ETV Bharat / sports

উরির সেনা ছাউনিতে সচিন, জওয়ানদের সঙ্গে খোশমেজাজে ক্রিকেট খেললেন মাস্টার ব্লাস্টার - কাশ্মীরে সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar at Uri border: কয়েকদিন ধরেই কাশ্মীরে ঘুরছেন সচিন । পরিবার নিয়ে এবার তিনি পৌঁছলেন উরিতে । স্বস্ত্রীক জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেনা ছাউনিতে যান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ সেনাদের সঙ্গে দেখা করা থেকে রাস্তায় ক্রিকেট খেলায় মাতলেন প্রাক্তন ক্রিকেটার ৷

Etv Bharat
কাশ্মীরের রাস্তায় ব্যাট হাতে শচিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 11:51 AM IST

Updated : Feb 22, 2024, 12:12 PM IST

উরি সেনা ছাউনিতে মাস্টার ব্লাস্টার

বারামুল্লা, 22 ফেব্রুয়ারি: উপত্যকায় অন্যতম বিপজ্জনক সেনা ছাউনি উরি । এবার সেই সেনা ছাউনিতেই পৌঁছলেন মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকর। পরিবার নিয়ে বেশ ফুরফুরে মেজাজে সেনাদের সঙ্গে সময় কাটালেন সচিন। 2016 সালে 18 সেপ্টেম্বর উরিতেই হামলা চালায় চার জইশ জঙ্গি। শহিদ হন 19 সেনা ৷ সেই উরিতেই সেনাদের সঙ্গে সাক্ষাতে সচিন ৷ খেললেন ক্রিকেটও৷

বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লা এলাকার সীমান্ত ঘুরে দেখেন তিনি ৷ শুধু তাই নয়, এলওসির কম্যান্ড পোস্টে গিয়ে ভারতীয় বীর সেনা জওয়ানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সারেন সচিন ৷ সম্প্রতি তাঁর কাশ্মীর ভ্রমণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ ক্রিকেটের ভগবানকে এক পলক দেখতে ভিড় আট থেকে আশি সকলের ৷

এদিন তিনি জওয়ানদের সঙ্গে যেমন কথা বলেন তেমনই তাঁদের সঙ্গে মেতে ওঠেন ক্রিকেট খেলাতেও ৷ বৃহস্পতিবার সেই ভিডিয়ো সচিন শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে ৷ তিনি লিখেছেন, "ক্রিকেট আর কাশ্মীর ৷ ভূ-স্বর্গে একটা ম্যাচ ৷" সেই ভিডিয়োতে দেখা যায় গাড়ি থেকে আচমকাই রাস্তায় নামেন মাস্টারব্লাস্টার ৷ সেই সময় বেশ কয়েকজন ক্রিকেট খেলছিলেন ৷ তাঁদের দেখে সামনে এগিয়ে সচিন জানতে চান, তিনিও খেলতে পারেন কি না ৷ এরপরেই ব্যাট হাতে সচিন জানতে চান, ক্রিকেট খেলায় তাঁদের বোলার কে?

ব্যাস আর কী, ব্যাট হাতে মাঠে থুড়ি রাস্তায় একের পর এক বলে ব্যাট চালান লিটল মাস্টার ৷ তা দেখতে ভিড় জমান অনেকেই ৷ বেশ কয়েকটি বলে ব্যাট চালানোর পর, সচিন চ্যালেঞ্জ করে বসেন, শেষ বলে আউট করতে হবে তাঁকে ৷ কিন্তু সচিনকে আউট করে সাধ্যি কার ৷ ব্যাটের হাতল দিয়েও বল মারেন সুন্দর শটে ৷ চারদিকে তখন হাততালি প্রতিধ্বনি ৷ স্বভাবতই, একটা অন্যরকম দিন উপহার পেয়ে খুশি এলাকার মানুষরাও ৷ তাঁদের মতে, প্রাক্তন ক্রিকেট তারকা আসায় এখানকার বর্ডার ট্যুরিজম আরও উন্নত হবে ৷ কারণ উরির দিকে অনেকেই আসতে রাজি হন না ৷ ফলে সচিনের দেখাদেখি যদি বাকি পর্যটকরাও আসেন, তাহলে এখানকার পর্যটন শিল্প উন্নত হবে বলে মত স্থানীয়দের ৷

এর আগে, সচিন ঘুরে আসেন দক্ষিণ কাশ্মীরের পহেলগাম, অবন্তীপুরা ও গুলমার্গ ৷ এছাড়াও তিনি যান দক্ষিণ কাশ্মীরের অন্যতম ব্যাট তৈরির কারখানায় ৷ সেই ভিডিয়োও তিনি শেয়ার করেছেন নিজের সোশাল হ্যান্ডেলে ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমাকে জীবনের প্রথম ব্যাট উপহার দিয়েছিলেন আমার দিদি ৷ আর এটা কাশ্মীর উইলো ব্যাট ৷ আর আমি যখন এখানে আছি, তখন এখানে যিনি ব্যাট তৈরি করেন, তাঁর সঙ্গে তো দেখা করতেই হবে ৷"

উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারে 200টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন, রান করেছেন 15 হাজার 921 ৷ যার মধ্যে রয়েছে 51টি সেঞ্চুরি ও 68 অর্থ শতরান ৷ একদিনের ক্রিকেট ম্যাচ তিনি খেলেছেন 463টি ৷ যার রান সংখ্যা 18 হাজার 426 ৷ তার মধ্যে রয়েছে 49 শতরান ও 96 অর্ধ শতরানের রেকর্ড ৷

আরও পড়ুন:

  1. কাশ্মীরের কেসরের দোকানে সপরিবার সচিন, চেখে দেখলেন 'কেহওয়া'

2. বাকি দুই টেস্টে নেই বুমরা, ধোনির পাড়ায় চার স্পিনারে টিম ইন্ডিয়া!

3. 'যশে'র পারফরম্যান্সে মজলেন মহারাজ, তিন ধরনের ক্রিকেটে জয়সওয়ালকেই চান সৌরভ

উরি সেনা ছাউনিতে মাস্টার ব্লাস্টার

বারামুল্লা, 22 ফেব্রুয়ারি: উপত্যকায় অন্যতম বিপজ্জনক সেনা ছাউনি উরি । এবার সেই সেনা ছাউনিতেই পৌঁছলেন মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকর। পরিবার নিয়ে বেশ ফুরফুরে মেজাজে সেনাদের সঙ্গে সময় কাটালেন সচিন। 2016 সালে 18 সেপ্টেম্বর উরিতেই হামলা চালায় চার জইশ জঙ্গি। শহিদ হন 19 সেনা ৷ সেই উরিতেই সেনাদের সঙ্গে সাক্ষাতে সচিন ৷ খেললেন ক্রিকেটও৷

বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লা এলাকার সীমান্ত ঘুরে দেখেন তিনি ৷ শুধু তাই নয়, এলওসির কম্যান্ড পোস্টে গিয়ে ভারতীয় বীর সেনা জওয়ানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সারেন সচিন ৷ সম্প্রতি তাঁর কাশ্মীর ভ্রমণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ ক্রিকেটের ভগবানকে এক পলক দেখতে ভিড় আট থেকে আশি সকলের ৷

এদিন তিনি জওয়ানদের সঙ্গে যেমন কথা বলেন তেমনই তাঁদের সঙ্গে মেতে ওঠেন ক্রিকেট খেলাতেও ৷ বৃহস্পতিবার সেই ভিডিয়ো সচিন শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে ৷ তিনি লিখেছেন, "ক্রিকেট আর কাশ্মীর ৷ ভূ-স্বর্গে একটা ম্যাচ ৷" সেই ভিডিয়োতে দেখা যায় গাড়ি থেকে আচমকাই রাস্তায় নামেন মাস্টারব্লাস্টার ৷ সেই সময় বেশ কয়েকজন ক্রিকেট খেলছিলেন ৷ তাঁদের দেখে সামনে এগিয়ে সচিন জানতে চান, তিনিও খেলতে পারেন কি না ৷ এরপরেই ব্যাট হাতে সচিন জানতে চান, ক্রিকেট খেলায় তাঁদের বোলার কে?

ব্যাস আর কী, ব্যাট হাতে মাঠে থুড়ি রাস্তায় একের পর এক বলে ব্যাট চালান লিটল মাস্টার ৷ তা দেখতে ভিড় জমান অনেকেই ৷ বেশ কয়েকটি বলে ব্যাট চালানোর পর, সচিন চ্যালেঞ্জ করে বসেন, শেষ বলে আউট করতে হবে তাঁকে ৷ কিন্তু সচিনকে আউট করে সাধ্যি কার ৷ ব্যাটের হাতল দিয়েও বল মারেন সুন্দর শটে ৷ চারদিকে তখন হাততালি প্রতিধ্বনি ৷ স্বভাবতই, একটা অন্যরকম দিন উপহার পেয়ে খুশি এলাকার মানুষরাও ৷ তাঁদের মতে, প্রাক্তন ক্রিকেট তারকা আসায় এখানকার বর্ডার ট্যুরিজম আরও উন্নত হবে ৷ কারণ উরির দিকে অনেকেই আসতে রাজি হন না ৷ ফলে সচিনের দেখাদেখি যদি বাকি পর্যটকরাও আসেন, তাহলে এখানকার পর্যটন শিল্প উন্নত হবে বলে মত স্থানীয়দের ৷

এর আগে, সচিন ঘুরে আসেন দক্ষিণ কাশ্মীরের পহেলগাম, অবন্তীপুরা ও গুলমার্গ ৷ এছাড়াও তিনি যান দক্ষিণ কাশ্মীরের অন্যতম ব্যাট তৈরির কারখানায় ৷ সেই ভিডিয়োও তিনি শেয়ার করেছেন নিজের সোশাল হ্যান্ডেলে ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমাকে জীবনের প্রথম ব্যাট উপহার দিয়েছিলেন আমার দিদি ৷ আর এটা কাশ্মীর উইলো ব্যাট ৷ আর আমি যখন এখানে আছি, তখন এখানে যিনি ব্যাট তৈরি করেন, তাঁর সঙ্গে তো দেখা করতেই হবে ৷"

উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারে 200টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন, রান করেছেন 15 হাজার 921 ৷ যার মধ্যে রয়েছে 51টি সেঞ্চুরি ও 68 অর্থ শতরান ৷ একদিনের ক্রিকেট ম্যাচ তিনি খেলেছেন 463টি ৷ যার রান সংখ্যা 18 হাজার 426 ৷ তার মধ্যে রয়েছে 49 শতরান ও 96 অর্ধ শতরানের রেকর্ড ৷

আরও পড়ুন:

  1. কাশ্মীরের কেসরের দোকানে সপরিবার সচিন, চেখে দেখলেন 'কেহওয়া'

2. বাকি দুই টেস্টে নেই বুমরা, ধোনির পাড়ায় চার স্পিনারে টিম ইন্ডিয়া!

3. 'যশে'র পারফরম্যান্সে মজলেন মহারাজ, তিন ধরনের ক্রিকেটে জয়সওয়ালকেই চান সৌরভ

Last Updated : Feb 22, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.