ETV Bharat / sports

এশিয়া কাপ হাতছাড়া ভারতের, সহজ জয়ে প্রথম ট্রফি ঘরে তুলল শ্রীলঙ্কা - Womens Asia Cup Final

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 6:46 PM IST

Sri Lanka Women Win Asia Cup 2024: উইমেন্স এশিয়া কাপের ট্রফি ঘরেই রাখল শ্রীলঙ্কা ৷ 8 উইকেটে ভারতকে দুরমুশ করে প্রথমবার এশিয়া কাপ জিতল দ্বীপরাষ্ট্রের মহিলা দল ৷

Sri Lanka Women Wins Asia Cup 2024
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ হাতছাড়া ভারতের (এক্স)

রানগিরি, 28 জুলাই: হরমনতপ্রীতদের হারিয়ে প্রথমবারের জন্য এশিয়া সেরা শ্রীলঙ্কা ৷ এই নিয়ে নবমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ট্রফির সংখ্যা সাত বদলে আট করতে ব্যর্থ হল তারা ৷ 8 উইকেটে ভারতকে হারিয়ে আয়োজক শ্রীলঙ্কা প্রথমবার এশিয়া কাপ ঘরে তুলল ৷ দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভারতের বোলারদের এদিন চুপ করিয়ে দেন শ্রীলঙ্কার ব্যাটাররা ৷ 8 বল বাকি থাকতে ভারতের করা 165 রান অনায়াসে তুলে নেন চামারী আতাপাত্তুর দল ৷ সেইসঙ্গে জিতে নেন প্রথম এশিয়া কাপ ৷

ফাইনালে এদিন একাধিক ক্যাচও মিস করেন হরমনপ্রীতরা। এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 165 রান করে ভারত। সেই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ওপেনার বিষমি গুনারাত্নেকে 1 রানে রিচা ও উমা মিলে রান-আউট করেন ৷ 61 রান করেন অধিনায়ক চামরী আতাপাত্তু ৷ 43 বলে তাঁর দুরন্ত ইনিংস সাজানো 9টি চার ও 2টি ছয়ে ৷ তাঁকে সঙ্গ দেন হর্ষিতা সমরবিক্রমা ৷ 51 বলে 69 রান করে তিনি অপরাজিত থাকেন ৷ 6 বার বল বাউন্ডারিতে পাঠান তিনি ও দু'টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি ৷ 30 রানে অপরাজিত থাকেন কাভিশা দিলহারি ৷

অন্যদিকে, ভারতের বোলিং আজ ডাহা ফেল ৷ 4 ওভার হাত ঘুরিয়ে 30 রান দিয়ে মাত্র 1টি উইকেট নেন দীপ্তি শর্মা ৷ বাকিদের মধ্যে রেণুকা সিং ঠাকুর, পূজা বস্ত্রকর, চানুজা কানওয়ার ও রাধা যাদবরা শ্রীলঙ্কার কোনও ব্যাটারকেই এদিন সাজঘরে ফেরাতে পারেননি ৷ 18.4 ওভারে 2 উইকেট হারিয়ে অনায়াসে সহজ জয় (167 রান) তুলে এশিয়া কাপ ছিনিয়ে নেন দ্বীপরাষ্ট্রের মেয়েরা ৷ ফাইনালের সেরা হর্ষিতা সমরবিক্রমা ও সিরিজ সেরা শ্রীলঙ্কা অধিনায়ক চামারী আতাপাত্তু ৷

রানগিরি, 28 জুলাই: হরমনতপ্রীতদের হারিয়ে প্রথমবারের জন্য এশিয়া সেরা শ্রীলঙ্কা ৷ এই নিয়ে নবমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ট্রফির সংখ্যা সাত বদলে আট করতে ব্যর্থ হল তারা ৷ 8 উইকেটে ভারতকে হারিয়ে আয়োজক শ্রীলঙ্কা প্রথমবার এশিয়া কাপ ঘরে তুলল ৷ দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভারতের বোলারদের এদিন চুপ করিয়ে দেন শ্রীলঙ্কার ব্যাটাররা ৷ 8 বল বাকি থাকতে ভারতের করা 165 রান অনায়াসে তুলে নেন চামারী আতাপাত্তুর দল ৷ সেইসঙ্গে জিতে নেন প্রথম এশিয়া কাপ ৷

ফাইনালে এদিন একাধিক ক্যাচও মিস করেন হরমনপ্রীতরা। এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 165 রান করে ভারত। সেই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ওপেনার বিষমি গুনারাত্নেকে 1 রানে রিচা ও উমা মিলে রান-আউট করেন ৷ 61 রান করেন অধিনায়ক চামরী আতাপাত্তু ৷ 43 বলে তাঁর দুরন্ত ইনিংস সাজানো 9টি চার ও 2টি ছয়ে ৷ তাঁকে সঙ্গ দেন হর্ষিতা সমরবিক্রমা ৷ 51 বলে 69 রান করে তিনি অপরাজিত থাকেন ৷ 6 বার বল বাউন্ডারিতে পাঠান তিনি ও দু'টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি ৷ 30 রানে অপরাজিত থাকেন কাভিশা দিলহারি ৷

অন্যদিকে, ভারতের বোলিং আজ ডাহা ফেল ৷ 4 ওভার হাত ঘুরিয়ে 30 রান দিয়ে মাত্র 1টি উইকেট নেন দীপ্তি শর্মা ৷ বাকিদের মধ্যে রেণুকা সিং ঠাকুর, পূজা বস্ত্রকর, চানুজা কানওয়ার ও রাধা যাদবরা শ্রীলঙ্কার কোনও ব্যাটারকেই এদিন সাজঘরে ফেরাতে পারেননি ৷ 18.4 ওভারে 2 উইকেট হারিয়ে অনায়াসে সহজ জয় (167 রান) তুলে এশিয়া কাপ ছিনিয়ে নেন দ্বীপরাষ্ট্রের মেয়েরা ৷ ফাইনালের সেরা হর্ষিতা সমরবিক্রমা ও সিরিজ সেরা শ্রীলঙ্কা অধিনায়ক চামারী আতাপাত্তু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.