ETV Bharat / sports

পন্তের বদলি হিসেবে দলীপে সুযোগ নাইট ব্য়াটার রিঙ্কুর - DULEEP TROPHY 2024 25 - DULEEP TROPHY 2024 25

RINKU PICKED FOR DULEEP TROPHY: দ্বিতীয় রাউন্ডের আগে দলীপের স্কোয়াডে রদবদল আনলেন নির্বাচকরা ৷ বাংলাদেশ সিরিজের জন্য দ্বিতীয় রাউন্ডে খেলা হবে শুভমন গিল, ঋষভ পন্ত-সহ প্রথমসারির ক্রিকেটারদের ৷ তাঁদের পরিবর্ত খুঁজে নিল বোর্ড ৷

RINKU PICKED FOR DULEEP TROPHY
দলীপে সুযোগ রিঙ্কুর (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 10, 2024, 3:29 PM IST

মুম্বই, 10 সেপ্টেম্বর: আগামী 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ভারতের ৷ ফলত দ্বিতীয় রাউন্ডের আগে বেশ কিছু রদবদল হল দলীপ ট্রফির দলে ৷ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য ছেঁটে ফেলা হল ঋষভ পন্ত, শুভমন গিল, কেএল রাহুলের মত ক্রিকেটারদের ৷ পরিবর্তে মঙ্গলবার ডেকে নেওয়া হল রিঙ্কু সিং, সূয়স প্রভুদেশাইয়ের মত তরুণ তুর্কিদের ৷

পন্ত-গিল-রাহুল ছাড়াও আকাশদীপ, কুলদীপ যাদব, অক্ষর প্য়াটেল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলদের নাম রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে ৷ ফলত তাঁদেরও পরিবর্ত এদিন খুঁজে নিয়েছেন নির্বাচকরা ৷ যদিও 16 সদস্যের স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও দলীপের দ্বিতীয় রাউন্ডে থাকছেন পেসার যশ দয়াল ও ব্যাটার সরফরাজ খান ৷ বাংলাদেশের বিরুদ্ধে একাদশে দু'জনের সুযোগ হবে না, এই মর্মে দলীপের দলে রেখে দেওয়া হয়েছে দু'জনকে ৷

বিসিসিআই এক বিবৃতিতে শুভমন গিলের পরিবর্ত হিসেবে রেলওয়েজের প্রথম সিং, রাহুলের পরিবর্ত হিসেবে বিদর্ভের অক্ষয় ওয়াড়কর এবং জুরেলের পরিবর্ত হিসেবে অন্ধ্রের এস কে রশিদকে বেছে নিয়েছে ৷ জয়সওয়াল এবং পন্তের পরিবর্ত হিসেবে খেলবেন সূয়স এবং রিঙ্কু ৷ গিলের পরিবর্তে ভারতীয় এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ময়াঙ্ক আগরওয়াল ৷ সবমিলিয়ে ভারতীয় এ, বি এবং ডি স্কোয়াডে পরিবর্তন হলেও রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন ভারতীয় সি দলের স্কোয়াডে কোনও পরিবর্তন হয়নি দলীপের দ্বিতীয় রাউন্ডের আগে ৷

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রত্য়াবর্তনের আগে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্য়াচে গা ঘামিয়ে নিয়েছেন পন্ত ৷ সেখানে প্রথম ইনিংসে সফল না-হলেও ভারতীয় বি দলের হয়ে দ্বিতীয় ইনিংসে 34 বলে অর্ধশতরান করেন স্টাম্পার-ব্যাটার ৷ 76 রানে ম্যাচ জেতে পন্তের দল ৷ তবে দল হারলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন ভারতীয় এ দলের হয়ে খেলা কেএল রাহুলও ৷ যদিও ব্যর্থ হন শুভমন গিল ও ধ্রুব জুরেল ৷ ভারতীয় এ দলের হয়ে খেলা আকাশদীপ দু'ইনিংসে 9 উইকেট নিলেও ব্যর্থ ভারতীয় বি দলের হয়ে খেলা কুলদীপ ৷

মুম্বই, 10 সেপ্টেম্বর: আগামী 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ভারতের ৷ ফলত দ্বিতীয় রাউন্ডের আগে বেশ কিছু রদবদল হল দলীপ ট্রফির দলে ৷ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য ছেঁটে ফেলা হল ঋষভ পন্ত, শুভমন গিল, কেএল রাহুলের মত ক্রিকেটারদের ৷ পরিবর্তে মঙ্গলবার ডেকে নেওয়া হল রিঙ্কু সিং, সূয়স প্রভুদেশাইয়ের মত তরুণ তুর্কিদের ৷

পন্ত-গিল-রাহুল ছাড়াও আকাশদীপ, কুলদীপ যাদব, অক্ষর প্য়াটেল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলদের নাম রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে ৷ ফলত তাঁদেরও পরিবর্ত এদিন খুঁজে নিয়েছেন নির্বাচকরা ৷ যদিও 16 সদস্যের স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও দলীপের দ্বিতীয় রাউন্ডে থাকছেন পেসার যশ দয়াল ও ব্যাটার সরফরাজ খান ৷ বাংলাদেশের বিরুদ্ধে একাদশে দু'জনের সুযোগ হবে না, এই মর্মে দলীপের দলে রেখে দেওয়া হয়েছে দু'জনকে ৷

বিসিসিআই এক বিবৃতিতে শুভমন গিলের পরিবর্ত হিসেবে রেলওয়েজের প্রথম সিং, রাহুলের পরিবর্ত হিসেবে বিদর্ভের অক্ষয় ওয়াড়কর এবং জুরেলের পরিবর্ত হিসেবে অন্ধ্রের এস কে রশিদকে বেছে নিয়েছে ৷ জয়সওয়াল এবং পন্তের পরিবর্ত হিসেবে খেলবেন সূয়স এবং রিঙ্কু ৷ গিলের পরিবর্তে ভারতীয় এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ময়াঙ্ক আগরওয়াল ৷ সবমিলিয়ে ভারতীয় এ, বি এবং ডি স্কোয়াডে পরিবর্তন হলেও রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন ভারতীয় সি দলের স্কোয়াডে কোনও পরিবর্তন হয়নি দলীপের দ্বিতীয় রাউন্ডের আগে ৷

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রত্য়াবর্তনের আগে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্য়াচে গা ঘামিয়ে নিয়েছেন পন্ত ৷ সেখানে প্রথম ইনিংসে সফল না-হলেও ভারতীয় বি দলের হয়ে দ্বিতীয় ইনিংসে 34 বলে অর্ধশতরান করেন স্টাম্পার-ব্যাটার ৷ 76 রানে ম্যাচ জেতে পন্তের দল ৷ তবে দল হারলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন ভারতীয় এ দলের হয়ে খেলা কেএল রাহুলও ৷ যদিও ব্যর্থ হন শুভমন গিল ও ধ্রুব জুরেল ৷ ভারতীয় এ দলের হয়ে খেলা আকাশদীপ দু'ইনিংসে 9 উইকেট নিলেও ব্যর্থ ভারতীয় বি দলের হয়ে খেলা কুলদীপ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.