ETV Bharat / sports

রোহিতের সঙ্গে রসায়ন মিস করবেন, ফেয়ারওয়েল ভিডিয়োতে জানালেন রাহুল - Rahul Dravid Farewell Video - RAHUL DRAVID FAREWELL VIDEO

Rahul Dravid on Rohit Sharma in Farewell Video: ভারতীয় দলের কোচ হিসেবে সফর শেষ করলেন রাহুল দ্রাবিড় ৷ প্রায় 3 বছরের এই সফরে অনেক ব্যর্থতা এসেছে ৷ কিন্তু, সফর শেষে সাফল্যের স্মৃতি সঙ্গে নিয়ে ভারতীয় দলকে বিদায় জানালেন 'গুরু' দ্রাবিড় ৷ ভারতীয় ড্রেসিং রুমে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর রসায়নটা ছিল বিশেষ, বিদায়ী সাক্ষাৎকারে সেই রসায়ন নিয়ে অকপট 'দ্য ওয়াল' ৷

ETV BHARAT
রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় ৷ (ছবি- বিসিসিআই এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 2:09 PM IST

মুম্বই, 6 জুলাই: রূপকথার গল্পের এক সুখকর সমাপ্তি ৷ যে সফরে একাধিক ওঠা-পড়া ছিল ৷ কিন্তু, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তা হল বিশ্বাস ৷ ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ৷ একে-অপরের উপর বিশ্বাস ৷ কথা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে ৷ তাদের এই বিশ্বাসের মূল স্রোত ছিল দু’জন, কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, তাঁদের দু’জনের সম্পর্কের রসায়নটাও ছিল বিশেষ ৷

2021 সালে সংযুক্ত আমিরশাহীতে টি20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত ৷ রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির জুটির সেই ব্যর্থতা ভারতীয় ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছিল ৷ সেই কঠিন সময়ে মেন ইন-ব্লুর হেড কোচের দায়িত্বে এসেছিলেন রাহুল দ্রাবিড় ৷ তখনও অবশ্য বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়েননি ৷ কিন্তু, একের পর এক ব্যর্থতার পর একে একে সব ফরম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট ৷ সেখান থেকেই ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটনের ওঠে রোহিত শর্মার হাতে ৷ শুরু হয় রাহুল-রোহিত জু’টির পথচলা ৷ যা শেষ হয়েছে, 2024 টি20 বিশ্বকাপ জয় দিয়ে ৷

এই তিন বছরে একসঙ্গে পথ চলতে গিয়ে একাধিক বিষয়ে মতানৈক্য যেমন ছিল ৷ তেমনি দু’জনে বহু বিষয়ে সহমত পোষণ করেছেন ৷ বিসিসিআই টিভি-কে দেওয়া বিদায়ী সাক্ষাৎকারে রোহিতের সঙ্গে সম্পর্কের সেই বাঁধন নিয়ে অকপট রাহুল দ্রাবিড় ৷ তিনি বলেন, "আমি রোহিতের সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি ৷ এ এমন একজন, যাঁকে আমি একেবার তরুণ বয়স থেকে চিনি ৷ আর সেখান থেকে ওকে একজন ব্যক্তি এবং ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেড়ে উঠতে দেখেছি ৷"

এই সাক্ষাৎকারে রোহিতের প্রশংসার সেতু বাঁধলেন রাহুল ৷ তাঁর কথায়, "ওর মতো একজন, যে গত 10-12 বছরে দলের জন্য সবসময় নিজের সেরাটা দিতে চেয়েছে ৷ প্রথমে একজন খেলোয়াড়, আর এখন অধিনায়ক হিসেবে ৷ যে পরিমাণ পরিশ্রম ও সময় দলের জন্য দিয়েছে, এই সম্মানটা (টি20 বিশ্বকাপ জয়) ওর প্রাপ্য ছিল ৷"

দলের প্রতি রোহিত শর্মার দায়িত্ববোধ দেখে অভিভূত হয়েছেন রাহুল ৷ তিনি বলেন, "প্রত্যেক ক্রিকেটার যাতে নিজেদের নিরাপদ মনে করেন, তার জন্য রোহিত সবসময় দলের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করে ৷ ওর দলের প্রতি দায়িত্ববোধ এবং যত্ন নেওয়াটা আমি উপভোগ করেছি ৷ এটা এমন একটা জিনিস, যা আমি খুবই মিস করব ৷ বিশেষত, রোহিতের সঙ্গে আমার কানেকশনটা ৷"

তবে, রোহিত শুধু নন ৷ বিরাট কোহলিকেও অনেক কাছ থেকে জানা সুযোগ পেয়েছেন টি20 বিশ্বকাপজয়ী কোচ ৷ কোহলির সঙ্গে কানেকশন নিয়ে রাহুল বলেন, "বিরাট এমন একজন, যার সঙ্গে ও অধিনায়ক থাকাকালীন আমি হাতেগোনা কয়েকটা সিরিজ পেয়েছি ৷ মাত্র দু’টো টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে ওকে পেয়েছি ৷ তা সত্ত্বেও, ওকে আমি খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি ৷ খুবই পেশাদার এবং নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করে, যা দেখার মতো ৷ আর সেটাকে সুন্দরভাবে মেনে চলতে পারে ৷ সবসময় চায় উন্নতি এবং আরও ভালো করে পারফর্ম করার খিদে রয়েছে ওর মধ্যে ৷ আর এটা আমার কাছে খুবই আকর্ষণীয় ছিল ৷"

মুম্বই, 6 জুলাই: রূপকথার গল্পের এক সুখকর সমাপ্তি ৷ যে সফরে একাধিক ওঠা-পড়া ছিল ৷ কিন্তু, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তা হল বিশ্বাস ৷ ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ৷ একে-অপরের উপর বিশ্বাস ৷ কথা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে ৷ তাদের এই বিশ্বাসের মূল স্রোত ছিল দু’জন, কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, তাঁদের দু’জনের সম্পর্কের রসায়নটাও ছিল বিশেষ ৷

2021 সালে সংযুক্ত আমিরশাহীতে টি20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত ৷ রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির জুটির সেই ব্যর্থতা ভারতীয় ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছিল ৷ সেই কঠিন সময়ে মেন ইন-ব্লুর হেড কোচের দায়িত্বে এসেছিলেন রাহুল দ্রাবিড় ৷ তখনও অবশ্য বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়েননি ৷ কিন্তু, একের পর এক ব্যর্থতার পর একে একে সব ফরম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট ৷ সেখান থেকেই ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটনের ওঠে রোহিত শর্মার হাতে ৷ শুরু হয় রাহুল-রোহিত জু’টির পথচলা ৷ যা শেষ হয়েছে, 2024 টি20 বিশ্বকাপ জয় দিয়ে ৷

এই তিন বছরে একসঙ্গে পথ চলতে গিয়ে একাধিক বিষয়ে মতানৈক্য যেমন ছিল ৷ তেমনি দু’জনে বহু বিষয়ে সহমত পোষণ করেছেন ৷ বিসিসিআই টিভি-কে দেওয়া বিদায়ী সাক্ষাৎকারে রোহিতের সঙ্গে সম্পর্কের সেই বাঁধন নিয়ে অকপট রাহুল দ্রাবিড় ৷ তিনি বলেন, "আমি রোহিতের সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি ৷ এ এমন একজন, যাঁকে আমি একেবার তরুণ বয়স থেকে চিনি ৷ আর সেখান থেকে ওকে একজন ব্যক্তি এবং ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেড়ে উঠতে দেখেছি ৷"

এই সাক্ষাৎকারে রোহিতের প্রশংসার সেতু বাঁধলেন রাহুল ৷ তাঁর কথায়, "ওর মতো একজন, যে গত 10-12 বছরে দলের জন্য সবসময় নিজের সেরাটা দিতে চেয়েছে ৷ প্রথমে একজন খেলোয়াড়, আর এখন অধিনায়ক হিসেবে ৷ যে পরিমাণ পরিশ্রম ও সময় দলের জন্য দিয়েছে, এই সম্মানটা (টি20 বিশ্বকাপ জয়) ওর প্রাপ্য ছিল ৷"

দলের প্রতি রোহিত শর্মার দায়িত্ববোধ দেখে অভিভূত হয়েছেন রাহুল ৷ তিনি বলেন, "প্রত্যেক ক্রিকেটার যাতে নিজেদের নিরাপদ মনে করেন, তার জন্য রোহিত সবসময় দলের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করে ৷ ওর দলের প্রতি দায়িত্ববোধ এবং যত্ন নেওয়াটা আমি উপভোগ করেছি ৷ এটা এমন একটা জিনিস, যা আমি খুবই মিস করব ৷ বিশেষত, রোহিতের সঙ্গে আমার কানেকশনটা ৷"

তবে, রোহিত শুধু নন ৷ বিরাট কোহলিকেও অনেক কাছ থেকে জানা সুযোগ পেয়েছেন টি20 বিশ্বকাপজয়ী কোচ ৷ কোহলির সঙ্গে কানেকশন নিয়ে রাহুল বলেন, "বিরাট এমন একজন, যার সঙ্গে ও অধিনায়ক থাকাকালীন আমি হাতেগোনা কয়েকটা সিরিজ পেয়েছি ৷ মাত্র দু’টো টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে ওকে পেয়েছি ৷ তা সত্ত্বেও, ওকে আমি খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি ৷ খুবই পেশাদার এবং নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করে, যা দেখার মতো ৷ আর সেটাকে সুন্দরভাবে মেনে চলতে পারে ৷ সবসময় চায় উন্নতি এবং আরও ভালো করে পারফর্ম করার খিদে রয়েছে ওর মধ্যে ৷ আর এটা আমার কাছে খুবই আকর্ষণীয় ছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.