হায়দরাবাদ, 27 মার্চ: রোহিত গুরুনাথ শর্মা ৷ বুধবার রাজীব গান্ধি স্টেডিয়ামে নেমেই নজির গড়েছেন ‘ক্যাপ্টেন’ ৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে 200তম ম্যাচ খেলছেন 'হিটম্যান' ৷ একই দলের হয়ে 200 ম্যাচের ল্যান্ডমার্ক ছোঁয়ার রেকর্ড রয়েছে মাত্র দু’জনের ৷ একজন মহেন্দ্র সিং ধোনি, অন্যজন বিরাট কোহলি ৷ এলিট ক্লাবে প্রবেশের দিনেই মুম্বইকর দেখলেন, লজ্জার অতলে তলিয়েছে তাঁর হাতে তৈরি দল ৷
আইপিএলের ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্জাইজি ৷ পাঁচটি ট্রফি রয়েছে ক্যাবিনেটে ৷ যার প্রত্যেকটির কারিগর তিনিই ৷ ডেকান চার্জার্সে থাকার সময় খেলোয়াড় হিসেবে ট্রফি ঘরে তুলেছিলেন ৷ ‘ঘরে’ ফিরেছেন, অধিনায়কের কাঁটার মুকুট মাথায় পড়েছেন, কিন্তু ট্রফি জেতার অভ্যাসটা ভোলেননি ৷ তাঁকেই এবার অব্যাহতি দিয়েছে মুম্বই ৷ বদলে দায়িত্ব সঁপেছে ‘তরুণ’ হার্দিকের কাঁধে ৷
গুজরাতকে আইপিএল জেতানো অধিনায়ককে দায়িত্ব দেওয়ায় একেবারেই খুশি হয়নি মুম্বই সমর্থকরা ৷ প্রথম ম্যাচেই কটুক্তির মুখে পড়তে হয়েছে হার্দিককে ৷ ট্রফি দেওয়া অধিনায়ককে হেয় করেছেন গুজরাত সমর্থকরাও ৷ সোশাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে, তিনি আসাতে চিড় ধরেছে মুম্বইয়ের জমাট রসায়ণে ৷
এদিন হায়দরাবাদের রেকর্ডের সিংহভাগ কৃতিত্ব ব্যাটারদের হলেও, তার সিকিভাগ হার্দিকেরও প্রাপ্য ৷ অ্যাওয়ে ম্যাচে 17 বছরের কেওনা মাফাকাকে বোলিং ওপেন করালেন ৷ অনুর্ধ্ব-19 বিশ্বকাপে আগুন ঝরানো বোলারকে ট্র্যাভিস হেডের সামনে ফেলে মনোবলটাই ভেঙে দিলেন ৷ সেই ট্র্যাভিস হেড, বিশ্বকাপ ফাইনালে যার 137 রানের সৌজন্যে সযন্তে লালন করা ট্রফির স্বপ্ন ভেঙেছিল রোহিতের ৷ চোখের জলে ভেসেছিলেন ভারতীয় সমর্থকরা ৷
থার্ডম্যানে দাঁড়িয়ে সেই ট্র্যাভিস হেডের তান্ডব দেখলেন দলের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত ৷ দেখলেন, ব্যাটারদের তান্ডব দেখেও দলের সেরা বোলারকে বল দিলেন না হার্দিক ৷ বুমরা বল পেলেন কখন, যখন ম্যাচটা ধরে ফেলেছে হায়দরাবাদ ৷ স্লগ ওভারে বল করতে নেমে যখন পরপর ইয়র্কার দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের সেরা বোলার, হার্দিকের ক্যাপ্টেন্সির দৈন্যদশা আরও প্রকট হচ্ছে ৷ তা শোধরাতে রোহিতের শরণই যে ভবিতব্য, সেই দেওয়াল লিখনটা ক্রমশ স্পষ্ট হচ্ছে ৷
আরও পড়ুন: