ETV Bharat / sports

ছন্দে ফিরতে সময় লাগতে পারে, শামিকে নিয়ে তাড়াহুড়োয় রাজি নন সৌরভ - SOURAV ON SHAMI

বাংলা শামিকে পেয়ে খানিক আশ্বস্ত হলেও সৌরভ উদ্বিগ্ন জাতীয় দলের পেসারের ফর্ম নিয়ে ৷ বঙ্গ পেসারের ছন্দে ফেরা চ্যালেঞ্জিং হতে পারে বলে জানালেন 'মহারাজ' ৷

SOURAV ON SHAMI
শামির প্রত্যাবর্তন ইস্যুতে সৌরভ (GETTY/IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 11:14 AM IST

Updated : Nov 13, 2024, 11:21 AM IST

কলকাতা, 13 নভেম্বর: একবছর পর ক্রিকেটের মূলস্রোতে ফিরলেন মহম্মদ শামি ৷ বুধবার বাংলা বনাম মধ্যপ্রদেশ রঞ্জি ম্য়াচে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটেছে ডানহাতি পেসারের ৷ রঞ্জির গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে শামির উপস্থিতি বাংলাকে বাড়তি উদ্দীপ্ত করবে বলাই বাহুল্য ৷ তাছাড়া ঈশান পোড়েল ও ঋষভ বিবেকের অনুপস্থিতিতে জাতীয় দলের পেসারের উপর বাড়তি ভরসা বাংলা থিঙ্কট্যাঙ্কের ৷ তবে শামির প্রত্যাবর্তন খুব সহজ হবে বলে মনে করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

মঙ্গলবার সন্ধেয় সিএবি'তে মহম্মদ শামির প্রত্যাবর্তনের ব্য়াপারে প্রশ্ন করা হয় 'প্রিন্স অফ ক্য়ালকাটা'কে ৷ উত্তরে তিনি বলেন, "এক বছর অনেকটা সময় ৷ এতদিন পর ক্রিকেটে ফেরাটা সহজ নয়। জানি না শামি ঠিক কেমন ছন্দে রয়েছে। কাল খেলা শুরু হলেই সেটা বোঝা যাবে।"

বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে থাকার কথা থাকলেও চোট সারিয়ে একশো শতাংশ ফিট না-হতে পারায় সে সুযোগ হয়নি ৷ শামি নিজেও চাননি পুরো সুস্থ না-হয়ে মাঠে নামতে ৷ তাই আন্তর্জাতিক প্রত্যাবর্তনের আগে রঞ্জির মধ্যে দিয়েই বাইশ গজে ফিরছেন 2023 বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার ৷ রঞ্জিতে জাত চেনাতে পারলে পরবর্তীতে শামির নাম বর্ডার-গাভাসকর ট্রফিতে বিবেচনা করা হতে পারে বলে ধারণা ভারতীয় ক্রিকেটমহলের একটা অংশের ৷ তবে লম্বা বিরতির পর প্রত্য়াশিত ছন্দে ফেরাটা যে চ্যালেঞ্জিং হবে, সেটা মহারাজের কথায় স্পষ্ট ৷

সৌরভ বলেন, "মনে রাখতে হবে শামি একজন জোরে বোলার। ক্রিকেট কেরিয়ারে চোটের কারণে এত দীর্ঘ সময় আমি কখনও মাঠের বাইরে থাকিনি। তাছাড়া এক বছর পর শামি যখন ফিরছে, তখন বেশি তাড়াহুড়ো করা ঠিক হবে না। মধ্যপ্রদেশ ম্যাচের পরই শামিকে নিয়ে বলাটা সহজ হবে ৷"

এদিকে ম্যাচের আগের সন্ধেয় টুইটারে একটি আবেগঘন পোস্ট করেন শামি ৷ যেখানে তিনি লেখেন, "অ্য়াকশনে ফিরছি ৷ 360 দিন সময়টা নেহাত কম নয় ৷ রঞ্জি ট্রফিতে মাঠে নামতে প্রস্তুত ৷ ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছি সেই পুরোনো আকাঙ্খা এবং এনার্জি সহযোগে ৷ আমার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ সীমাহীন ভালোবাসা, সমর্থন এবং সাহস জুগিয়ে যাওয়ার জন্য ৷ মরশুমটাকে স্মরণীয় করে তোলা যাক ৷" তবে শামিকে অ্যাকশনে দেখতে অনুরাগীদের অপেক্ষা দীর্ঘায়িত হল কিছুটা ৷ কারণ, ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ব্য়াটিং করছে বাংলা ৷

কলকাতা, 13 নভেম্বর: একবছর পর ক্রিকেটের মূলস্রোতে ফিরলেন মহম্মদ শামি ৷ বুধবার বাংলা বনাম মধ্যপ্রদেশ রঞ্জি ম্য়াচে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটেছে ডানহাতি পেসারের ৷ রঞ্জির গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে শামির উপস্থিতি বাংলাকে বাড়তি উদ্দীপ্ত করবে বলাই বাহুল্য ৷ তাছাড়া ঈশান পোড়েল ও ঋষভ বিবেকের অনুপস্থিতিতে জাতীয় দলের পেসারের উপর বাড়তি ভরসা বাংলা থিঙ্কট্যাঙ্কের ৷ তবে শামির প্রত্যাবর্তন খুব সহজ হবে বলে মনে করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

মঙ্গলবার সন্ধেয় সিএবি'তে মহম্মদ শামির প্রত্যাবর্তনের ব্য়াপারে প্রশ্ন করা হয় 'প্রিন্স অফ ক্য়ালকাটা'কে ৷ উত্তরে তিনি বলেন, "এক বছর অনেকটা সময় ৷ এতদিন পর ক্রিকেটে ফেরাটা সহজ নয়। জানি না শামি ঠিক কেমন ছন্দে রয়েছে। কাল খেলা শুরু হলেই সেটা বোঝা যাবে।"

বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে থাকার কথা থাকলেও চোট সারিয়ে একশো শতাংশ ফিট না-হতে পারায় সে সুযোগ হয়নি ৷ শামি নিজেও চাননি পুরো সুস্থ না-হয়ে মাঠে নামতে ৷ তাই আন্তর্জাতিক প্রত্যাবর্তনের আগে রঞ্জির মধ্যে দিয়েই বাইশ গজে ফিরছেন 2023 বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার ৷ রঞ্জিতে জাত চেনাতে পারলে পরবর্তীতে শামির নাম বর্ডার-গাভাসকর ট্রফিতে বিবেচনা করা হতে পারে বলে ধারণা ভারতীয় ক্রিকেটমহলের একটা অংশের ৷ তবে লম্বা বিরতির পর প্রত্য়াশিত ছন্দে ফেরাটা যে চ্যালেঞ্জিং হবে, সেটা মহারাজের কথায় স্পষ্ট ৷

সৌরভ বলেন, "মনে রাখতে হবে শামি একজন জোরে বোলার। ক্রিকেট কেরিয়ারে চোটের কারণে এত দীর্ঘ সময় আমি কখনও মাঠের বাইরে থাকিনি। তাছাড়া এক বছর পর শামি যখন ফিরছে, তখন বেশি তাড়াহুড়ো করা ঠিক হবে না। মধ্যপ্রদেশ ম্যাচের পরই শামিকে নিয়ে বলাটা সহজ হবে ৷"

এদিকে ম্যাচের আগের সন্ধেয় টুইটারে একটি আবেগঘন পোস্ট করেন শামি ৷ যেখানে তিনি লেখেন, "অ্য়াকশনে ফিরছি ৷ 360 দিন সময়টা নেহাত কম নয় ৷ রঞ্জি ট্রফিতে মাঠে নামতে প্রস্তুত ৷ ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছি সেই পুরোনো আকাঙ্খা এবং এনার্জি সহযোগে ৷ আমার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ সীমাহীন ভালোবাসা, সমর্থন এবং সাহস জুগিয়ে যাওয়ার জন্য ৷ মরশুমটাকে স্মরণীয় করে তোলা যাক ৷" তবে শামিকে অ্যাকশনে দেখতে অনুরাগীদের অপেক্ষা দীর্ঘায়িত হল কিছুটা ৷ কারণ, ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ব্য়াটিং করছে বাংলা ৷

Last Updated : Nov 13, 2024, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.