ETV Bharat / sports

অনেক পেছনে রোহিত-সেহওয়াগ ! ছক্কার রেকর্ডে গেইলকে ছুঁলেন এই ‘বোলার’ - PACER EQUALS CHRIS GAYLE RECORD

বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাকালাম এবং অ্যাডাম গিলক্রিস্টের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করার সুযোগও রয়েছে তাঁর সামনে ৷

Tim Southee
ছক্কার রেকর্ডে গেলকে ছুঁয়ে ফেললেন এই বোলার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

Updated : 2 hours ago

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: নিউজিল্যান্ডের ডান-হাতি ফাস্ট বোলার ৷ তাঁকে বল হাতে দেখলে কেঁপে যান তাবড় তাবড় ব্যাটাররা ৷ প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট সেরার শিরোপা জেতে ব্ল্যাক ক্যাপসরা ৷ ওই ম্যাচে রোহিত শর্মা, শুভমন গিলদের প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি ৷ এবার নয়া নজির গড়লেন কিউয়ি বোলার ৷

সর্বোচ্চ উইকেট নয়, টেস্টে ছক্কা মেরে ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন ‘সেক্সি ক্যামেল’ ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 3টি ছক্কায় 23 রানের ‘ছোট্ট’ ইনিংস খেলেছেন সাউদি ৷ তাতেই ছুঁয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে ৷

পাঁচদিনের ক্রিকেটে ক্যারিবিয়ান তারকা মেরেছেন 98টি ছক্কা ৷ এদিন তিনটি ছক্কা মারায় সাউদির নামের পাশেও রয়েছে 98টি ছক্কা হাকানোর নজির ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে সাউদির সামনে ৷ শুধু তাই নয়, জীবনের শেষ ইনিংসে দু’টি ছক্কা মারলেই বোলার হিসেবে 100 ছক্কার বিরল কৃতিত্ব অর্জন করবেন কিউয়ি তারকা ৷

ছয়ের রেকর্ড...

ক্রিকেটারদেশম্যাচ ইনিংস ছয়
1বেন স্টোকসইংল্যান্ড110*197133
2ব্রেন্ডন ম্যাকালামনিউজিল্যান্ড101176107
3অ্যাডাম গিলক্রিস্টঅস্ট্রেলিয়া96137100
4টিম সাউদিনিউজিল্যান্ড107*15598
5ক্রিস গেইলওয়েস্ট ইন্ডিজ10318298
6জ্যাক কালিসদক্ষিণ আফ্রিকা16628097
7বীরেন্দ্র সেহওয়াগভারত10418091
8রোহিত শর্মাভারত66*11388
9অ্যাঞ্জেলো ম্যাথেউসশ্রীলঙ্কা11620688
10ব্রায়ান চার্সল লারাওয়েস্ট ইন্ডিজ13123288
*এখনও খেলছেন...

বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাকালাম এবং অ্যাডাম গিলক্রিস্টের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করার সুযোগ রয়েছে তাঁর সামনে ৷ তিনটি ছয় মারলে টপকে যাবেন অজিদের কিংবদন্তি স্টাম্পার-ব্যাটারকে ৷ প্রাক্তন সতীর্থ ম্যাকালামকে ছুঁতে গেলে অবশ্য ‘মিরাকেল’ ঘটাতে হবে সাউদিকে ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: নিউজিল্যান্ডের ডান-হাতি ফাস্ট বোলার ৷ তাঁকে বল হাতে দেখলে কেঁপে যান তাবড় তাবড় ব্যাটাররা ৷ প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট সেরার শিরোপা জেতে ব্ল্যাক ক্যাপসরা ৷ ওই ম্যাচে রোহিত শর্মা, শুভমন গিলদের প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি ৷ এবার নয়া নজির গড়লেন কিউয়ি বোলার ৷

সর্বোচ্চ উইকেট নয়, টেস্টে ছক্কা মেরে ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন ‘সেক্সি ক্যামেল’ ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 3টি ছক্কায় 23 রানের ‘ছোট্ট’ ইনিংস খেলেছেন সাউদি ৷ তাতেই ছুঁয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে ৷

পাঁচদিনের ক্রিকেটে ক্যারিবিয়ান তারকা মেরেছেন 98টি ছক্কা ৷ এদিন তিনটি ছক্কা মারায় সাউদির নামের পাশেও রয়েছে 98টি ছক্কা হাকানোর নজির ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে সাউদির সামনে ৷ শুধু তাই নয়, জীবনের শেষ ইনিংসে দু’টি ছক্কা মারলেই বোলার হিসেবে 100 ছক্কার বিরল কৃতিত্ব অর্জন করবেন কিউয়ি তারকা ৷

ছয়ের রেকর্ড...

ক্রিকেটারদেশম্যাচ ইনিংস ছয়
1বেন স্টোকসইংল্যান্ড110*197133
2ব্রেন্ডন ম্যাকালামনিউজিল্যান্ড101176107
3অ্যাডাম গিলক্রিস্টঅস্ট্রেলিয়া96137100
4টিম সাউদিনিউজিল্যান্ড107*15598
5ক্রিস গেইলওয়েস্ট ইন্ডিজ10318298
6জ্যাক কালিসদক্ষিণ আফ্রিকা16628097
7বীরেন্দ্র সেহওয়াগভারত10418091
8রোহিত শর্মাভারত66*11388
9অ্যাঞ্জেলো ম্যাথেউসশ্রীলঙ্কা11620688
10ব্রায়ান চার্সল লারাওয়েস্ট ইন্ডিজ13123288
*এখনও খেলছেন...

বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাকালাম এবং অ্যাডাম গিলক্রিস্টের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করার সুযোগ রয়েছে তাঁর সামনে ৷ তিনটি ছয় মারলে টপকে যাবেন অজিদের কিংবদন্তি স্টাম্পার-ব্যাটারকে ৷ প্রাক্তন সতীর্থ ম্যাকালামকে ছুঁতে গেলে অবশ্য ‘মিরাকেল’ ঘটাতে হবে সাউদিকে ৷

আরও পড়ুন

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.