রাজকোট, 17 ফেব্রুয়ারি: ভারতীয় ওপেনার হিসেবে যৌথভাবে দ্রুততম তিন নম্বর টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ এই রেকর্ড এতদিন শুধুমাত্র নজফগড়ের নবাব অর্থাৎ, বীরেন্দ্র সেহওয়াগের নামে ছিল ৷ ওপেনার হিসেবে মাত্র 13 নম্বর টেস্ট ইনিংসে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করলেন যশস্বী ৷ তবে, সেঞ্চুরির পরপরই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ পীঠের ব্যাথা অনুভব হওয়ায় তাঁকে তুলে নেওয়া হয় ৷ দিনের শেষে 104 রানে রিটায়ার্ড হার্ট হন তিনি ৷
উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে যৌথভাবে সাত নম্বর ক্রিকেটার হিসেবে দ্রুততম তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল ৷ এই তালিকায় প্রাক্তন ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার সঞ্জয় মঞ্জরেকরও রয়েছেন ৷ এ দিন 122 বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছন বাঁ-হাতি ওপেনার ৷ 13 ইনিংস শেষে যশস্বীর গড় সেহওয়াগের থেকে অনেকটাই বেশি ৷ 13 ইনিংসে বীরুর 66.63 স্ট্রাইক রেটে 53.31 গড় ছিল ৷ আর সেখানে যশস্বী জয়সওয়াল 65.87 স্ট্রাইক রেটে 62.25 গড়ে রান করেছেন ৷
তবে, ভারতের জন্য দিনের শেষে একটা অস্বস্তির কাঁটা থেকে গেল ৷ তা হল, যশস্বীর পীঠের টান ৷ সেঞ্চুরির সেলিব্রেশনের পরপরই পীঠে ব্যাথা অনুভব করেন তিনি ৷ এর জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে ৷ তিনবার মাঠে ভারতীয় দলের ফিজিওকে আসতে হয় ৷ শেষে ড্রেসিংরুম থেকে কোচ রাহুল দ্রাবিড় তাঁকে উঠে আসতে নির্দেশ দেন ৷ দিনের শেষে তিনি 133 বলে 104 রান করে অপরাজিত রয়েছেন ৷ অন্যদিকে, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক রোহিত শর্মা এদিন মাত্র 19 রানে জো রুটের শিকার হন ৷
তবে, ভারতের জন্য সুখবর শুভমন গিলের রান পাওয়া ৷ ভাইজ্যাগে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছিলেন ৷ কিন্তু, রাজকোটে প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই মার্ক উডের শিকার হয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসে বুঝিয়ে দিলেন তিনি ফর্মে রয়েছেন ৷ এ দিন যশস্বীর সঙ্গে 161 রানের পার্টনারশিপ করেছেন তিনি ৷ দিনের শেষে 65 রানে অপরাজিত রয়েছেন গিল ৷ রজত পাতিদার 10 বল খেলে কোনও রান না করেই আউট হয়েছেন ৷ ক্রিজে শুভমনের সঙ্গে রয়েছেন নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব (3 রানে অপরাজিত) ৷
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর 2 উইকেটে 196 রান ৷ প্রথম ইনিংসে 126 রানে এগিয়ে ছিল ভারত ৷ সেই সুবাদে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড এই মুহূর্তে 322 রান ৷ হাতে এই মুহূর্তে 8 উইকেট রয়েছে ৷ চতুর্থদিনে ভারতের লক্ষ্য হবে ব্রিটিশদের সামনে পাঁচশোর কাছাকাছি টার্গেট সেট করা ৷ সঙ্গে আশা করা হচ্ছে চতুর্থদিনের সকালে ফিট অবস্থায় যশস্বীকে মাঠে দেখা যাবে ৷
আরও পড়ুন: