ETV Bharat / sports

কিউয়িদের বিরুদ্ধে 5 উইকেট, ইশান্তকে টপকে এলিট ক্লাবে জাদেজা - RAVINDRA JADEJA

জাড্ডুর ভেলকি ৷ ওয়াংখেড়ে'তে কিউয়িদের অল্প রানে বেঁধে রাখার পাশাপাশি পৌঁছলেন ব্যক্তিগত মাইলস্টোনে ৷ ইশান্ত শর্মাকে টপকে লাল বলের ক্রিকেটে নজির গড়লেন রবীন্দ্র জাদেজা ৷

Ravindra Jadeja Creates History
রবীন্দ্র জাদেজা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 1, 2024, 5:46 PM IST

মুম্বই, 1 নভেম্বর: সিরিজ হাতছাড়া হয়েছে আগেই ৷ শুক্রবার ওয়াংখেড়ে সম্মানরক্ষার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতবাহিনী প্রথম থেকেই দাপট দেখিয়ে চলেছে ৷ প্রথম ইনিংসে 5টি উইকেট তুলে নিয়ে কিউয়িদের অল্প রানে বেঁধে রাখেন রবীন্দ্র জাদেজা ৷ সেই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে উইকেট শিকারের নিরিখে প্রথম পাঁচের এলিট ক্লাবে ঢুকে পড়েন ভারতীয় অলরাউন্ডার ৷ ছাপিয়ে যান ইশান্ত শর্মাকে ৷

পঞ্চম স্থানে থাকা জাড্ডুর সংগ্রহ 312টি উইকেট। জাহির খান এবং ইশান্ত শর্মার 311টি উইকেটের রেকর্ড এদিন টপকে দেন জাদেজা ৷ এর ফলে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় প্রথম পাঁচে নম্বরে ঢুকে পড়েন জাড্ডু ৷ আর আগে রয়েছেন যথাক্রমে অনিল কুম্বলে, রবীচন্দ্রন অশ্বিন, কপিল দেব ও হরভজন সিং ৷

একনজরে টেস্টে ভারতীয় বোলারদের এলিট তালিকা

  • অনিল কুম্বলে- 132টি ম্যাচে 619টি উইকেট নিয়েছেন ৷ তারমধ্যে ইনিংসে 35 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • রবীচন্দ্রন অশ্বিন- এখনও পর্যন্ত 105টি ম্যাচে 533টি উইকেট নিয়েছেন ৷ তারমধ্যে ইনিংসে 37 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • কপিল দেব- 131টি ম্যাচে 434টি উইকেট শিকারের অধিকারী তিনি ৷ 23 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • হরভজন সিং- 103টি ম্যাচে 417টি উইকেট শিকারের অধিকারী তিনি ৷ 25 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • রবীন্দ্র জাদেজা-এ খনও পর্যন্ত 77টি ম্যাচে 314টি উইকেট রয়েছে তাঁর নামে ৷ টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট 14বার ইনিংসে 5টি বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জাদেজা ৷

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে 3 উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান জাদেজা। একই ওভারে ফেরান উইল ইয়ং এবং টম ব্লান্ডেলকে। চা-বিরতির আগে গ্লেন ফিলিপসকেও আউট করেন। তারপর ইশ সোধি, ম্যাট হেনরিকেউ প্যাভিলিয়নে ফেরান 8 নম্বর জার্সিধারী জাড্ডু ৷

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিন

ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিনেই অলআউট হয় নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে ভারতীয় স্পিনারদের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 235 রানে। ওয়াশিংটন সুন্দর শুরুটা করেন ৷ আর শেষটা করেন জাড্ডু ৷ প্রথম সেশনে 3 উইকেট হারায় কিউয়িরা।‌ কিন্তু দ্বিতীয় সেশনের শেষে এবং তৃতীয় সেশনের শুরুতে নিউজিল্যান্ডের মিডল-অর্ডারে ধস নামে জাদেজা এবং ওয়াশিংটনের ঘূর্ণি। 5টি উইকেট নেন জাদেজা ৷ 4টি উইকেট নেন সুন্দর ৷ একটি উইকেট পান আকাশ দীপ ৷ বড় লিড নেওয়ার সুযোগ ভারতের সামনে। তবে ব্যাট করতে নেমে আবার ব্যর্থ হন রোহিত শর্মা। তারপর প্যাভিলিয়নের পথ ধরেন যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও বিরাট কোহলি ৷

মুম্বই, 1 নভেম্বর: সিরিজ হাতছাড়া হয়েছে আগেই ৷ শুক্রবার ওয়াংখেড়ে সম্মানরক্ষার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতবাহিনী প্রথম থেকেই দাপট দেখিয়ে চলেছে ৷ প্রথম ইনিংসে 5টি উইকেট তুলে নিয়ে কিউয়িদের অল্প রানে বেঁধে রাখেন রবীন্দ্র জাদেজা ৷ সেই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে উইকেট শিকারের নিরিখে প্রথম পাঁচের এলিট ক্লাবে ঢুকে পড়েন ভারতীয় অলরাউন্ডার ৷ ছাপিয়ে যান ইশান্ত শর্মাকে ৷

পঞ্চম স্থানে থাকা জাড্ডুর সংগ্রহ 312টি উইকেট। জাহির খান এবং ইশান্ত শর্মার 311টি উইকেটের রেকর্ড এদিন টপকে দেন জাদেজা ৷ এর ফলে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় প্রথম পাঁচে নম্বরে ঢুকে পড়েন জাড্ডু ৷ আর আগে রয়েছেন যথাক্রমে অনিল কুম্বলে, রবীচন্দ্রন অশ্বিন, কপিল দেব ও হরভজন সিং ৷

একনজরে টেস্টে ভারতীয় বোলারদের এলিট তালিকা

  • অনিল কুম্বলে- 132টি ম্যাচে 619টি উইকেট নিয়েছেন ৷ তারমধ্যে ইনিংসে 35 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • রবীচন্দ্রন অশ্বিন- এখনও পর্যন্ত 105টি ম্যাচে 533টি উইকেট নিয়েছেন ৷ তারমধ্যে ইনিংসে 37 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • কপিল দেব- 131টি ম্যাচে 434টি উইকেট শিকারের অধিকারী তিনি ৷ 23 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • হরভজন সিং- 103টি ম্যাচে 417টি উইকেট শিকারের অধিকারী তিনি ৷ 25 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • রবীন্দ্র জাদেজা-এ খনও পর্যন্ত 77টি ম্যাচে 314টি উইকেট রয়েছে তাঁর নামে ৷ টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট 14বার ইনিংসে 5টি বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জাদেজা ৷

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে 3 উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান জাদেজা। একই ওভারে ফেরান উইল ইয়ং এবং টম ব্লান্ডেলকে। চা-বিরতির আগে গ্লেন ফিলিপসকেও আউট করেন। তারপর ইশ সোধি, ম্যাট হেনরিকেউ প্যাভিলিয়নে ফেরান 8 নম্বর জার্সিধারী জাড্ডু ৷

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিন

ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিনেই অলআউট হয় নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে ভারতীয় স্পিনারদের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 235 রানে। ওয়াশিংটন সুন্দর শুরুটা করেন ৷ আর শেষটা করেন জাড্ডু ৷ প্রথম সেশনে 3 উইকেট হারায় কিউয়িরা।‌ কিন্তু দ্বিতীয় সেশনের শেষে এবং তৃতীয় সেশনের শুরুতে নিউজিল্যান্ডের মিডল-অর্ডারে ধস নামে জাদেজা এবং ওয়াশিংটনের ঘূর্ণি। 5টি উইকেট নেন জাদেজা ৷ 4টি উইকেট নেন সুন্দর ৷ একটি উইকেট পান আকাশ দীপ ৷ বড় লিড নেওয়ার সুযোগ ভারতের সামনে। তবে ব্যাট করতে নেমে আবার ব্যর্থ হন রোহিত শর্মা। তারপর প্যাভিলিয়নের পথ ধরেন যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও বিরাট কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.