ETV Bharat / sports

‘বাবা হিসেবে রাগ হচ্ছে’, আরজি কর কাণ্ডে মুখ খুললেন ঋদ্ধি - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 18, 2024, 11:43 AM IST

Updated : Aug 18, 2024, 11:48 AM IST

Wriddhiman Saha Demands Justice in RG Kar Incident: আরজি কর হাসপাতালে ডাক্তারি-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সরব দেশের বিভিন্ন স্তরের মানুষ ৷ পিছিয়ে নেই তারকারাও ৷ এবার প্রতিবাদীরা পাশে পেলেন ঋদ্ধিমান সাহাকে ৷

Wriddhiman Saha Demands Justice in RG Kar Incident
আরজি কর কাণ্ডে মুখ খুললেন ঋদ্ধি (ইটিভি ভারত)

কলকাতা, 18 অগস্ট: আরজি কর কাণ্ডে ক্রমশ তীব্র হচ্ছে প্রতিবাদ ৷ আমজনতা ছাপিয়ে যা ছড়িয়ে পড়েছে সেলিব্রেটিদের মধ্যেও ৷ কেউ রাস্তায় নেমে, কেউ সামাজিক মাধ্যমে ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছেন ৷ যেই তালিকায় নবতম সংযোজন ঋদ্ধিমান সাহা ৷ জাতীয় দলে খেলা স্টাম্পার-ব্যাটার লিখেছেন, ‘‘রাজ্যের এই ঘটনা দেখে বাবা হিসেবে রাগ হচ্ছে ৷’’

কী লিখেছেন পাপালি ?

ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ঋদ্ধিমান ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গিয়েছে ৷ আমার নিজের শহর কলকাতায় যে জঘন্য অপরাধ হয়েছে তা মেনে নিতে পারছি না । একজন বাবা হিসাবে ব্যথা এবং রাগ হচ্ছে । যখন আমরা আমাদের সন্তানদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারি না, তখন আমরা কীভাবে নিজেদের মানুষ বলতে পারি ? সমাজ হিসেবে আমাদের জেগে উঠতে হবে ৷ মেয়েরা এই পৃথিবীতে আরও ভাল জায়গা পাওয়ার যোগ্য ৷ তারা নিরাপদ বোধ করার, ভয়হীনভাবে, স্বাধীনভাবে চলাফেরা করার যোগ্য ।’’

জাতীয় দলে খেলা ক্রিকেটার আরও লিখেছেন, ‘‘দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি । আমাদের একটি উদাহরণ তৈরি করা দরকার যাতে অন্য কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায় । এই দানবদের জন্য আইন পরিবর্তন করা দরকার ৷ ভারতকে মেয়েদের জন্য নিরাপদ জায়গা করে তুলতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে । আমি এটা শুধু একজন ক্রিকেটার বা তারকা হিসেবে লিখছি না, একজন বাবা হিসেবে, একজন মানুষ হিসেবে লিখছি । আসুন আমরা একসঙ্গে এমন একটি পৃথিবী তৈরি করি যেখানে আমাদের শিশুরা ভয় ছাড়াই বড় হতে পারবে ।’’

কলকাতা, 18 অগস্ট: আরজি কর কাণ্ডে ক্রমশ তীব্র হচ্ছে প্রতিবাদ ৷ আমজনতা ছাপিয়ে যা ছড়িয়ে পড়েছে সেলিব্রেটিদের মধ্যেও ৷ কেউ রাস্তায় নেমে, কেউ সামাজিক মাধ্যমে ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছেন ৷ যেই তালিকায় নবতম সংযোজন ঋদ্ধিমান সাহা ৷ জাতীয় দলে খেলা স্টাম্পার-ব্যাটার লিখেছেন, ‘‘রাজ্যের এই ঘটনা দেখে বাবা হিসেবে রাগ হচ্ছে ৷’’

কী লিখেছেন পাপালি ?

ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ঋদ্ধিমান ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গিয়েছে ৷ আমার নিজের শহর কলকাতায় যে জঘন্য অপরাধ হয়েছে তা মেনে নিতে পারছি না । একজন বাবা হিসাবে ব্যথা এবং রাগ হচ্ছে । যখন আমরা আমাদের সন্তানদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারি না, তখন আমরা কীভাবে নিজেদের মানুষ বলতে পারি ? সমাজ হিসেবে আমাদের জেগে উঠতে হবে ৷ মেয়েরা এই পৃথিবীতে আরও ভাল জায়গা পাওয়ার যোগ্য ৷ তারা নিরাপদ বোধ করার, ভয়হীনভাবে, স্বাধীনভাবে চলাফেরা করার যোগ্য ।’’

জাতীয় দলে খেলা ক্রিকেটার আরও লিখেছেন, ‘‘দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি । আমাদের একটি উদাহরণ তৈরি করা দরকার যাতে অন্য কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায় । এই দানবদের জন্য আইন পরিবর্তন করা দরকার ৷ ভারতকে মেয়েদের জন্য নিরাপদ জায়গা করে তুলতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে । আমি এটা শুধু একজন ক্রিকেটার বা তারকা হিসেবে লিখছি না, একজন বাবা হিসেবে, একজন মানুষ হিসেবে লিখছি । আসুন আমরা একসঙ্গে এমন একটি পৃথিবী তৈরি করি যেখানে আমাদের শিশুরা ভয় ছাড়াই বড় হতে পারবে ।’’

Last Updated : Aug 18, 2024, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.