লন্ডন, 14 জুলাই: বিশ্বজয়ের পর বিরাট কোহলি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এরপরই ক্রিকেট থেকে খানিক বিরতি পেয়ে এখন পরিবারকে নিয়ে ছুটি কাটাচ্ছেন 'দ্য রানমেশিন'। অর্থাৎ, মুম্বই শহরে অম্বানি পরিবারের বিয়ে নিয়ে যখন মহা ধুমধাম ৷ বি-টাউনের সঙ্গে যে বিয়েতে মিশেছে ক্রীড়াবিদরাও, তখন বহুদূরে ঈশ্বরভক্তিতে মনোনিবেশ করেছেন 'বিরুষ্কা' ৷ সম্প্রতি বিলেতে জনপ্রিয় ভক্তিগীতি গায়ক কৃষ্ণ দাসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সেলেব জুটি, তার ছবি-ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷
Virat Kohli & Anushka Sharma attended Krishna Das Ji's Kirtan event in London. ❤️ pic.twitter.com/FqGDVS36V6
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) July 14, 2024
ভিডিয়োয় দেখা গিয়েছে, কর্তা-গিন্নি দু'জনেই আনন্দে উদ্বেল। মুখে হাসি। দু'জনেই তালি দিয়ে চলেছেন সংকীর্তনের তালে তালে ৷ কখনও দাঁড়িয়ে আবার কখনও বসে থাকতে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কাকে ৷ ভিডিয়োয় স্পষ্ট, 'বিরুষ্কা' অনুষ্ঠানে সামনের সারিতেই বসেছিলেন এবং কৃষ্ণ দাস মঞ্চে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দু'জনকে হাততালি দিতে দেখা যায়। বিরাটের পরনে ছিল বেইজ রঙের কোট, একই রংয়ের টুপি এবং চশমা। অন্যদিকে, অনুষ্কার গায়ে একটা কালো টপ। উপরে চাপিয়েছিলেন নীল রঙের কোট।
Virat Kohli at the Krishna Das Kirtan in London 🧡 pic.twitter.com/hNsL3e3uBg
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) July 14, 2024
দিনকয়েক আগে লন্ডনে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে নাম সংকীর্তনের অনুষ্ঠানে দেখা গিয়েছিল ৷ যা সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল ৷ জানা গিয়েছিল, বিরাট ও অনুষ্কার লন্ডনের ইসকন মন্দিরে গিয়েছিলেন ৷ তবে পরে জানা যায়, 'বিরুষ্কা' জুটির সেই ভিডিয়ো বেশ পুরনো ৷ তবে আজ, রবিবার বিরাট কোহলি ফ্যান ক্লাব নামের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ তাতেই দেখা মিলেছে কিং কোহলি ও অনুষ্কা শর্মা লন্ডনে 'রক স্টার অফ যোগা' নামে পরিচিত কৃষ্ণ দাসজি'র অনুষ্ঠানে যোগ দিয়েছেন ৷ পাশাপাশি কৃষ্ণ দাসের অনুষ্ঠানের দু'টি ছবি অনুষ্কা এদিন ইনস্টাগ্রামের স্টোরিতেও দিয়েছেন ৷ উল্লেখ্য, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মারও পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লন্ডনে গিয়েছেন।
Virat Kohli and Anushka Sharma enjoying the spiritual vibes at the kirtan! 🕉️ pic.twitter.com/pcRtD5oIkR
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) July 14, 2024