বীকে মাঠে দেখা যাবে ৷

আরও পড়ুন:

  1. কিংবদন্তি অশ্বিন ও বুমরার পরামর্শে উপকৃত, জানালেন মুকেশ
  2. জাপানকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মহিলা দল
  3. বিধ্বংসী সিরাজ! প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লিড টিম ইন্ডিয়ার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.