আসানসোল, 18 ডিসেম্বর: দিল্লির সাধারণতন্ত্র দিবসে ডাক ৷ বাংলার মুখ উজ্জ্বল করতে চলেছেন রানি কর্মকার ৷ বাংলার হয়ে কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন এই ধন্যি মেয়ে ৷ রানি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বিধানচন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী । কলেজের এনএসএসের সঙ্গে যুক্ত তিনি ।
সাধারণতন্ত্র দিবসে প্রত্যেক বছর দিল্লিতে কুচকাওয়াজ হয় ৷ এবার রাজ্য থেকে মোট আটজন ছাত্রছাত্রী সেই কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন । তাঁদের মধ্যে রয়েছেন আসানসোলের রানি কর্মকার । ন্যাশনাল সার্ভিস স্কিমের (এনএসএস) হয়ে দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি ৷ রানি দিল্লির কুচকাওয়াজে সুযোগ পেয়েছেন জেনে গর্বিত বিধানচন্দ্র কলেজ কর্তৃপক্ষ ।
কলেজের এনএসএসের প্রোগ্রাম অফিসার বর্ণালী প্রামাণিক বলেন, "আমরা খুব গর্বিত অনুভব করছি । দিল্লিতে কর্তব্যপথে 26 জানুয়ারির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছে আমাদের কলেজের রানি কর্মকার ৷ ওর কঠিন পরিশ্রম ও একাগ্রতা ওকে এই সুযোগ করে দিয়েছে ।"
তাঁর কথায়, "সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের দু’টি পদ্ধতিতে নির্বাচন করা হয় । প্রথমে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজে এনএসএসের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে রানিকে নির্বাচিত করা হয় । পরবর্তী ক্যাম্প হয় গুয়াহাটিতে । সেখানে সারা রাজ্য থেকে আটজন নির্বাচত হয়েছেন দিল্লির কুচকাওয়াজের জন্য । যার মধ্যে আমাদের কলেজের রানি আছেন ।"
কলেজ সূত্রে জানা গিয়েছে, রাজ্য থেকে মোট 45 জন ছাত্রছাত্রীকে প্রথমে বেছে নেওয়া হয়েছিল । তার মধ্য থেকে মাত্র আটজন এই সুযোগ পেয়েছে । আগামী আর কিছুদিনের মধ্যে সারাদেশের হয়ে কুচকাওয়াজের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেবেন রানি কর্মকার ।
দিল্লির দরবারে সারাদেশের সামনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রানি কর্মকার ৷ তিনি বলেন, "আমি এনএসএসের একজন স্বেচ্ছাসেবক । আমি খুব খুশি যে আমি আমার কলেজ তথা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়কে সারাদেশের কাছে প্রতিনিধিত্ব করতে পারব । কলেজের সহযোগিতা ও আমার পরিবার পাশে না-থাকলে হয়তো এই সুযোগ আমি পেতাম না । আমি চেষ্টা করব রাজ্যের মুখ উজ্জ্বল করার ৷"