হায়দরাবাদ, 4 নভেম্বর: চব্বিশ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চলছে ময়নাতদন্ত ৷ আর সেই কাটাছেঁড়ায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ বেশ কিছু রিপোর্টে কিউয়িদের বিরুদ্ধে ভরাডুবির কারণ হিসেবে দায়ী করা হয়েছে অপর্যাপ্ত প্রস্তুতিকেই ৷ বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা জসপ্রীত বুমরার মত দলের সিনিয়র ক্রিকেটারদের ৷ আর এই প্রসঙ্গেই উঠে আসছে সুযোগ থাকা সত্ত্বেও অজুহাত খাড়া করে দলের সিনিয়র ক্রিকেটারদের দলীপে না-খেলার বিষয়টি ৷
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগে সেপ্টেম্বরের শুরুতে দলীপে খেলার কথা ছিল রোহিত-কোহলিদের ৷ মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর আর কোনও টেস্ট ম্যাচ না-খেলা ভারতীয় দলের জন্য খুবই উপযোগী ম্যাচ প্র্যাকটিস হতে পারত দলীপ ট্রফি ৷ কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে সেই অর্থে মোটিভেশন পাননি দলের সিনিয়র ক্রিকেটাররা ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অন্তত তেমনটাই বলছে ৷
অথচ প্রথম রাউন্ডের ম্যাচে বিরাট-রোহিতরা খেলবেন বলে প্রস্তুত ছিল মঞ্চ ৷ কিন্তু প্রাথমিক ইচ্ছে সত্ত্বেও শেষদিকে টি-20 বিশ্বজয়ী ক্রিকেটাররা আগ্রহ হারিয়ে ফেলে বলে সেই রিপোর্টে প্রকাশ ৷ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে জয়ে সেই অপর্যাপ্ত প্রস্তুতি ঢাকা পড়লেও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ৷ এমনকী এই ব্যর্থতা অস্ট্রেলিয়া সিরিজের আগে জন্ম দিল উদ্বেগের বলিরেখার ৷ বিরাটদের দলীপে না-খেলার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সুনীল গাভাসকর ৷
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে গাভাসকর বলেন, "নিঃসন্দেহে অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন ছিল ৷ মাঝখানে লম্বা সময়ের বিরতি ছিল ৷ আমিও জানতাম বাংলাদেশকে আমরা হারিয়ে দেব ৷ কিন্তু তারপর সবাই ধরে নিয়েছিল নিউজিল্যান্ডকে হারানোও বুঝি ততটাই সহজ হবে ৷ কিন্তু ওরা অনেকগুণে শক্তিশালী ৷ দলে আইপিএল খেলা ক্রিকেটাররা রয়েছে ৷ ভারতের পিচ সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল যথেষ্ট ৷"
Losing 3-0 at home is a tough pill to swallow, and it calls for introspection.
— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2024
Was it lack of preparation, was it poor shot selection, or was it lack of match practice? @ShubmanGill showed resilience in the first innings, and @RishabhPant17 was brilliant in both innings— his… pic.twitter.com/8f1WifI5Hd
শুধুই কি গাভাসকর? পরোক্ষে রোহিতদের কদর্য হারকে প্রস্তুতির অভাব বলে টুইটে লিখলেন সচিন তেন্ডুলকর ৷ মাস্টার-ব্লাস্টার রবিবার লেখেন, "ঘরের মাঠে 3-0 সিরিজ হারের যন্ত্রণা সহজে ভোলার নয় ৷ তবে আত্মসমীক্ষার সময় এসেছে ৷ প্রস্তুতির অভাব নাকি ভুল শট নির্বাচন নাকি অপর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস? হারের কারণ খুঁজতে হবে ৷"