কলকাতা, 17 ডিসেম্বর: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে থ্রিলার জয়ে শীর্ষস্থান পাকা হয়েছে ৷ তবে লিগ টেবিলে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি ৷ তাই জয়ের অভ্যাস বজায় রাখার সঙ্গেই সবুজ-মেরুনের চোখ আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান পোক্ত করা ৷ আর সেই লক্ষ্যেই আগামী শুক্রবার হোসে মোলিনার দল মুখোমুখি হতে চলেছে এফসি গোয়ার ৷ গত ম্যাচ ঘরের মাটিতে খেলার পর ফের একটা অ্যাওয়ে ম্যাচ বাগানের সামনে ৷ তাছাড়া সবুজ-মেরুনের মতোই শেষ চার ম্য়াচে টানা জয় পেয়েছে 'গৌড়'রাও ৷ তাই দ্বাদশ ম্যাচে নামার আগে সাবধানী মোলিনা অ্যান্ড কোম্পানি ৷
তিন পয়েন্ট এলেও কেরালার বিরুদ্ধে দলের খেলায় খুশি ছিলেন না বাগান কোচ ৷ তবে পিছিয়ে পড়েও শেষদিকে জোড়া গোল করে জয় নিঃসন্দেহে স্বস্তি দেবে বাগান কোচকে ৷ দলের লড়াকু সেই মানসিকতার প্রশংসাও অবশ্য করেছেন তিনি ৷ মানোলো মার্কুয়েজ প্রশিক্ষণাধীন দলের বিরুদ্ধে নামার আগে সবুজ-মেরুনে চোট-আঘাত সমস্য়া বলতে কেবল গ্রেগ স্টুয়ার্ট ৷ শেষ কয়েকটি ম্যাচে না-খেলা স্কটিশ প্লে-মেকার গোয়া ম্যাচেও অনিশ্চিত দলে ৷ তবে দলের যা গভীরতা, তাতে গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে বাকিদের উপর নিঃসন্দেহে ভরসা করতে পারেন দলের স্প্যানিশ কোচ ৷
Straight back to work ⚡️💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/RvF89dt5bW
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 16, 2024
কবে, কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ: গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আগামী শুক্রবার অর্থাৎ 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্য়াচ ৷ ম্য়াচ শুরু হবে সন্ধে 7টা 30 মিনিটে ৷
কোথায় বিনামূল্যে ম্য়াচ দেখা যাবে: দেশের টপ টিয়ার ফুটবল লিগের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্পোর্টস 18 নেটওয়ার্কের হাতে ৷ গোয়া বনাম মোহনবাগান ম্যাচ টেলিভিশনে সরাসরি দেখা যাবে স্পোর্টস18 3 SD চ্যানেলে ৷ এছাড়া স্টার স্পোর্টস 3 SD চ্যানেলেও ম্য়াচের লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে ৷ পাশাপাশি টেলিভিশনে মোহনবাগানের ম্যাচ দেখা যাচ্ছে কালার্স বাংলা সিনেমাতেও ৷
ম্য়াচের লাইভ স্ট্রিমিং সবুজ-মেরুন জনতা বিনামূল্যে উপভোগ করতে পারবেন জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে ৷
পয়েন্ট টেবিলে কে কোথায়: গোয়ার বিরুদ্ধে নামার আগে লিগ টেবিলে শীর্ষে মোহনবাগান সুপারজায়ান্ট ৷ 11 ম্য়াচে তাঁদের পয়েন্ট 26 ৷ অন্যদিকে সমসংখ্যক ম্যাচে 19 পয়েন্ট নিয়ে চারে এফসি গোয়া ৷