চেন্নাই, 24 মে: আইপিএল 2024-এ ফাইনালে কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে ৷ নাইটদের প্রতিপক্ষ কোন দল তা নির্ধারণ হয়ে যাবে আজকের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে ৷ চিপকে আজ মুখোমুখি রয়্যালস ও সানরাইজার্স ৷ নিজামের শহরের দল কি আজ পারবে পিঙ্ক সিটির দলকে বধ করতে?
এবারের আইপিএলের পরিসংখ্যনের দিকে চোখ বোলালে দেখা যাচ্ছে, প্রথম অর্ধে অসাধারণ কিছু পারফরম্যান্স দিয়েছে রাজস্থান রয়্যালস। কিছুটা সময় লিগ টেবিলের মগডালে বসেছিলও তারা ৷ কিন্তু, টুর্নামেন্টের পরবর্তী ধাপে এসে সেই ধারা বজায় রাখতে পারেনি তারা। শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতে হেরে যায়। শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। যদিও এলিমিনেটর রাউন্ডে রাজস্থানকে ফের মেজাজে ফিরতে দেখা গিয়েছে। আমেদাবাদে কার্যত দাপট দেখিয়ে বেঙ্গালুরুকে পরাস্ত করে তারা ৷
অন্যদিকে, চলতি মরশুমের শুরুটা সেরকম ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু, প্যাট কামিন্স নেতৃত্বে সাফল্যের মুখে দেখে দক্ষিণ ভারতের এই দল। শেষ 7টি ম্যাচের মধ্যে 6টিতেই জয়ী হয় তারা। গ্রুপ পর্ব শেষ করে 17 পয়েন্ট নিয়ে। রান রেটেও ভালো। কেকেআরের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে 8 উইকেটে হারে হায়দরাবাদ। এই পরিস্থিতিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিততে মরিয়া সানরাইজার্স ৷ তাঁদের দলের ওপেনিংয়ের ট্র্যাভিস হেড ভালো রান করেছেন ৷ এবারই পরপর তিনবার এই নিজামের শহরের দল সবথেকে বেশি রান করেছে ৷ তাই তাঁকে থামাতে চাইবে রাজস্থান শিবির ৷
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের মাঠ মূলত স্পিনার সহায়ক থাকে। যা ব্যাটারদের ক্ষেত্রে একটু সমস্যার ৷ চলতি মরশুমে যদিও কয়েকটি ম্যাচে দুশো'র বেশি রান উঠেছে। তাই রাজস্থান কাজে লাগাতে চাইবে অশ্বিন ও চাহালকে ৷
আরও পড়ুন: নাইটদের তাতাতে রবিবার চিপকে কি থাকবেন শাহরুখ! জানিয়ে দিলেন জুহি
- সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নীতীশ রেড্ডি, শাহবাজ আহমেদ, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, টি নটরাজন (ইমপ্যাক্ট প্লেয়ার- সানভির সিং/উমরান মালিক) ৷
- রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- টম কোহলার-ক্যাডমোর, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল (ইমপ্যাক্ট প্লেযার- সিমরন হেটমায়ার/নান্দ্রে বার্গার) ৷
আরও পড়ুন: