ETV Bharat / sports

টোকিয়োর পর প্যারিস, বর্শায় ফের সোনা গেঁথে ইতিহাসে অন্তিল - Paris Paralympics 2024 - PARIS PARALYMPICS 2024

Sumit Antil Wins Gold: প্যারিস প্যারালিম্পিক্সে তৃতীয় সোনা জিতল ভারত ৷ জ্যাভলিনে সোনা এল সুমিত অন্তিলের হাত ধরে ৷ টোকিয়োর পর প্যারিসেও পোডিয়ামের শীর্ষে চড়লেন সোনিপতের জ্যাভলার ৷ ছুঁলেন জ্যাভলার দেবেন্দ্র ঝাঁঝারিয়ার দু’টি প্যারালিম্পিক্স সোনাজয়ের নজিরও ৷

Sumit Antil Wins Gold in Paris Paralympics 2024
বর্শায় ফের সোনা গেঁথে ইতিহাসে অন্তিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 8:08 AM IST

Updated : Sep 3, 2024, 9:26 AM IST

প্যারিস, 3 সেপ্টেম্বর: চার বছর আগে টোকিয়োয় ইতিহাস গড়েছিলেন ৷ সোমবার প্রেমের শহরে নিজের নজিরকেই ছাপিয়ে গেলেন সুমিত অন্তিল ৷ জ্যাভলিনের এফ64 ইভেন্টে সোনা জিতলেন হরিয়ানার অ্যাথলিট ৷ সোমবার পোডিয়ামের শীর্ষে চড়তে 70.59 মিটার বর্শা ছুঁড়েছেন অন্তিল ৷ যা প্যারলিম্পিক্সের এফ64 ইভেন্টে রেকর্ড ৷ টোকিয়োর 68.55 মিটারে রেকর্ড গড়েছিলেন, এদিন নিজের সেই রেকর্ড ভেঙেই নয়া মাইলফলক গড়েছেন সোনিপতের জ্যাভলার ৷

টোকিয়োয় জেতা সোনা ধরে রাখার লক্ষ্যে এদিন নেমেছিলেন অন্তিল ৷ হ্যাংঝাউ এশিয়ান গেমসে 73.29 মিটার বর্শা ছুঁড়েছিলেন ৷ এদিন নিজের সেরাটা ছুঁতে না-পারলেও সোনা জিততে কোনও সমস্যা হয়নি ৷ রুপোজয়ী শ্রীলঙ্কার কোদিথুওয়াক্কু ছুঁড়েছেন 67.03 মিটার ৷

অন্তিলের হাত ধরে প্যারিসে তৃতীয় সোনা এসেছে দেশে ৷ ‘দ্য গ্রেটেস্ট শো অফ আর্থ’-এর মঞ্চে মঙ্গলবার সকাল পর্যন্ত 15টি মেডেল পেয়েছে ভারত ৷ গত অলিম্পিক্সে 19টি পদক এসেছিল দেশে ৷ আজ তিনটি ফাইনালে নামছেন টিম ইন্ডিয়ার অ্যাথলিটরা ৷ ফলে সবকিছু ঠিক থাকলে প্যারিসে পদকপ্রাপ্তির ঝুলিটা আরও ভরবে ৷

অন্তিলের পদকপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যরা ৷ রাষ্ট্রপতি শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘‘প্যারিস 2024 প্যারালিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জেতার জন্য আমি সুমিত অন্তিলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। পরপর দু’টি প্যারালিম্পিক স্বর্ণপদক এবং রেকর্ড গড়ে সুমিত চ্যাম্পিয়নদের মধ্যে একটি বিশেষ স্থান অর্জন করেছেন । তার অসামান্য কৃতিত্ব অগণিত মানুষকে, বিশেষ করে তরুণদের অনুপ্রাণিত করবে ।’’

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘সুমিতের অসাধারণ পারফর্ম্যান্স ! পুরুষদের জ্যাভলিন F64 ইভেন্টে সোনা জেতার জন্য তাঁকে অভিনন্দন ! তিনি অসামান্য ধারাবাহিকতা এবং শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন । তাঁর ভবিষ্যতের জন্য শুভ কামনা ।’’

নীরজ চোপড়া, দেবেন্দ্র ঝাঁঝারিয়া যা পারেননি, সোমবার সেই অসাধ্যই সাধন করেছেন বছর ছাব্বিশের অন্তিল ৷ ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ড’ ইভেন্টে সোনার পদক ডিফেন্ড করতে নেমে সফল তিনি ৷ এর আগে সোনার পদক ধরে রাখার লড়াইয়ে নেমে রুপোতেই থেমেছিলেন নীরজ, দেবেন্দ্ররা ৷ সেই লক্ষ্যে সফল অন্তিল ৷ পাশাপাশি দেবেন্দ্র ঝাঁঝারিয়া, অবনি লেখারার পর দু’টি সোনা জেতার নজির গড়লেন তিনি ৷ টোকিয়ো ও প্যারিসে সোনা জিতেছেন অবনি ৷ দেবেন্দ্র সোনা জিতেছিলেন 2016 রিও এবং 2004 এথেন্স প্যারালিম্পিক্সে ৷

প্যারিস, 3 সেপ্টেম্বর: চার বছর আগে টোকিয়োয় ইতিহাস গড়েছিলেন ৷ সোমবার প্রেমের শহরে নিজের নজিরকেই ছাপিয়ে গেলেন সুমিত অন্তিল ৷ জ্যাভলিনের এফ64 ইভেন্টে সোনা জিতলেন হরিয়ানার অ্যাথলিট ৷ সোমবার পোডিয়ামের শীর্ষে চড়তে 70.59 মিটার বর্শা ছুঁড়েছেন অন্তিল ৷ যা প্যারলিম্পিক্সের এফ64 ইভেন্টে রেকর্ড ৷ টোকিয়োর 68.55 মিটারে রেকর্ড গড়েছিলেন, এদিন নিজের সেই রেকর্ড ভেঙেই নয়া মাইলফলক গড়েছেন সোনিপতের জ্যাভলার ৷

টোকিয়োয় জেতা সোনা ধরে রাখার লক্ষ্যে এদিন নেমেছিলেন অন্তিল ৷ হ্যাংঝাউ এশিয়ান গেমসে 73.29 মিটার বর্শা ছুঁড়েছিলেন ৷ এদিন নিজের সেরাটা ছুঁতে না-পারলেও সোনা জিততে কোনও সমস্যা হয়নি ৷ রুপোজয়ী শ্রীলঙ্কার কোদিথুওয়াক্কু ছুঁড়েছেন 67.03 মিটার ৷

অন্তিলের হাত ধরে প্যারিসে তৃতীয় সোনা এসেছে দেশে ৷ ‘দ্য গ্রেটেস্ট শো অফ আর্থ’-এর মঞ্চে মঙ্গলবার সকাল পর্যন্ত 15টি মেডেল পেয়েছে ভারত ৷ গত অলিম্পিক্সে 19টি পদক এসেছিল দেশে ৷ আজ তিনটি ফাইনালে নামছেন টিম ইন্ডিয়ার অ্যাথলিটরা ৷ ফলে সবকিছু ঠিক থাকলে প্যারিসে পদকপ্রাপ্তির ঝুলিটা আরও ভরবে ৷

অন্তিলের পদকপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যরা ৷ রাষ্ট্রপতি শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘‘প্যারিস 2024 প্যারালিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জেতার জন্য আমি সুমিত অন্তিলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। পরপর দু’টি প্যারালিম্পিক স্বর্ণপদক এবং রেকর্ড গড়ে সুমিত চ্যাম্পিয়নদের মধ্যে একটি বিশেষ স্থান অর্জন করেছেন । তার অসামান্য কৃতিত্ব অগণিত মানুষকে, বিশেষ করে তরুণদের অনুপ্রাণিত করবে ।’’

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘সুমিতের অসাধারণ পারফর্ম্যান্স ! পুরুষদের জ্যাভলিন F64 ইভেন্টে সোনা জেতার জন্য তাঁকে অভিনন্দন ! তিনি অসামান্য ধারাবাহিকতা এবং শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন । তাঁর ভবিষ্যতের জন্য শুভ কামনা ।’’

নীরজ চোপড়া, দেবেন্দ্র ঝাঁঝারিয়া যা পারেননি, সোমবার সেই অসাধ্যই সাধন করেছেন বছর ছাব্বিশের অন্তিল ৷ ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ড’ ইভেন্টে সোনার পদক ডিফেন্ড করতে নেমে সফল তিনি ৷ এর আগে সোনার পদক ধরে রাখার লড়াইয়ে নেমে রুপোতেই থেমেছিলেন নীরজ, দেবেন্দ্ররা ৷ সেই লক্ষ্যে সফল অন্তিল ৷ পাশাপাশি দেবেন্দ্র ঝাঁঝারিয়া, অবনি লেখারার পর দু’টি সোনা জেতার নজির গড়লেন তিনি ৷ টোকিয়ো ও প্যারিসে সোনা জিতেছেন অবনি ৷ দেবেন্দ্র সোনা জিতেছিলেন 2016 রিও এবং 2004 এথেন্স প্যারালিম্পিক্সে ৷

Last Updated : Sep 3, 2024, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.