ভদোদরা, 28 অক্টোবর: স্পেনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির আলোচনায় জায়গা করে নিল ফুটবল ৷ রবিবার রাতে তিনদিনের সফরে ভারতে পা রেখেছেন নরেন্দ্র মোদির স্প্য়ানিশ কাউন্টার-পার্ট পেদ্রো স্য়াঞ্চেজ ৷ সোমবার সকালে ভদোদরায় টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্সের উদ্বোধনে মোদির সঙ্গে হাজির ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী ৷ যেখানে টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি হবে সি-295 এয়ারক্র্যাফ্ট ৷ সেখানেই স্যাঞ্চেজকে ভারতে স্প্য়ানিশ ফুটবলের জনপ্রিয়তার কথা বলেন মোদি ৷
টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্সে নরেন্দ্র মোদি ভাষণে উঠে আসে সম্প্রতি লা-লিগায় অনুষ্ঠিত এল ক্লাসিকোয় বার্সেলোনার 4-0 ব্যবধানে জয়ের কথা ৷ প্রধানমন্ত্রী বলেন, "স্প্যানিশ ফুটবল ভারতেও সমান জনপ্রিয় ৷ গতকাল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ নিয়ে এদেশে জোর চর্চা হয়েছে ৷ বার্সেলোনার জয় নিয়ে এদেশের ফুটবল অনুরাগীরাও যথেষ্ট আলোচনা করেছে ৷ আমি আপনাকে এটাও বলছি স্পেনের মতই এখানে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে কাদা ছোড়াছুড়িও হয় ৷"
এরপর স্পেনে যোগার জনপ্রিয়তা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী বলেন, "খাবার, সিনেমা এবং ফুটবল নিয়ে মানুষে-মানুষে দৃঢ় সংযোগ দু'দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে ৷" উল্লেখ্য, ভারত এবং স্পেন যৌথ সিদ্ধান্ত নিয়েছে 2026 সালকে দু'দেশের সংস্কৃতি, পর্যটন এবং এআই বছর হিসেবে উদযাপন করার ৷ বিষয়টি নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি মোদি ৷
#WATCH | Vadodara, Gujarat: PM Narendra Modi says, " ...i have heard that yoga is also very popular in spain. spain's football is also very much liked in india. yesterday, the match between real madrid and barcelona was also discussed in india. barcelona's spectacular victory was… pic.twitter.com/MnynPIbcI5
— ANI (@ANI) October 28, 2024
স্ত্রী বেগোনা গোমেজকে সঙ্গে নিয়ে রবিবার রাতে ভারত সফরে এসেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ ৷ এরইসঙ্গে 18 বছর পর ভারত সফরে এলেন কোনও স্প্য়ানিশ প্রধানমন্ত্রী ৷ বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষা বিষয়েই মূলত দু'দেশের সম্পর্ক দৃঢ় করতে স্য়াঞ্চেজের এই ভারত সফর ৷