ETV Bharat / sports

বিয়ের পর কী প্ল্যান ? একান্ত সাক্ষাৎকারে কেরিয়ার নিয়ে বড় আপডেট দিলেন সিন্ধু - PV SINDHU INTERVIEW

বিয়ের পিঁড়িতে বসছেন পিভি সিন্ধু ৷ হায়দরাবাদের পসিডেক্স টেকনোলজিসের এক্সিটিউকিভ ডিরেক্টর ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে চারহাত এক হবে অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকার ৷

PV Sindhu Talks Career and Wedding Plans Read Chat Here
কেরিয়ার নিয়ে বড় আপডেট দিলেন সিন্ধু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 5, 2024, 2:24 PM IST

Updated : Dec 5, 2024, 2:58 PM IST

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশের তারকা শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু । চলতি মাসের 22 তারিখে ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে চারহাত এক হবে অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকার ৷ বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরে । জীবনের নয়া ইনিংস শুরুর আগে ইনাডু’কে একান্ত সাক্ষাৎকারে বিয়ে, কেরিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অকপট দু’বারের অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকা ।

এর আগে সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েলেন, দুই পরিবারই একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে । এক মাস আগে সিন্ধু-ভেঙ্কটার বিয়ের তারিখ ঠিক হয় । এবার একধাপ এগিয়ে সিন্ধু জানিয়ে দিলেন, প্যারিস অলিম্পিক্সের পরই তাঁদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল ৷ কিন্তু তাঁর ব্যস্ত সূচির কারণে তা পিছতে হয়েছে ৷ সিন্ধু বলেন, ‘‘আমি বাবা-মায়ের আশীর্বাদে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে পেরে খুশি । ওরা আমার ব্যাডমিন্টন যাত্রাকে সমর্থন করার জন্য কঠোর পরিশ্রম করেছে । আমি প্যারিস অলিম্পিকের পরে বিয়ের পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমার টাইট শিডিউলের কারণে তা দেরি হয়ে গেল ।’’

উদয়পুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান । 24 ডিসেম্বর হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশন । স্বামী সাই ভেঙ্কটা দত্ত পসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর । ব্যাডমিন্টন না-খেললেও, সাই একজন ক্রীড়া অনুরাগী ৷ হবু স্ত্রী’র খেলারও যাবতীয় খোঁজখবর রাখেন ৷ সিন্ধু বলেন, ‘‘ভেঙ্কট সবসময় পাশে থাকে । ও খুবই ব্যস্ত, কোম্পানির প্রচুর দায়দায়িত্ব রয়েছে ৷ ব্যস্ততার মধ্যেও সাই খেলাধূলার যথেষ্ট খবর রাখে ৷’’

মোটরস্পোর্টের প্রতি আগ্রহ রয়েছে সিন্ধুর হবু স্বামীর ৷ তাঁর সংগ্রহে রয়েছে একাধিক সুপার বাইক এবং স্পোর্টস কারও । আইপিএলে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন সাই ৷

PV Sindhu Talks Career and Wedding Plans
বিয়ের পর কী প্ল্যান ? (ইটিভি ভারত)

কেরিয়ারের ভবিষ্যৎ কী

সিন্ধু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিয়েতেই তাঁর ব্যাডমিন্টন কেরিয়ারের সমাপ্তি নয় ৷ দু’বারের অলিম্পিকজয়ী বলেন, ‘‘আমার লক্ষ্য ফিট থাকা এবং খেলা চালিয়ে যাওয়া । বিয়ের পরেও আমি নিয়মিত অনুশীলন করব । নতুন মরশুম শুরু হবে জানুয়ারিতে ৷ আমি সমস্ত বড় টুর্নামেন্টে অংশগ্রহণের দিকে পুরোপুরি মনোযোগ দিচ্ছি ।’’

গত দু’বছর ধরে আন্তর্জাতিক শিরোনামের জন্য অপেক্ষা করছিলেন সিন্ধু ৷ সোমবার সৈয়দ মোদি আন্তর্জাতিক সুপার 300 টুর্নামেন্ট জিতেছেন তিনি । কেরিয়ারে তৃতীয়বারের মতো সৈয়দ মোদি সুপার 300 শিরোপা জিতলেন তিনি । 2017 এবং 2022 সালেও এই টুর্নামেন্টে জিতেছিলেন সিন্ধু । শাটলার জানিয়েছেন, এই জয়ে ফের ছন্দ ফিরে পেয়েছেন তিনি ৷ সিন্ধু বলেন, ‘‘আমি যদি ফিট থাকি এবং চোটমুক্ত থাকি, 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও অংশ নিতে নিজের সর্বস্ব দেব ।’’

স্বামী ও আগামী পরিবার

ইনাডু’কে সিন্ধু বলেন, ‘‘সাই একটি বিশিষ্ট পরিবার থেকে এসেছে । ওর বাবা গৌরেলি ভেঙ্কটেশ্বর রাও একজন অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা এবং পসিডেক্স টেকনোলজিসের প্রতিষ্ঠাতা । সাইয়ের মা লক্ষ্মী’ও পর পরিবারের ৷ ওনার বাবা ভাস্করা রাও হাইকোর্টের বিচারক ছিলেন ।’’

2022 সালের জুলাইয়ে সিঙ্গাপুর ওপেন জেতেন সিন্ধু । এরপরে 2023 সালে স্পেন মাস্টার্স 300 এবং 2024 সালে মালয়েশিয়া মাস্টার্স 500-এর ফাইনালে পৌঁছেছিলেন ৷ যদিও ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া হয় । 2016 রিও অলিম্পিকে রুপো জেতা সিন্ধু 2020 টোকিও অলিম্পিকেও পোডিয়াম ফিনিশ করেছিলেন ৷ জাপানে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি । প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পরপর দু’টি অলিম্পিক পদক জেতার বিরল রেকর্ড গড়া সিন্ধু 2017 সালে, প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ের 2 নম্বরে পৌঁছন ৷ এবার নয়া ইনিংস শুরু করবেন তিনি ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশের তারকা শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু । চলতি মাসের 22 তারিখে ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে চারহাত এক হবে অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকার ৷ বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরে । জীবনের নয়া ইনিংস শুরুর আগে ইনাডু’কে একান্ত সাক্ষাৎকারে বিয়ে, কেরিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অকপট দু’বারের অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকা ।

এর আগে সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েলেন, দুই পরিবারই একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে । এক মাস আগে সিন্ধু-ভেঙ্কটার বিয়ের তারিখ ঠিক হয় । এবার একধাপ এগিয়ে সিন্ধু জানিয়ে দিলেন, প্যারিস অলিম্পিক্সের পরই তাঁদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল ৷ কিন্তু তাঁর ব্যস্ত সূচির কারণে তা পিছতে হয়েছে ৷ সিন্ধু বলেন, ‘‘আমি বাবা-মায়ের আশীর্বাদে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে পেরে খুশি । ওরা আমার ব্যাডমিন্টন যাত্রাকে সমর্থন করার জন্য কঠোর পরিশ্রম করেছে । আমি প্যারিস অলিম্পিকের পরে বিয়ের পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমার টাইট শিডিউলের কারণে তা দেরি হয়ে গেল ।’’

উদয়পুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান । 24 ডিসেম্বর হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশন । স্বামী সাই ভেঙ্কটা দত্ত পসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর । ব্যাডমিন্টন না-খেললেও, সাই একজন ক্রীড়া অনুরাগী ৷ হবু স্ত্রী’র খেলারও যাবতীয় খোঁজখবর রাখেন ৷ সিন্ধু বলেন, ‘‘ভেঙ্কট সবসময় পাশে থাকে । ও খুবই ব্যস্ত, কোম্পানির প্রচুর দায়দায়িত্ব রয়েছে ৷ ব্যস্ততার মধ্যেও সাই খেলাধূলার যথেষ্ট খবর রাখে ৷’’

মোটরস্পোর্টের প্রতি আগ্রহ রয়েছে সিন্ধুর হবু স্বামীর ৷ তাঁর সংগ্রহে রয়েছে একাধিক সুপার বাইক এবং স্পোর্টস কারও । আইপিএলে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন সাই ৷

PV Sindhu Talks Career and Wedding Plans
বিয়ের পর কী প্ল্যান ? (ইটিভি ভারত)

কেরিয়ারের ভবিষ্যৎ কী

সিন্ধু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিয়েতেই তাঁর ব্যাডমিন্টন কেরিয়ারের সমাপ্তি নয় ৷ দু’বারের অলিম্পিকজয়ী বলেন, ‘‘আমার লক্ষ্য ফিট থাকা এবং খেলা চালিয়ে যাওয়া । বিয়ের পরেও আমি নিয়মিত অনুশীলন করব । নতুন মরশুম শুরু হবে জানুয়ারিতে ৷ আমি সমস্ত বড় টুর্নামেন্টে অংশগ্রহণের দিকে পুরোপুরি মনোযোগ দিচ্ছি ।’’

গত দু’বছর ধরে আন্তর্জাতিক শিরোনামের জন্য অপেক্ষা করছিলেন সিন্ধু ৷ সোমবার সৈয়দ মোদি আন্তর্জাতিক সুপার 300 টুর্নামেন্ট জিতেছেন তিনি । কেরিয়ারে তৃতীয়বারের মতো সৈয়দ মোদি সুপার 300 শিরোপা জিতলেন তিনি । 2017 এবং 2022 সালেও এই টুর্নামেন্টে জিতেছিলেন সিন্ধু । শাটলার জানিয়েছেন, এই জয়ে ফের ছন্দ ফিরে পেয়েছেন তিনি ৷ সিন্ধু বলেন, ‘‘আমি যদি ফিট থাকি এবং চোটমুক্ত থাকি, 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও অংশ নিতে নিজের সর্বস্ব দেব ।’’

স্বামী ও আগামী পরিবার

ইনাডু’কে সিন্ধু বলেন, ‘‘সাই একটি বিশিষ্ট পরিবার থেকে এসেছে । ওর বাবা গৌরেলি ভেঙ্কটেশ্বর রাও একজন অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা এবং পসিডেক্স টেকনোলজিসের প্রতিষ্ঠাতা । সাইয়ের মা লক্ষ্মী’ও পর পরিবারের ৷ ওনার বাবা ভাস্করা রাও হাইকোর্টের বিচারক ছিলেন ।’’

2022 সালের জুলাইয়ে সিঙ্গাপুর ওপেন জেতেন সিন্ধু । এরপরে 2023 সালে স্পেন মাস্টার্স 300 এবং 2024 সালে মালয়েশিয়া মাস্টার্স 500-এর ফাইনালে পৌঁছেছিলেন ৷ যদিও ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া হয় । 2016 রিও অলিম্পিকে রুপো জেতা সিন্ধু 2020 টোকিও অলিম্পিকেও পোডিয়াম ফিনিশ করেছিলেন ৷ জাপানে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি । প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পরপর দু’টি অলিম্পিক পদক জেতার বিরল রেকর্ড গড়া সিন্ধু 2017 সালে, প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ের 2 নম্বরে পৌঁছন ৷ এবার নয়া ইনিংস শুরু করবেন তিনি ৷

আরও পড়ুন

Last Updated : Dec 5, 2024, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.