হায়দরাবাদ, 29 অক্টোবর: ব্যালন ডি'অর 2024 জয়ের দৌড়ে পরিষ্কার ফেভারিট ছিলেন ভিনিয়িয়াস জুনিয়র ৷ তবে রিয়াল মাদ্রিদের হয়ে গত মরশুমে চ্য়াম্পিয়ন্স লিগ ও লা-লিগা জয়ে সদর্থক ভূমিকা নেওয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সরিয়ে শেষমুহূর্তে ব্য়ালন ডি'অর জিতে নিলেন ম্যাঞ্চেস্টার সিটির রদ্রি ৷ স্প্যানিশ রক্ষণাত্মক মিডফিল্ডার ব্যালন ডি'অর পাচ্ছেন আঁচ করে সোমবার (ভারতীয় সময় মঙ্গলবার রাত 1টা 15 মিনিট) অনুষ্ঠান বয়কট করলেন ভিনিসিয়াস-সহ নমিনেশন পাওয়া অন্য়ান্য 'লস ব্ল্যাঙ্কোস' ফুটবলাররাও ৷ সবমিলিয়ে বিতর্ক গায়ে মেখেই 2018 সালের পর প্রথম মিডফিল্ডার হিসেবে ব্যালন ডি'অরে নাম তুললেন রদ্রি ৷
গত মরশুমের সেরা মহিলা ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতলেন বার্সেলোনার আইতানা বোনমাতি ৷ স্প্য়ানিশ এই মিডফিল্ডারের দ্বিতীয় ব্যালন ডি'অর এটি ৷ যতই সিদ্ধান্তে বিতর্ক মিশে থাকুক না কেন, গত মরশুমে ক্লাব এবং দেশের জার্সিতে রদ্রির উজ্জ্বল উপস্থিতি মোটেই অবহেলা করার মত নয় ৷ 2018 লুকা মদ্রিচের পর প্রথম মিডফিল্ডার হিসেবে ব্যালন ডি'অর ছিনিয়ে নিলেন রদ্রি ৷ সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে 14টি অ্যাসিস্ট ও 10টি গোল করে মেজর এই খেতাব জিতে নিলেন গত মরশুমে সিটির হয়ে প্রিমিয়র লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং দেশের হয়ে ইউরো জেতা রদ্রি ৷
একনজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা:
- ব্যালন ডি'অর (পুরুষ)- রদ্রি (স্পেন/ম্যান সিটি)
- ব্যালন ডি'অর (মহিলা)- আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)
- সেরা কোচ (পুরুষ)- কার্লো আন্সেলোত্তি (রিয়াল মাদ্রিদ)
- সেরা কোচ (মহিলা)- এমা হায়েস (যুক্তরাষ্ট্র ফুটবল দল)
- সর্বোচ্চ গোলস্কোরার- কিলিয়ান এমবাপে (ফ্রান্স/ পিএসজি) হ্যারি কেন (ইংল্যান্ড/বায়ার্ন মিউনিখ) 52 গোল
- সেরা তরুণ প্রতিভা- ল্যামিন ইয়ামাল (স্পেন/ বার্সেলোনা)
- সেরা গোলরক্ষক- এমি মার্তিনেজ (আর্জেন্তিনা/ অ্যাস্টন ভিলা)
- সেরা পুরুষ দল- রিয়াল মাদ্রিদ
- সেরা মহিলা দল- বার্সেলোনা
The 2024 winners list! #ballondor pic.twitter.com/kV28kY5io7
— Ballon d'Or (@ballondor) October 28, 2024