বেঙ্গালুরু, 23 জুন: সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে ব্যাট চলল মান্ধানার ৷ একাই করলেন 90 রান ৷ সিরিজের প্রথম 2টি ম্যাচে পরপর 2টি সেঞ্চুরি করেছিলেন ৷ এদিনের ম্যাচেও ব্যাট জ্বলে উঠল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার ৷ রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রায় দশ ওভার বাকি থাকতে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 3-0 সিরিজ জিতল টিম ইন্ডিয়া ৷
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 215 রান তোলে প্রোটিয়ারা ৷ জবাবে এই রান তাড়া করতে নেমে 40.4 ওভারে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় 'উইমেন ইন ব্লু' ৷ রবিবার অল্পের জন্য সেঞ্চুরির হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে স্মৃতির ৷ 90 রান করে আউট হয়ে যায় ভারতের এই তারকা ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান-ডে ম্যাচে 117 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন স্মৃতি মান্ধানা। 127 বলের অনবদ্য ইনিংসে তিনি 12টি বাউন্ডারি ও 1টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ৷
পরের ওয়ান-ডে ম্যাচে 120 বলে 136 রান করেন ওপেনার মান্ধানা ৷ সেই ইনিংস সাজানো 18টি চার ও 2টি ছক্কা মারেন ৷ আর আজ 83 বলে 90 রান করেন তিনি ৷ 11টি চার এসেছে তাঁর ব্যাট থেকে ৷ টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারত ৷ এদিন নিয়মরক্ষার ম্যাচে নেমেছিলেন হরমনপ্রীতরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক লরা উলভার্ডট সর্বোচ্চ 61 রান করেন।
মাত্র 27 রান দিয়ে দুই উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। রান তাড়া করতে নেমে 90 রান স্মৃতি করলেও 42 রান আসে ভারত অধিনায়ক হরমনপ্রীতের ব্যাট থেকে ৷ তাতেই জয়ের দিকে এগিয়ে যায় টিম ইন্ডিয়া ৷ দীপ্তি আজকের ম্যাচের সেরা ৷ তবে সিরিজ সেরা স্মৃতি মান্ধানা ৷ এরপর একটি টেস্ট খেলবে দুই দল। তারপরে রয়েছে তিন ম্যাচের টি-20 সিরিজ। দুই সিরিজই খেলা হবে চেন্নাইয়ে ৷