ETV Bharat / sports

ঘরের মাঠে টানা 17 সিরিজ অপরাজিত, তরুণ ভারতীয় দলকে 'বিরাট' অভিনন্দন - বিরাট কোহলি

Virat Kohli: বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামি এবং শেষ দু’ম্যাচে নেই জসপ্রীত বুমরা ৷ চার সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এক ম্যাচ বাকি থাকতে 3-1 সিরিজ জিতেছে ভারত ৷ তরুণ ভারতীয় দলের এই কৃতিত্বের জন্য, তাঁদের অভিনন্দন জানালেন বিরাট কোহলি ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 5:58 PM IST

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: রাঁচি টেস্ট জয়ের সঙ্গেই এক অনন্য রেকর্ড গড়েছে ভারতীয় দল ৷ ঘরের মাঠে লাগাতার সিরিজ জয়ের নিরিখে দু’নম্বরে উঠে এসেছে মেন ইন-ব্লু ৷ 2013 সাল থেকে ঘরের মাঠে টানা 17টি টেস্ট সিরিজে অপরাজিত রয়েছে ভারত ৷ এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ৷ এই অনন্য কীর্তিতে ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে যাঁর অবদান সবচেয়ে বেশি, সেই বিরাট কোহলি আজ তরুণ ভারতীয় দলকে অভিনন্দন জানালেন ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করেছেন বিরাট ৷

রান-মেশিন এই মুহূর্তে লন্ডনে রয়েছেন পরিবারের সঙ্গে ৷ স্ত্রী অনুষ্কা শর্মা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ সদ্যজাত-সহ স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনেই রয়েছেন তিনি ৷ আজও লন্ডনের এক রেস্তোরাঁয় বিরাটকে দেখা গিয়েছে ৷ সঙ্গে তাঁর 3 বছরের মেয়ে ছিল ৷ সেই সুদূর লন্ডন থেকে অনভিজ্ঞ তরুণ ভারতীয় দলকে অভিনন্দন জানালেন বিরাট ৷ ঘরের মাঠে টানা সিরিজ জয়ের রেকর্ড অব্যাহ রাখার জন্য ৷ বিরাট তাঁর সোশাল মিডিয়া সাইটে লিখেছেন, "ইয়েস !!! ভারতের তরুণ দলের অসাধারণ সিরিজ জয় ৷ খিদে, একাগ্রতা এবং ধৈর্য দেখিয়েছে ৷"

বিরাট নিজে পারিবারিক কারণে, এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকা সত্ত্বেও, ভারত তুলনামূলক শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে 3-1 ফলাফলে সিরিজ জিতেছে ৷ তাও এক ম্যাচ বাকি থাকতে ৷ প্রথম ম্যাচে খেলার পর, পুরো সিরিজ থেকেই কার্যত ছিটকে গিয়েছে কেএল রাহুল ৷ ধর্মশালায় 7 মার্চের টেস্ট ম্যাচে কেএলের খেলার কোনও সম্ভাবনা নেই বললেই চলে ৷ জসপ্রীত বুমরাকে দল আগেই শেষ দুই টেস্টে বিশ্রাম দিয়েছে ৷ মহম্মদ শামি অনেক আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ৷ ফলে মিডল-অর্ডার ও বোলিংয়ে প্রায় অনভিজ্ঞ আক্রমণ নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ জয়, বড়প্রাপ্তি ভারত তথা অধিনায়ক রোহিত শর্মার ৷

ছবি সূত্র- বিসিসিআই এক্স

আরও পড়ুন:

  1. রোহিতদের 'ইংরেজ বধ', শুভমন-ধ্রুবের ব্যাটে রাঁচি টেস্ট জিতে সিরিজ পকেটে ভারতের
  2. 'বাঁ-হাতি শেন ওয়ার্নের মতো বল করেছে', কুলদীপের প্রশংসায় ভন
  3. ষষ্ঠ ইনস্টা পোস্টে লাইক ছুঁল এক কোটির অঙ্ক, প্রথম ভারতীয় হিসেবে সোশাল মিডিয়াতেও নজির কোহলির

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: রাঁচি টেস্ট জয়ের সঙ্গেই এক অনন্য রেকর্ড গড়েছে ভারতীয় দল ৷ ঘরের মাঠে লাগাতার সিরিজ জয়ের নিরিখে দু’নম্বরে উঠে এসেছে মেন ইন-ব্লু ৷ 2013 সাল থেকে ঘরের মাঠে টানা 17টি টেস্ট সিরিজে অপরাজিত রয়েছে ভারত ৷ এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ৷ এই অনন্য কীর্তিতে ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে যাঁর অবদান সবচেয়ে বেশি, সেই বিরাট কোহলি আজ তরুণ ভারতীয় দলকে অভিনন্দন জানালেন ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করেছেন বিরাট ৷

রান-মেশিন এই মুহূর্তে লন্ডনে রয়েছেন পরিবারের সঙ্গে ৷ স্ত্রী অনুষ্কা শর্মা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ সদ্যজাত-সহ স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনেই রয়েছেন তিনি ৷ আজও লন্ডনের এক রেস্তোরাঁয় বিরাটকে দেখা গিয়েছে ৷ সঙ্গে তাঁর 3 বছরের মেয়ে ছিল ৷ সেই সুদূর লন্ডন থেকে অনভিজ্ঞ তরুণ ভারতীয় দলকে অভিনন্দন জানালেন বিরাট ৷ ঘরের মাঠে টানা সিরিজ জয়ের রেকর্ড অব্যাহ রাখার জন্য ৷ বিরাট তাঁর সোশাল মিডিয়া সাইটে লিখেছেন, "ইয়েস !!! ভারতের তরুণ দলের অসাধারণ সিরিজ জয় ৷ খিদে, একাগ্রতা এবং ধৈর্য দেখিয়েছে ৷"

বিরাট নিজে পারিবারিক কারণে, এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকা সত্ত্বেও, ভারত তুলনামূলক শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে 3-1 ফলাফলে সিরিজ জিতেছে ৷ তাও এক ম্যাচ বাকি থাকতে ৷ প্রথম ম্যাচে খেলার পর, পুরো সিরিজ থেকেই কার্যত ছিটকে গিয়েছে কেএল রাহুল ৷ ধর্মশালায় 7 মার্চের টেস্ট ম্যাচে কেএলের খেলার কোনও সম্ভাবনা নেই বললেই চলে ৷ জসপ্রীত বুমরাকে দল আগেই শেষ দুই টেস্টে বিশ্রাম দিয়েছে ৷ মহম্মদ শামি অনেক আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ৷ ফলে মিডল-অর্ডার ও বোলিংয়ে প্রায় অনভিজ্ঞ আক্রমণ নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ জয়, বড়প্রাপ্তি ভারত তথা অধিনায়ক রোহিত শর্মার ৷

ছবি সূত্র- বিসিসিআই এক্স

আরও পড়ুন:

  1. রোহিতদের 'ইংরেজ বধ', শুভমন-ধ্রুবের ব্যাটে রাঁচি টেস্ট জিতে সিরিজ পকেটে ভারতের
  2. 'বাঁ-হাতি শেন ওয়ার্নের মতো বল করেছে', কুলদীপের প্রশংসায় ভন
  3. ষষ্ঠ ইনস্টা পোস্টে লাইক ছুঁল এক কোটির অঙ্ক, প্রথম ভারতীয় হিসেবে সোশাল মিডিয়াতেও নজির কোহলির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.