ETV Bharat / sports

অজি ব্যাটারকে টপকে বিশ্বরেকর্ড, ছুঁয়েছেন মিতালিকে; প্রোটিয়া-প্রহারে ইতিহাসে শেফালি - Shafali Verma Bags New Record - SHAFALI VERMA BAGS NEW RECORD

Shafali Verma Test Cricket Record: মিতালি রাজের 22 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দ্বি-শতরান করেছেন শেফালি বর্মা ৷ ভারতীয় ওপেনারের ব্যাটে এসেছে 205 রানের ইনিংস ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে এদিন একাধিক রেকর্ড গড়েছেন ওপেনার ৷

Shafali Verma
শেফালি বর্মা (বিসিসিআই এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 7:58 PM IST

চেন্নাই, 28 জুন: অভিষেক ম্যাচেই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ৷ এবার ফের নয়া রেকর্ডের মালিক শেফালি বর্মা ৷ একটি নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন একাধিক নজির গড়েছেন ৷ ওপেনিং জুটিতে বিশ্বরেকর্ড করেছেন শেফালি বর্মা-স্মৃতি মন্ধানা ৷ ব্যক্তিগত 149 রানে মন্ধানা ফিরলেও নিজের ইনিংস দীর্ঘায়িত করেছেন শেফালি ৷ ব্যক্তিগত 205 রানে রান-আউট হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছেন, নামের পাশে জ্বলজ্বল করছে মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম দ্বি-শতরানের রেকর্ড ৷

দ্বি-শতরান করতে মাত্র 194টি বল নিয়েছেন শেফালি ৷ টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে ৷ গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই 248 বলে দ্বি-শতরান করেছিলেন সাদারল্যান্ড ৷ এদিন 197 বলে 205 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন শেফালি ৷ মেরেছেন 23টি চার ও 8টি ছয় ৷ শুধু তাই নয়, 22 বছর পর দ্বি-শতরান এসেছে কোনও ভারতীয়র ব্যাট থেকে ৷ 2002 সালের অগাস্টে দ্বি-শতরান করেছিলেন মিতালি রাজ ৷ ভারতের মহিলা ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ওই ইনিংস খেলেছিলেন টনটনে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই নজিরের মালিক হলেন বর্মা ৷

ওডিআই সিরিজে প্রোটিয়াদের পর্যুদস্ত করেছে ভারতের প্রমীলা বাহিনী ৷ পাঁচদিনের ক্রিকেটেও ‘হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং’য়ের দাপট অব্যাহত ৷ শতরান এসেছে স্মৃতি মন্ধানার ব্যাটেও ৷ শেষ ওডিআই’তে 90 রানে ফিরেছিলেন ৷ সিরিজের সমস্ত ম্যাচে শতরান করার বিরল কৃতিত্ব হাতছাড়া হয়েছিল ৷ কুলীন ফর্ম্যাটে ফিরতেই সেই আক্ষেপ দুর করেছেন ভারতের ‘ক্রিকেট রানি’ ৷ মন্ধানার ব্যাটে এসেছে 149 রান ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্টাম্পার-ব্যাটার রিচা ঘোষ ৷ প্রথমদিনের শেষে 4 উইকেট হারিয়ে 525 রান তুলেছে টিম ইন্ডিয়া ৷

চেন্নাই, 28 জুন: অভিষেক ম্যাচেই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ৷ এবার ফের নয়া রেকর্ডের মালিক শেফালি বর্মা ৷ একটি নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন একাধিক নজির গড়েছেন ৷ ওপেনিং জুটিতে বিশ্বরেকর্ড করেছেন শেফালি বর্মা-স্মৃতি মন্ধানা ৷ ব্যক্তিগত 149 রানে মন্ধানা ফিরলেও নিজের ইনিংস দীর্ঘায়িত করেছেন শেফালি ৷ ব্যক্তিগত 205 রানে রান-আউট হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছেন, নামের পাশে জ্বলজ্বল করছে মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম দ্বি-শতরানের রেকর্ড ৷

দ্বি-শতরান করতে মাত্র 194টি বল নিয়েছেন শেফালি ৷ টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে ৷ গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই 248 বলে দ্বি-শতরান করেছিলেন সাদারল্যান্ড ৷ এদিন 197 বলে 205 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন শেফালি ৷ মেরেছেন 23টি চার ও 8টি ছয় ৷ শুধু তাই নয়, 22 বছর পর দ্বি-শতরান এসেছে কোনও ভারতীয়র ব্যাট থেকে ৷ 2002 সালের অগাস্টে দ্বি-শতরান করেছিলেন মিতালি রাজ ৷ ভারতের মহিলা ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ওই ইনিংস খেলেছিলেন টনটনে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই নজিরের মালিক হলেন বর্মা ৷

ওডিআই সিরিজে প্রোটিয়াদের পর্যুদস্ত করেছে ভারতের প্রমীলা বাহিনী ৷ পাঁচদিনের ক্রিকেটেও ‘হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং’য়ের দাপট অব্যাহত ৷ শতরান এসেছে স্মৃতি মন্ধানার ব্যাটেও ৷ শেষ ওডিআই’তে 90 রানে ফিরেছিলেন ৷ সিরিজের সমস্ত ম্যাচে শতরান করার বিরল কৃতিত্ব হাতছাড়া হয়েছিল ৷ কুলীন ফর্ম্যাটে ফিরতেই সেই আক্ষেপ দুর করেছেন ভারতের ‘ক্রিকেট রানি’ ৷ মন্ধানার ব্যাটে এসেছে 149 রান ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্টাম্পার-ব্যাটার রিচা ঘোষ ৷ প্রথমদিনের শেষে 4 উইকেট হারিয়ে 525 রান তুলেছে টিম ইন্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.