ETV Bharat / sports

ভিনেশের ঘটনায় মুখ খুললেন 'ব্যথিত' মোদি, কী বললেন প্রধানমন্ত্রী? - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

PM MODI REACTS ON VINESH PHOGAT INCIDENT: অলিম্পিক্স ফাইনালের আগে ভিনেশ ফোগতের বাতিল হবার ঘোষণায় দেশবাসীর সঙ্গে সঙ্গে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে ভারতীয় কুস্তিগীরকে শক্তি জোগালেন তিনি ৷ একইসঙ্গে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পিটি ঊষার কাছে চেয়েছেন তিনি ৷

PM MODI REACTS ON VINESH PHOGAT INCIDENT
ভিনেশের ঘটনায় মুখ খুললেন মোদি (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 7, 2024, 1:20 PM IST

Updated : Aug 7, 2024, 1:57 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: "চ্য়াম্পিয়নের মতই ফিরবে, আমরা নিশ্চিত ৷" অলিম্পিক্স ফাইনালের আগে ভিনেশ ফোগতের বাতিল হবার ঘোষণায় দেশবাসীর সঙ্গে সঙ্গে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভাষাতেই শক্তি জোগালেন ভিনেশ ফোগতকে ৷ টুইটে প্রধানমন্ত্রী জানালেন, কঠিন সময়ে সমবেদনা জানানোর ভাষা নেই ৷ কিন্তু ভিনেশ ফোগত একজন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ৷

মঙ্গলবার দুরন্ত লড়ে 50 কেজি ক্যাটেগরিতে প্রথম বাউটে ডিফেন্ডিং অলিম্পিক্স চ্যাম্পিয়ন ইযুউই সুসাকিকে হারান ভিনেশ ৷ এর ঠিক একঘণ্টা পর ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান তিনি ৷ এরপর রাতে কিউবার কুস্তিগীর ইউসনেইলিস গুজম্যানকে হারিয়ে সোনার পদকের লড়াই নিশ্চিত করেন হরিয়ানার কুস্তিগীর ৷ বুধবার রাতেই সোনার পদকের লক্ষ্যে মার্কিন কুস্তিগীরের বিরুদ্ধে ম্যাটে নামার কথা ছিল তাঁর ৷ কিন্তু সোনার লক্ষ্যে ম্যাটে নামা হল না অসচেতনতার জেরে ৷

ঘটনায় উদ্বিগ্ন মোদি এদিন টুইটে লেখেন, "ভিনেশ তুমি একজন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ৷ তুমি দেশের গর্ব এবং প্রত্যেক ভারতবাসীর অনুপ্রেরণা ৷ আজকের ঘটনা নিঃসন্দেহে হৃদয়বিদারক ৷ আমার মধ্যে কী চলছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ৷ একইসঙ্গে আমি জানি তুমি সহনশীলতার এক জ্বলন্ত উদাহরণ ৷ সবসময় মাথায় চ্যালেঞ্জ নিতে তুমি ভালোবাসো ৷ তাই আমাদের বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে ৷"

ইতিমধ্যেই ভিনেশের পদক হাতছাড়া, 'অবৈধ' ঘোষণার ঘটনায় ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন মোদি ৷ রিপোর্টে প্রকাশ, ঘটনার পুঙ্খনাপুঙ্খ বিবরণ আইওএ সভাপতির থেকে চেয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি পিটি ঊষাকে আর্জি জানিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে ঘটনার প্রতিবাদ জানাতে যাতে কোনও সুরাহা হয় ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: "চ্য়াম্পিয়নের মতই ফিরবে, আমরা নিশ্চিত ৷" অলিম্পিক্স ফাইনালের আগে ভিনেশ ফোগতের বাতিল হবার ঘোষণায় দেশবাসীর সঙ্গে সঙ্গে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভাষাতেই শক্তি জোগালেন ভিনেশ ফোগতকে ৷ টুইটে প্রধানমন্ত্রী জানালেন, কঠিন সময়ে সমবেদনা জানানোর ভাষা নেই ৷ কিন্তু ভিনেশ ফোগত একজন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ৷

মঙ্গলবার দুরন্ত লড়ে 50 কেজি ক্যাটেগরিতে প্রথম বাউটে ডিফেন্ডিং অলিম্পিক্স চ্যাম্পিয়ন ইযুউই সুসাকিকে হারান ভিনেশ ৷ এর ঠিক একঘণ্টা পর ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান তিনি ৷ এরপর রাতে কিউবার কুস্তিগীর ইউসনেইলিস গুজম্যানকে হারিয়ে সোনার পদকের লড়াই নিশ্চিত করেন হরিয়ানার কুস্তিগীর ৷ বুধবার রাতেই সোনার পদকের লক্ষ্যে মার্কিন কুস্তিগীরের বিরুদ্ধে ম্যাটে নামার কথা ছিল তাঁর ৷ কিন্তু সোনার লক্ষ্যে ম্যাটে নামা হল না অসচেতনতার জেরে ৷

ঘটনায় উদ্বিগ্ন মোদি এদিন টুইটে লেখেন, "ভিনেশ তুমি একজন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ৷ তুমি দেশের গর্ব এবং প্রত্যেক ভারতবাসীর অনুপ্রেরণা ৷ আজকের ঘটনা নিঃসন্দেহে হৃদয়বিদারক ৷ আমার মধ্যে কী চলছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ৷ একইসঙ্গে আমি জানি তুমি সহনশীলতার এক জ্বলন্ত উদাহরণ ৷ সবসময় মাথায় চ্যালেঞ্জ নিতে তুমি ভালোবাসো ৷ তাই আমাদের বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে ৷"

ইতিমধ্যেই ভিনেশের পদক হাতছাড়া, 'অবৈধ' ঘোষণার ঘটনায় ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন মোদি ৷ রিপোর্টে প্রকাশ, ঘটনার পুঙ্খনাপুঙ্খ বিবরণ আইওএ সভাপতির থেকে চেয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি পিটি ঊষাকে আর্জি জানিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে ঘটনার প্রতিবাদ জানাতে যাতে কোনও সুরাহা হয় ৷

Last Updated : Aug 7, 2024, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.