ETV Bharat / sports

মিতালিকে টপকে মোতেরায় স্মৃতির ‘রাজ’, কিউয়ি বধে সিরিজ ভারতের - INDIA WOMEN

স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌরের ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতল ভারত ৷ পঞ্চাশ ওভারের ক্রিকেটে রেকর্ডও গড়লেন মন্ধনা ৷

Smriti Mandhana Bags Century
কিউয়ি বধে সিরিজ ভারতের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 29, 2024, 9:55 PM IST

মোতেরা, 29 অক্টোবর: আমেদাবাদে দুরন্ত ভারতের প্রমীলা বাহিনী ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারের পর সিরিজ পকেটে পুরতে তৃতীয় ওডিআই জিততেই হত ‘হরমনপ্রীত অ্যান্ড কোং’কে ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন স্মৃতি মন্ধনা ৷ স্টার ক্রিকেটারের ব্যাটে এল ঝকঝকে শতরান ৷ দুরন্ত পারফর্ম্যান্সে দেশকে শুধু সিরিজই দেননি, ব্যক্তিগত মাইলফলকও গড়েছেন মন্ধনা ৷ দেশের হয়ে ওডিআই ফর্ম্যাটে তিন অঙ্কের রানে পিছনে ফেলে দিয়েছেন মিতালি রাজকে ৷

দেশের মহিলাদের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের 7টি সেঞ্চুরি টপকে এখন মন্ধনার নামের পাশে 8টি শতরানের নজির ৷ তাঁর ব্যাটে ভর করেই এদিন নিউজিল্যান্ডের দেওয়া 233 রানের লক্ষ্যমাত্রা টপকেছে ভারত ৷ ডেপুটিকে যোগ্য সঙ্গত দিয়েছেন হরমনপ্রীতও ৷ মন্ধনা ফেরার পর তাঁর 63 বলে 59 রানের ইনিংসেই জয়ে পৌঁছয় নীল জার্সিধারীরা ৷

আরও পড়ুন:

মোতেরা, 29 অক্টোবর: আমেদাবাদে দুরন্ত ভারতের প্রমীলা বাহিনী ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারের পর সিরিজ পকেটে পুরতে তৃতীয় ওডিআই জিততেই হত ‘হরমনপ্রীত অ্যান্ড কোং’কে ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন স্মৃতি মন্ধনা ৷ স্টার ক্রিকেটারের ব্যাটে এল ঝকঝকে শতরান ৷ দুরন্ত পারফর্ম্যান্সে দেশকে শুধু সিরিজই দেননি, ব্যক্তিগত মাইলফলকও গড়েছেন মন্ধনা ৷ দেশের হয়ে ওডিআই ফর্ম্যাটে তিন অঙ্কের রানে পিছনে ফেলে দিয়েছেন মিতালি রাজকে ৷

দেশের মহিলাদের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের 7টি সেঞ্চুরি টপকে এখন মন্ধনার নামের পাশে 8টি শতরানের নজির ৷ তাঁর ব্যাটে ভর করেই এদিন নিউজিল্যান্ডের দেওয়া 233 রানের লক্ষ্যমাত্রা টপকেছে ভারত ৷ ডেপুটিকে যোগ্য সঙ্গত দিয়েছেন হরমনপ্রীতও ৷ মন্ধনা ফেরার পর তাঁর 63 বলে 59 রানের ইনিংসেই জয়ে পৌঁছয় নীল জার্সিধারীরা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.