ETV Bharat / sports

বিরাট-রোহিতের পথে জাদেজাও, স্বপ্ন সত্যি করে বিদায় সংক্ষিপ্ত ফরম্য়াটকে - JADEJA ANNOUNCES T20I RETIREMENT - JADEJA ANNOUNCES T20I RETIREMENT

Ravindra Jadeja Announces Retirement from T20I: সদ্য সমাপ্ত বিশ্বকাপ ব্যক্তিগতভাবে খুব ভালো যায়নি রবীন্দ্র জাদেজার ৷ তবে বিশ্বজয় তাঁর কেরিয়ারকে অন্য৷ মাত্রা দিয়ে গিয়েছে ৷ টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে একথাই বললেন জাদেজা ৷

Ravindra Jadeja
রবীন্দ্র জাদেজা (বিসিসিআই-এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 7:06 PM IST

বার্বাডোজ, 30 জুন: প্রথমে বিরাট কোহলি, তারপর রোহিত শর্মা; আর এবার রবীন্দ্র জাদেজা ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানালেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ বিশ্বকাপ জয়ের পরদিন সোশাল মিডিয়ায় কুড়ি-বিশের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে জাদেজা জানালেন, তাঁর স্বপ্ন সত্যি হয়েছে ৷ এবার তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পালা ৷ জাদেজার সঙ্গেই বিশ্বজয়ী ভারতীয় স্কোয়াডের সবচেয়ে তিন সিনিয়র ক্রিকেটার একইসঙ্গে বিদায় জানালেন সংক্ষিপ্ত ফরম্যাটকে ৷

ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে জাদেজা এদিন লেখেন, "এক হৃদয় কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-20'কে বিদায় জানাচ্ছি ৷ গর্বের সঙ্গে ছুটে চলা লক্ষ্যে অবিচল ঘোড়ার মত আমি সবসময় দেশের জার্সিতে নিজের সেরাটা দিয়ে এসেছি এবং আগামীতেও দিয়ে যাব অন্যান্য ফরম্যাটগুলিতে ৷"

এখানেই শেষ নয় ৷ জাদেজা টি-20 বিশ্বকাপ নিয়েও এরপর দু-চার কথা ব্যক্ত করেন সোশালে ৷ জাড্ডু লেখেন, "টি-20 বিশ্বকাপ জয় আমার কাছে স্বপ্ন সত্যি ৷ যা আমার টি-20 কেরিয়ারের চূড়ায় থাকবে সবসময় ৷ অনুরাগীদের ধন্যবাদ আমাকে এই স্মৃতি, উচ্ছ্বাস এবং সীমাহীন সমর্থন উপহার দেওয়ার জন্য ৷ জয় হিন্দ ৷"

দেশের জার্সিতে 74টি আন্তর্জাতিক টি-20 খেলা জাদেজার যদিও বিশেষ ভালো যায়নি সদ্য সমাপ্ত বিশ্বকাপ ৷ 2024 টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে পাঁচ ইনিংসে মাত্র 35 রান করার পাশে বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছেন ৷ 2009 শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল সৌরাষ্ট্র ক্রিকেটারের ৷ ব্যাট হাতে 515 রানের পাশাপাশি বল হাতে 54টি টি-20 উইকেট রয়েছে জাদেজার ঝুলিতে ৷

বার্বাডোজ, 30 জুন: প্রথমে বিরাট কোহলি, তারপর রোহিত শর্মা; আর এবার রবীন্দ্র জাদেজা ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানালেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ বিশ্বকাপ জয়ের পরদিন সোশাল মিডিয়ায় কুড়ি-বিশের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে জাদেজা জানালেন, তাঁর স্বপ্ন সত্যি হয়েছে ৷ এবার তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পালা ৷ জাদেজার সঙ্গেই বিশ্বজয়ী ভারতীয় স্কোয়াডের সবচেয়ে তিন সিনিয়র ক্রিকেটার একইসঙ্গে বিদায় জানালেন সংক্ষিপ্ত ফরম্যাটকে ৷

ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে জাদেজা এদিন লেখেন, "এক হৃদয় কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-20'কে বিদায় জানাচ্ছি ৷ গর্বের সঙ্গে ছুটে চলা লক্ষ্যে অবিচল ঘোড়ার মত আমি সবসময় দেশের জার্সিতে নিজের সেরাটা দিয়ে এসেছি এবং আগামীতেও দিয়ে যাব অন্যান্য ফরম্যাটগুলিতে ৷"

এখানেই শেষ নয় ৷ জাদেজা টি-20 বিশ্বকাপ নিয়েও এরপর দু-চার কথা ব্যক্ত করেন সোশালে ৷ জাড্ডু লেখেন, "টি-20 বিশ্বকাপ জয় আমার কাছে স্বপ্ন সত্যি ৷ যা আমার টি-20 কেরিয়ারের চূড়ায় থাকবে সবসময় ৷ অনুরাগীদের ধন্যবাদ আমাকে এই স্মৃতি, উচ্ছ্বাস এবং সীমাহীন সমর্থন উপহার দেওয়ার জন্য ৷ জয় হিন্দ ৷"

দেশের জার্সিতে 74টি আন্তর্জাতিক টি-20 খেলা জাদেজার যদিও বিশেষ ভালো যায়নি সদ্য সমাপ্ত বিশ্বকাপ ৷ 2024 টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে পাঁচ ইনিংসে মাত্র 35 রান করার পাশে বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছেন ৷ 2009 শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল সৌরাষ্ট্র ক্রিকেটারের ৷ ব্যাট হাতে 515 রানের পাশাপাশি বল হাতে 54টি টি-20 উইকেট রয়েছে জাদেজার ঝুলিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.