ETV Bharat / sports

ফের ফিক্সিং ! শ্রীলঙ্কা টেস্টের মাঝেই গ্রেফতার দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার - CRICKETERS ARRESTED FOR FIXING

ডারবানে চলছে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা টেস্ট ৷ তারমাঝেই ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত তিন প্রোটিয়া ক্রিকেটারকে গ্রেফতার করল পুলিশ ৷

three South African Ex cricketers arrested
গ্রেফতার দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 30, 2024, 3:50 PM IST

ডারবান, 30 নভেম্বর: বোর্ডে মাত্র 42 রান ৷ টেস্টের ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কা ৷ দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ডারবান টেস্টে লজ্জার রেকর্ড গড়েছে দ্বীপরাষ্ট্র ৷ টেস্ট পকেটে পুরতে দক্ষিণ আফ্রিকার দরকার আর মাত্র 4 উইকেট ৷ তারমাঝেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন প্রোটিয়াদের তিন ক্রিকেটার ৷ তালিকায় দক্ষিণ আফ্রিকার হয়ে প্রায় 100টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বোলারও রয়েছেন ।

ম্যাচ ফিক্সিং এবং দক্ষিণ আফ্রিকা, দুই শব্দের সহাবস্থান নতুন নয় ৷ 2000 সালে হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ গড়াপেটা এখনও প্রবলভাবে চর্চায় ৷ গড়াপেটার অভিযোগে নির্বাসিত প্রোটিয়াদের তালিকাও দীর্ঘ ৷ ক্রোনিয়ে ছাড়াও নির্বাসনে গিয়েছিলেন হার্সেল গিবস, হেনরি উইলিয়ামসরা ৷ ব়্যাম স্ল্যামে ফিক্সিংয়ের অভিযোগে ব্যান করা হয়েছিল গুলাম বোদি, অ্যালভিরো পিটারসেনদের ৷

কী হয়েছে ?

29 নভেম্বর জাতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার লোনওয়াবো সোটসোবেকে দক্ষিণ আফ্রিকার অপরাধ তদন্ত বিভাগ গ্রেফতার করেছে । সোটসোবে ছাড়াও আরও দুই প্রাক্তন খেলোয়াড়কেও গ্রেফতার করা হয়েছে । তিন খেলোয়াড়কেই 2015/2016 ঘরোয়া টি-20 রাম স্ল্যাম চ্যালেঞ্জের সময় একটি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ।

2016 এবং 2017 সালে টি-20 টুর্নামেন্টে ফিক্সিংয়ের জন্য সাত ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ সেই তালিকায় শুক্রবার গ্রেফতার হওয়া লোনওয়াবো সোটসোবে, থামি সোলেকিলে এবং ইথি এমভালাটিও ছিলেন ৷ সাত খেলোয়াড়ের মধ্যে ইতিমধ্যেই জেলে গিয়েছেন গুলাম বোদি ।

দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 100টিরও বেশি উইকেট নিয়েছেন সোতসোবে । 2009 সালে ওডিআই ক্রিকেটে তাঁর অভিষেক হয় । 2013 সালে ভারতের বিপক্ষে শেষ ওডিআই ম্যাচ খেলেন । লোনওয়াবো আফ্রিকার হয়ে টেস্টে 9 উইকেট, ওডিআই’তে 94টি উইকেট এবং টি-20 আন্তর্জাতিক ম্যাচে মোট 18টি উইকেট নিয়েছেন । সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মাকে আউট করেছেন বাঁ-হাতি ফাস্ট বোলার ৷

আরও পড়ুন

ডারবান, 30 নভেম্বর: বোর্ডে মাত্র 42 রান ৷ টেস্টের ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কা ৷ দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ডারবান টেস্টে লজ্জার রেকর্ড গড়েছে দ্বীপরাষ্ট্র ৷ টেস্ট পকেটে পুরতে দক্ষিণ আফ্রিকার দরকার আর মাত্র 4 উইকেট ৷ তারমাঝেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন প্রোটিয়াদের তিন ক্রিকেটার ৷ তালিকায় দক্ষিণ আফ্রিকার হয়ে প্রায় 100টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বোলারও রয়েছেন ।

ম্যাচ ফিক্সিং এবং দক্ষিণ আফ্রিকা, দুই শব্দের সহাবস্থান নতুন নয় ৷ 2000 সালে হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ গড়াপেটা এখনও প্রবলভাবে চর্চায় ৷ গড়াপেটার অভিযোগে নির্বাসিত প্রোটিয়াদের তালিকাও দীর্ঘ ৷ ক্রোনিয়ে ছাড়াও নির্বাসনে গিয়েছিলেন হার্সেল গিবস, হেনরি উইলিয়ামসরা ৷ ব়্যাম স্ল্যামে ফিক্সিংয়ের অভিযোগে ব্যান করা হয়েছিল গুলাম বোদি, অ্যালভিরো পিটারসেনদের ৷

কী হয়েছে ?

29 নভেম্বর জাতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার লোনওয়াবো সোটসোবেকে দক্ষিণ আফ্রিকার অপরাধ তদন্ত বিভাগ গ্রেফতার করেছে । সোটসোবে ছাড়াও আরও দুই প্রাক্তন খেলোয়াড়কেও গ্রেফতার করা হয়েছে । তিন খেলোয়াড়কেই 2015/2016 ঘরোয়া টি-20 রাম স্ল্যাম চ্যালেঞ্জের সময় একটি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ।

2016 এবং 2017 সালে টি-20 টুর্নামেন্টে ফিক্সিংয়ের জন্য সাত ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ সেই তালিকায় শুক্রবার গ্রেফতার হওয়া লোনওয়াবো সোটসোবে, থামি সোলেকিলে এবং ইথি এমভালাটিও ছিলেন ৷ সাত খেলোয়াড়ের মধ্যে ইতিমধ্যেই জেলে গিয়েছেন গুলাম বোদি ।

দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 100টিরও বেশি উইকেট নিয়েছেন সোতসোবে । 2009 সালে ওডিআই ক্রিকেটে তাঁর অভিষেক হয় । 2013 সালে ভারতের বিপক্ষে শেষ ওডিআই ম্যাচ খেলেন । লোনওয়াবো আফ্রিকার হয়ে টেস্টে 9 উইকেট, ওডিআই’তে 94টি উইকেট এবং টি-20 আন্তর্জাতিক ম্যাচে মোট 18টি উইকেট নিয়েছেন । সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মাকে আউট করেছেন বাঁ-হাতি ফাস্ট বোলার ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.