ইন্দোর, 5 ডিসেম্বর: 20 ওভারে 349 রান ৷ গ্যালারিতে পড়ল 37টি বল ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে যাবতীয় রেকর্ড গুঁড়িয়ে গেল বরোদা-সিকিম সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৷ 263 রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নিল পান্ডিয়া ব্রাদার্সের দল ৷
সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বরোদা-সিকিম ৷ হার্দিক পান্ডিয়া না-খেললেও আপাত নিরীহ সিকিমের বিরুদ্ধে জিততে যে বরোদাকে বিশেষ বেগ পেতে হবে না, তা একপ্রকার নিশ্চিতই ছিল ৷ কিন্তু ইন্দোরের এমিরাল্ড হাই স্কুলের মাঠে যা হল, তা কল্পনায় ভাবেননি বরোদার খেলোয়াড়রাও ৷
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরোদার অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া ৷ দুই ওপেনার সশওয়াত রাওয়াত (16 বলে 43 রান) ও অভিমন্যু সিং রাজপুতের (17 বলে 53 রান) ব্যাটে 5 ওভারেই 90 রানের গণ্ডি টপকে যায় বরোদা ৷ বাকি কাজটা সারেন ভানু পানিয়া ৷ বরোদা ব্যাটার খেলেন 51 বলে 134 রানের বিরাট ইনিংস ৷ 5টি চার ও 15টি বিশাল ছক্কায় সাজানো ইনিংসের সুবাদে যাবতীয় রেকর্ড ভেঙে দেয় দু’বারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিজয়ীরা ৷
Record Alert 🚨
— BCCI Domestic (@BCCIdomestic) December 5, 2024
349 runs 😮, 37 sixes 🔥
Baroda have rewritten the history books in Indore! They smashed 349/5 against Sikkim, the highest total in T20 history, & set a new record for most sixes in an innings - 37 👏#SMAT | @IDFCFIRSTBank
Scorecard: https://t.co/otTAP0gZsD pic.twitter.com/ec1HL5kNOF
বিশ্বে টি-20 ম্যাচে সর্বোচ্চ রানের নজির ছিল জিম্বাবোয়ের ৷ গাম্বিয়ার বিরুদ্ধে 344 রান তুলেছিল তারা ৷ 43 বলে 133 রানের ইনিংস খেলেছিলেন সিকন্দর রাজা ৷ সেই রেকর্ড ভেঙে গেল এদিন ৷ অন্যদিকে, বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র 86 রান তোলে সিকিম ৷ 263 রানের বিরাট ব্যবধানে ম্যাচ পকেটে পোরে বরোদা ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এর আগে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল অন্ধ্রপ্রদেশের ৷ নাগাল্যান্ডকে হারিয়েছিল 179 রানে ৷ সেই রেকর্ডও এদিন ভেঙে গেল ৷