ETV Bharat / sports

আবারও ভারতীয় ক্রিকেটে ডাক পড়ল দ্রাবিড়ের, অনূর্ধ্ব 19 দলে রাহুল-পুত্র সমিত - RAHUL DRAVID SON - RAHUL DRAVID SON

SAMIT DRAVID SELECTED FOR INDIA U-19: ভারতীয় দলে ডাক পেলেন রাহুল দ্রাবিড়-পুত্র সমিত দ্রাবিড় ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন চার দিনের দলে ডাক পড়ল তাঁর ৷ আপাতত মহারাজা টি-20 ট্রফি খেলছেন তিনি ৷

RAHUL DRAVID
রাহুল দ্রাবিড় (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 31, 2024, 2:28 PM IST

মুম্বই, 31 অগস্ট: টি-20 বিশ্বকাপ জিতিয়ে সম্প্রতি ভারতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন রাহুল দ্রাবিড় ৷ কিন্তু 'দ্য ওয়াল' কোচের পদ থেকে সরে গেলেও কয়েকমাসের মধ্যেই ফের ভারতীয় ক্রিকেটে ডাক পড়ল দ্রাবিড়ের ৷ তবে রাহুল দ্রাবিড় নন, ভারতের অনূর্ধ্ব-19 দলে জায়গা করে নিলেন রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় ৷

শনিবার প্রথমবারের জন্য অনূর্ধ্ব-19 জাতীয় দলে সুযোগ পেলেন অলরাউন্ডার সমিত দ্রাবিড় ৷ সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চার দিনের সিরিজের দলে সুযোগ করে নিলেন দ্রাবিড়-পুত্র ৷ যদিও ক্য়াঙারুব্রিগেডের বিরুদ্ধে ওয়ান-ডে ম্যাচও খেলবে দেশের অনূর্ধ্ব-19 দল ৷ তবে সেই দলে নেই সমিত ৷ চারদিনের দলকে নেতৃত্ব দেবেন মধ্যপ্রদেশের সোহম পতবর্ধন ৷

আগামী 21, 23 এবং 26 সেপ্টেম্বর ভারতের অনূর্ধ্ব-19 দল তিনটি 50 ওভারের ম্য়াচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ পরবর্তীতে দু'দেশের অনূর্ধ্ব-19 দলের মধ্যে অনুষ্ঠিত হবে দু'টি চারদিনের ম্যাচ ৷ 30 সেপ্টেম্বর-2 অক্টোবর, 7 অক্টোবর-10 অক্টোবর অনুষ্ঠিত হবে দু'টি টেস্ট ম্য়াচ ৷ মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে সম্প্রতি কর্ণাটকের মহারাজা টি-20 ট্রফিতে দেখা গিয়েছে সমিত দ্রাবিড়কে ৷ এটাই তাঁর প্রথম সিনিয়র টি-20 টুর্নামেন্ট ৷ 114 স্ট্রাইক-রেটে 7টি ইনিংসে রাহুল-পুত্রের ব্য়াট থেকে এসেছে 114 রান ৷ শনিবার প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে তাঁরা ৷

গতবছর 50 ওভার বিশ্বকাপের পর অবসরে কোচবিহার ট্রফিতে ছেলের খেলা দেখতে গিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ স্ত্রী বিজেতার সঙ্গে স্টেডিয়ামের গ্যালারিতে বসে সাধারণ মানুষের মত ছেলের খেলা উপভোগ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ ৷ যে ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷

মুম্বই, 31 অগস্ট: টি-20 বিশ্বকাপ জিতিয়ে সম্প্রতি ভারতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন রাহুল দ্রাবিড় ৷ কিন্তু 'দ্য ওয়াল' কোচের পদ থেকে সরে গেলেও কয়েকমাসের মধ্যেই ফের ভারতীয় ক্রিকেটে ডাক পড়ল দ্রাবিড়ের ৷ তবে রাহুল দ্রাবিড় নন, ভারতের অনূর্ধ্ব-19 দলে জায়গা করে নিলেন রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় ৷

শনিবার প্রথমবারের জন্য অনূর্ধ্ব-19 জাতীয় দলে সুযোগ পেলেন অলরাউন্ডার সমিত দ্রাবিড় ৷ সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চার দিনের সিরিজের দলে সুযোগ করে নিলেন দ্রাবিড়-পুত্র ৷ যদিও ক্য়াঙারুব্রিগেডের বিরুদ্ধে ওয়ান-ডে ম্যাচও খেলবে দেশের অনূর্ধ্ব-19 দল ৷ তবে সেই দলে নেই সমিত ৷ চারদিনের দলকে নেতৃত্ব দেবেন মধ্যপ্রদেশের সোহম পতবর্ধন ৷

আগামী 21, 23 এবং 26 সেপ্টেম্বর ভারতের অনূর্ধ্ব-19 দল তিনটি 50 ওভারের ম্য়াচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ পরবর্তীতে দু'দেশের অনূর্ধ্ব-19 দলের মধ্যে অনুষ্ঠিত হবে দু'টি চারদিনের ম্যাচ ৷ 30 সেপ্টেম্বর-2 অক্টোবর, 7 অক্টোবর-10 অক্টোবর অনুষ্ঠিত হবে দু'টি টেস্ট ম্য়াচ ৷ মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে সম্প্রতি কর্ণাটকের মহারাজা টি-20 ট্রফিতে দেখা গিয়েছে সমিত দ্রাবিড়কে ৷ এটাই তাঁর প্রথম সিনিয়র টি-20 টুর্নামেন্ট ৷ 114 স্ট্রাইক-রেটে 7টি ইনিংসে রাহুল-পুত্রের ব্য়াট থেকে এসেছে 114 রান ৷ শনিবার প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে তাঁরা ৷

গতবছর 50 ওভার বিশ্বকাপের পর অবসরে কোচবিহার ট্রফিতে ছেলের খেলা দেখতে গিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ স্ত্রী বিজেতার সঙ্গে স্টেডিয়ামের গ্যালারিতে বসে সাধারণ মানুষের মত ছেলের খেলা উপভোগ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ ৷ যে ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.