ETV Bharat / sports

12 বছর পরেই ভারতে বসবে অলিম্পিক্সের আসর, লালকেল্লা থেকে ‘স্বপ্ন’ দেখালেন মোদি - India aims to host Olympics - INDIA AIMS TO HOST OLYMPICS

India is aiming to host 2036 Olympics: আর মাত্র 12 বছর ৷ সবকিছু পরিকল্পনা মাফিক চললে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’, অলিম্পিক্সের আসর বসবে ভারতে ৷ স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীকে এই স্বপ্নই দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 15, 2024, 12:43 PM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ৷ প্যারিস থেকে নীতা অম্বানি জানিয়েছিলেন, 2036 অলিম্পিক্স দেশে আয়োজন করার লক্ষ্যে বিড করবে ভারত ৷ এবার দেশের সেই ‘স্বপ্নে’র কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লালকেল্লা থেকে 78তম স্বাধীনতা দিবসের ভাষণে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘2036 অলিম্পিক্স ভারতে আয়োজন করতে আমরা বদ্ধপরিকর ৷ সেই প্রচেষ্টায় কোনও কমতি রাখছে না সরকার ৷’’

এদিন কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি ?

প্রধানমন্ত্রীর কথায়, ভারতের বড় মাপের বৈশ্বিক ইভেন্টগুলি মঞ্চস্থ করার ক্ষমতা রয়েছে ৷ 2036 অলিম্পিক গেমস দেশে আয়োজন করতে বদ্ধপরিকর ভারত ৷ প্রচেষ্টায় কোনও কসুর করছে না সরকারও । ভারতের পাশাপাশি সৌদি আরব, কাতার এবং তুরস্কও ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজনে উৎসাহী । ফলে তাদের টপকে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়া সহজ হবে না ৷

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) আগামী বছর নির্বাচনের পরই 2036 অলিম্পিক্সের আয়োজক নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে । মোদি বলেন, ‘‘2036 সালের অলিম্পিক্সের আয়োজক করা ভারতের স্বপ্ন ৷ আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি । গত বছর সেপ্টেম্বরে নয়াদিল্লি এবং অন্যান্য শহরে জি-20 শীর্ষ সম্মেলনের সফল আয়োজন দেশের বিদ্যমান পরিকাঠামো প্রদর্শন করেছে । ভারত বৃহৎ পরিসরে জি-20 শীর্ষ সম্মেলন আয়োজন করে প্রমাণ করেছে যে দেশের বড় মাপের অনুষ্ঠান আয়োজন করার ক্ষমতা রয়েছে ৷’’

ক্রিকেট বিশ্বকাপ ও অনুর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ বাদ দিলে শেষবার 2010 কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত ৷ দিল্লিতে বসেছিল ওই প্রতিযোগিতার আসর ৷ 2036 সালের অলিম্পিকের জন্য আমেদাবাদকে আয়োজক শহর হিসেবে দেখা হচ্ছে । ভারতের পরিকল্পনা বর্তমান আইওসি প্রধান থমাস বাচও সমর্থন করেছেন ।

নয়াদিল্লি, 15 অগস্ট: ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ৷ প্যারিস থেকে নীতা অম্বানি জানিয়েছিলেন, 2036 অলিম্পিক্স দেশে আয়োজন করার লক্ষ্যে বিড করবে ভারত ৷ এবার দেশের সেই ‘স্বপ্নে’র কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লালকেল্লা থেকে 78তম স্বাধীনতা দিবসের ভাষণে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘2036 অলিম্পিক্স ভারতে আয়োজন করতে আমরা বদ্ধপরিকর ৷ সেই প্রচেষ্টায় কোনও কমতি রাখছে না সরকার ৷’’

এদিন কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি ?

প্রধানমন্ত্রীর কথায়, ভারতের বড় মাপের বৈশ্বিক ইভেন্টগুলি মঞ্চস্থ করার ক্ষমতা রয়েছে ৷ 2036 অলিম্পিক গেমস দেশে আয়োজন করতে বদ্ধপরিকর ভারত ৷ প্রচেষ্টায় কোনও কসুর করছে না সরকারও । ভারতের পাশাপাশি সৌদি আরব, কাতার এবং তুরস্কও ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজনে উৎসাহী । ফলে তাদের টপকে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়া সহজ হবে না ৷

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) আগামী বছর নির্বাচনের পরই 2036 অলিম্পিক্সের আয়োজক নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে । মোদি বলেন, ‘‘2036 সালের অলিম্পিক্সের আয়োজক করা ভারতের স্বপ্ন ৷ আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি । গত বছর সেপ্টেম্বরে নয়াদিল্লি এবং অন্যান্য শহরে জি-20 শীর্ষ সম্মেলনের সফল আয়োজন দেশের বিদ্যমান পরিকাঠামো প্রদর্শন করেছে । ভারত বৃহৎ পরিসরে জি-20 শীর্ষ সম্মেলন আয়োজন করে প্রমাণ করেছে যে দেশের বড় মাপের অনুষ্ঠান আয়োজন করার ক্ষমতা রয়েছে ৷’’

ক্রিকেট বিশ্বকাপ ও অনুর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ বাদ দিলে শেষবার 2010 কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত ৷ দিল্লিতে বসেছিল ওই প্রতিযোগিতার আসর ৷ 2036 সালের অলিম্পিকের জন্য আমেদাবাদকে আয়োজক শহর হিসেবে দেখা হচ্ছে । ভারতের পরিকল্পনা বর্তমান আইওসি প্রধান থমাস বাচও সমর্থন করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.