নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: ভোটের ময়দানে নামছেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ আগেই জল্পনা ছড়িয়েছিল, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি ৷ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছে তারকা পালোয়ান ৷ তারপরেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জুলানা আসন থেকে ভোটে লড়বেন ভিনেশ ৷
ভিনেশ বনাম ববিতা ?
2019 সালে বিজেপি’তে যোগ দেন ববিতা ফোগত ও তাঁর বাবা মহাবীর ফোগত ৷ বর্তমানে ববিতা পুরোদস্তুর রাজনীতিবিদ ৷ 2019 সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে দাদরী থেকে দাঁড়িয়ে 20 শতাংশেরও কম ভোট পেয়েছিলেন ৷ হারতে হয়েছিল নির্দল প্রার্থী সোমবীর সাঙ্গওয়ানের কাছে ৷ এবার দাদরীতে সুনীল সাঙ্গওয়ানকে টিকিট দিয়েছে বিজেপি ৷
मैं कांग्रेस का बहुत-बहुत धन्यवाद करती हूं, क्योंकि बुरे समय में ही पता चलता है- अपना कौन है।
— Congress (@INCIndia) September 6, 2024
जब हमें सड़क पर घसीटा जा रहा था, तो BJP को छोड़कर आप सभी हमारे साथ थे। आप हमारे दर्द और आंसुओं को समझ पा रहे थे।
मुझे गर्व है कि मैं एक ऐसी विचारधारा से जुड़ी हूं, जो महिलाओं पर हो… pic.twitter.com/MWo8N0EpaV
90টি আসনের হরিয়ানা বিধানসভার 67টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্মশিবির ৷ ওই তালিকায় জুলানার প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি ৷ ফলে রাজনৈতিক মহল বলছে, ভিনেশের বদলে তাঁর তুতো বোনকে টিকিট দিয়ে চমক দিতে পারে বিজেপি ৷
টিকিট পেলেন না বজরং...
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল আরেক কুস্তিগীর যোগেশ্বর দত্তের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন বজরং পুনিয়া ৷ 2019 সালে বরোদা থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন যোগেশ্বর ৷ যদিও কংগ্রেসের শ্রীকৃষাণ হুডার কাছে হেরে যান ৷ গতকাল ভিনেশের সঙ্গে বজরংয়ের কংগ্রেস যোগে সেই জল্পনা আরও বেড়েছিল ৷
যদিও কংগ্রেসের প্রার্থীর তালিকায় নেই 2020 টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বজরংয়ের নাম ৷ তাঁকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের ওয়ার্কিং চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে দল ৷
Hon'ble Congress President Shri @kharge has approved the proposal of the appointment of Shri @BajrangPunia as the Working Chairman of All India Kisan Congress, with immediate effect. pic.twitter.com/crB9w6sywH
— Congress (@INCIndia) September 6, 2024
প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনবদল করেছে নির্বাচন কমিশন ৷ হরিয়ানায় 1 অক্টোবরের বদলে ভোটগ্রহণ হবে 5 অক্টোবর ৷ ফলে হরিয়ানা ও জম্মু-কাশ্মীর, দু’রাজ্যেই ভোট গণনা 4 অক্টোবরের বদলে হবে 8 অক্টোবর ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, গুরু জাম্বেশ্বরের স্মরণে অসোজ অমাবস্যা উৎসব উদযাপনে অংশ নেবে বিষ্ণোই সম্প্রদায় ৷ তাঁদের ঐতিহ্য এবং ভোটদানের গুরুত্বকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷