ETV Bharat / sports

চেস চ্যাম্পিয়নদের সঙ্গে নিজের বাসভবনে মোদি, মাতলেন দাবা খেলায় - Modi Meets Winning Chess Team - MODI MEETS WINNING CHESS TEAM

45th Fide Chess Olympiad 2024: দাবায় ইতিহাস রচনা করেছে ভারত ৷ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইতিহাস গড়েছেন ভারতের দাবাডুরা। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নজির গড়েছে ভারত। এরপর দেশে ফিরে ইতিহাস সৃষ্টির কারিগররা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ৷ দাবাড়ুদের সঙ্গে চেস খেলায় মাতলেন মোদি ৷

45th Fide Chess Olympiad 2024
চেস চ্যাম্পিয়ন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 3:46 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দাবা খেলায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমনিতেই উৎসবের আবহ ভারতীয় ক্রীড়াজগতে ৷ বুদাপেস্টের নজির গড়ার পর দাবা দলের সবাইকেই শুভেচ্ছা জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। আর বুধবার নিজ বাসভবনে তাঁদের সকলকের সঙ্গে দেখা করে জয়ীদের অভিনন্দন জানালেন। মোদির সঙ্গে দেখা করে আপ্লুত প্রজ্ঞানন্দ, বৈশালী, এরিগাইসি, হরিকা, তানিয়ারা।

উল্লেখ্য, এর আগে 2014 এবং 2022 সালের চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুুরুষ দল। মহিলারা শেষবার 2022 সালে ব্রোঞ্জ জিতেছিল। 2024 বুদাপেস্ট অলিম্পিয়াড উজ্বল হয়ে রইল ভারতের সোনা জয়ে। অর্জুন, গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, বিদিত গুজরাটি ও পেন্টালা হরিকৃষ্ণ ভারতীয় দাবার নতুন মুখের সারি। যারা স্বপ্ন দেখাচ্ছেন। দাবা অলিম্পিয়াডে আগে কখনও সোনা জেতেনি ভারত। রবিবার জোড়া সোনা জিতে ইতিহাস গড়ে ফেলে ভারতের দুই টিম। প্রথম হিসেবে ওপেন বিভাগে সোনা জেতেন ভারতের ছেলেরা। তার কিছুপরেই মেয়েদের টিমও সোনা জিতে 'ডাবল' সম্পূর্ণ করে।

চেস অলিম্পিয়াড চ্যাম্পিয়ন পুরুষ দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টালা হরিকৃষ্ণ। মহিলা দলে ছিলেন হরিকা দ্রোণাভাল্লি, আর বৈশালী, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল ও তানিয়া সচদেভ।

সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবা চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে আর বৈশালী, ডি হারিকা, তানিয়া সচদেব, বিদিত গুজরাথি, অর্জুন এরিগাইসি, প্রজ্ঞানন্দদের সঙ্গে মোদিকে কথা বলতে দেখা গিয়েছে ৷ ঠিক যেমন ভারতীয় ক্রিকেট দল অর্থাৎ রোহিতরা টি-20 বিশ্বকাপ জিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ৷ নরেন্দ্র মেদার শেয়ার করা ওই ভিডিয়োয় আরও দেখা গিয়েছে, ভারতীয় দাবাড়ুরা প্রধানমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ দাবাও খেলেছেন ৷

ক্যাপশানে তিনি লিখেছেন, "ভারতের জন্য ঐতিহাসিক জয় কারণ আমাদের দাবা দল 45তম ফিড দাবা অলিম্পিয়াডে জয়ী হয়েছে। ভারত দাবা অলিম্পিয়াডে ওপেন এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে ৷ আমাদের অবিশ্বাস্য পুরুষ ও মহিলা দাবা দলকে অভিনন্দন।"

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দাবা খেলায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমনিতেই উৎসবের আবহ ভারতীয় ক্রীড়াজগতে ৷ বুদাপেস্টের নজির গড়ার পর দাবা দলের সবাইকেই শুভেচ্ছা জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। আর বুধবার নিজ বাসভবনে তাঁদের সকলকের সঙ্গে দেখা করে জয়ীদের অভিনন্দন জানালেন। মোদির সঙ্গে দেখা করে আপ্লুত প্রজ্ঞানন্দ, বৈশালী, এরিগাইসি, হরিকা, তানিয়ারা।

উল্লেখ্য, এর আগে 2014 এবং 2022 সালের চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুুরুষ দল। মহিলারা শেষবার 2022 সালে ব্রোঞ্জ জিতেছিল। 2024 বুদাপেস্ট অলিম্পিয়াড উজ্বল হয়ে রইল ভারতের সোনা জয়ে। অর্জুন, গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, বিদিত গুজরাটি ও পেন্টালা হরিকৃষ্ণ ভারতীয় দাবার নতুন মুখের সারি। যারা স্বপ্ন দেখাচ্ছেন। দাবা অলিম্পিয়াডে আগে কখনও সোনা জেতেনি ভারত। রবিবার জোড়া সোনা জিতে ইতিহাস গড়ে ফেলে ভারতের দুই টিম। প্রথম হিসেবে ওপেন বিভাগে সোনা জেতেন ভারতের ছেলেরা। তার কিছুপরেই মেয়েদের টিমও সোনা জিতে 'ডাবল' সম্পূর্ণ করে।

চেস অলিম্পিয়াড চ্যাম্পিয়ন পুরুষ দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টালা হরিকৃষ্ণ। মহিলা দলে ছিলেন হরিকা দ্রোণাভাল্লি, আর বৈশালী, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল ও তানিয়া সচদেভ।

সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবা চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে আর বৈশালী, ডি হারিকা, তানিয়া সচদেব, বিদিত গুজরাথি, অর্জুন এরিগাইসি, প্রজ্ঞানন্দদের সঙ্গে মোদিকে কথা বলতে দেখা গিয়েছে ৷ ঠিক যেমন ভারতীয় ক্রিকেট দল অর্থাৎ রোহিতরা টি-20 বিশ্বকাপ জিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ৷ নরেন্দ্র মেদার শেয়ার করা ওই ভিডিয়োয় আরও দেখা গিয়েছে, ভারতীয় দাবাড়ুরা প্রধানমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ দাবাও খেলেছেন ৷

ক্যাপশানে তিনি লিখেছেন, "ভারতের জন্য ঐতিহাসিক জয় কারণ আমাদের দাবা দল 45তম ফিড দাবা অলিম্পিয়াডে জয়ী হয়েছে। ভারত দাবা অলিম্পিয়াডে ওপেন এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে ৷ আমাদের অবিশ্বাস্য পুরুষ ও মহিলা দাবা দলকে অভিনন্দন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.