ETV Bharat / sports

সৌরভের হাতে বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন শুক্রবার, চূড়ান্ত মার্কি খেলোয়াড়দের নাম - Bengal Pro T20 League - BENGAL PRO T20 LEAGUE

Bengal Pro T20 League: আইপিএলের আদলে বেঙ্গল প্রো টি-20 লিগের আয়োজন করতে শুরু করতে চলেছে সিএবি ৷ শুক্রবার এই প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হবে ৷ ট্রফি উন্মোচন করবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ এই প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন বেসরকারি সংস্থা এগিয়ে আসায় খুশি সিএবি ৷

SOURAV GANGULY
SOURAV GANGULY
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 3:56 PM IST

কলকাতা, 2 মে: আইপিএলের ভরা বাজারে বেঙ্গল প্রো টি-20 লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ শুক্রবার, 3 মে সিএবি বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন করবে । বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে ট্রফি উন্মোচন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।

সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি-20 লিগ চলতি মরসুমের আইপিএল শেষ হওয়ার 15 দিন পর থেকে শুরু হবে । 21 দিনের এই টুর্নামেন্ট সম্ভবত 11 জুন শুরু হতে চলেছে । পুরুষ ও মহিলা উভয় দলই অংশ নেবে । পুরুষ দলের খেলা হবে ইডেনে । মহিলা দলের খেলা হবে সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে ।

ছেলেদের আটটি দলের জন্য মার্কি খেলোয়াড়ের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ তবে সেই খেলোয়াড়দের নাম এখনও ঘোষণা করা হয়নি ৷ যদিও সূত্র মারফত আটটি দলের আটজন মার্কি খেলোয়াড়ের নাম জানা গিয়েছে ৷ সূত্র বলছে, আট মার্কি ক্রিকেটারের তালিকায় রয়েছেন মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ, সুদীপ ঘরামি ও শাহবাজ আহমেদ । এঁদের মধ্যে মুকেশ কুমার শিলিগুড়ির দলের মার্কি খেলোয়াড় হতে পারেন বলে খবর ৷

এ দিকে এই লিগে অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে একে একে বিভিন্ন বেসরকারি সংস্থা যুক্ত হচ্ছে ৷ তেমনই একটি বেসরকারি সংস্থার শীর্ষকর্তা ঋষভ ভাটিয়া জানিয়েছেন, সিএবির সঙ্গে মঙ্গলবার আলোচনা শেষ হয়েছে । বেশ কয়েকটি দলের মালিকানা নেওয়ার প্রস্তাব রয়েছে । তাঁরা কোন দলকে বেছে নিলেন, তা দ্রুত প্রকাশ করা হবে ।

বেসরকারি সংস্থাগুলি এই লিগে বিনিয়োগে এগিয়ে আসায় খুশি সিএবি-ও ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই নিয়ে বলেন, “সার্ভোটেক সিস্টেমস, রশ্মি গ্রুপ এবং রাইস অ্যাডামাস গ্রুপ বেঙ্গল প্রো টি-20 লিগে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত । তৃণমূলস্তর থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনাই আমাদের লক্ষ্য । দুই গ্রুপকেই আমরা অভিনন্দন জানাচ্ছি ।”

আরও পড়ুন:

  1. অনেক প্রশ্নের উত্তর অজানা রেখেই বেঙ্গল প্রো-লিগ ঘোষণা সিএবির
  2. সিএবি'র রক্তদান শিবিরের শংসাপত্রে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী শামির অটোগ্রাফ
  3. মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের

কলকাতা, 2 মে: আইপিএলের ভরা বাজারে বেঙ্গল প্রো টি-20 লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ শুক্রবার, 3 মে সিএবি বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন করবে । বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে ট্রফি উন্মোচন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।

সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি-20 লিগ চলতি মরসুমের আইপিএল শেষ হওয়ার 15 দিন পর থেকে শুরু হবে । 21 দিনের এই টুর্নামেন্ট সম্ভবত 11 জুন শুরু হতে চলেছে । পুরুষ ও মহিলা উভয় দলই অংশ নেবে । পুরুষ দলের খেলা হবে ইডেনে । মহিলা দলের খেলা হবে সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে ।

ছেলেদের আটটি দলের জন্য মার্কি খেলোয়াড়ের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ তবে সেই খেলোয়াড়দের নাম এখনও ঘোষণা করা হয়নি ৷ যদিও সূত্র মারফত আটটি দলের আটজন মার্কি খেলোয়াড়ের নাম জানা গিয়েছে ৷ সূত্র বলছে, আট মার্কি ক্রিকেটারের তালিকায় রয়েছেন মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ, সুদীপ ঘরামি ও শাহবাজ আহমেদ । এঁদের মধ্যে মুকেশ কুমার শিলিগুড়ির দলের মার্কি খেলোয়াড় হতে পারেন বলে খবর ৷

এ দিকে এই লিগে অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে একে একে বিভিন্ন বেসরকারি সংস্থা যুক্ত হচ্ছে ৷ তেমনই একটি বেসরকারি সংস্থার শীর্ষকর্তা ঋষভ ভাটিয়া জানিয়েছেন, সিএবির সঙ্গে মঙ্গলবার আলোচনা শেষ হয়েছে । বেশ কয়েকটি দলের মালিকানা নেওয়ার প্রস্তাব রয়েছে । তাঁরা কোন দলকে বেছে নিলেন, তা দ্রুত প্রকাশ করা হবে ।

বেসরকারি সংস্থাগুলি এই লিগে বিনিয়োগে এগিয়ে আসায় খুশি সিএবি-ও ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই নিয়ে বলেন, “সার্ভোটেক সিস্টেমস, রশ্মি গ্রুপ এবং রাইস অ্যাডামাস গ্রুপ বেঙ্গল প্রো টি-20 লিগে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত । তৃণমূলস্তর থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনাই আমাদের লক্ষ্য । দুই গ্রুপকেই আমরা অভিনন্দন জানাচ্ছি ।”

আরও পড়ুন:

  1. অনেক প্রশ্নের উত্তর অজানা রেখেই বেঙ্গল প্রো-লিগ ঘোষণা সিএবির
  2. সিএবি'র রক্তদান শিবিরের শংসাপত্রে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী শামির অটোগ্রাফ
  3. মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.