লাহোর, 7 সেপ্টেম্বর: জয় শাহ আইসিসি'র শীর্ষপদে আসীন হয়েছেন তো কী হয়েছে? তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণই নেই ৷ বরং, আগামী বছর দেশের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন এবং সেখানে ভারতের অংশগ্রহণ নিয়ে বড়সড় আপডেট দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷
জিও নিউজকে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নাকভি বলেন, "জয় শাহ আইসিসি'র চেয়ারম্য়ান হওয়ায় পাকিস্তানের উদ্বেগের কিছুই নেই ৷ বরং আমরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি ৷" সেইসঙ্গে আগামী 8 এবং 9 সেপ্টেম্বর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে, তাও জানান নাকভি ৷"
উল্লেখ্য, জয় শাহ আইসিসি চেয়ারম্য়ান হওয়ায় এসিসি'র পরবর্তী চেয়ারম্য়ান হিসেবে নাকভির সম্ভাবনা জোরালো হয়েছে বলে শোনা যাচ্ছে ৷ কিন্তু এসিসি'র বৈঠকে তিনি থাকবেন না বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্য়ান ৷ নাকভির কথায়, "আমি এসিসি'র বৈঠকে হাজির থাকতে পারব না ৷ পরিবর্তে সলমন নাসির হাজির থাকবেন ৷ ওই বৈঠকেই এসিসি'র নয়া প্রেসিডেন্টের বিষয়টি চূড়ান্ত হবে ৷"
Mohsin Naqvi said " no issues about jay shah becoming icc chairman. i've had several meetings with jay shah. the next asian cricket council meeting is on 8th and 9th september. plans on acc's new president will be finalised there. pcb coo salman naseer will attend meeting" 🇵🇰🇮🇳🔥 pic.twitter.com/ax0defho3Z
— Farid Khan (@_FaridKhan) September 7, 2024
কনিষ্ঠ হিসেবে আগামী 1 ডিসেম্বর থেকে আইসিসি'র কার্যভার গ্রহণ করবেন জয় শাহ ৷ তিনি আইসিসি'র মসনদে বসায় আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান অনুরাগীরা ৷ যেহেতু, সেখানে ভারতের অংশগ্রহণ একটা বড় বিষয় ৷ তাহলে কি হাইব্রিড মডেলে হবে টুর্নামেন্ট ? উত্তর দেবে সময় ৷ এমতাবস্থায় আশার বাণী নাকভির গলায় ৷ তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে ৷ যে সকল দেশ সেখানে অংশ নেবে, সবক'টি ক্রিকেট বোর্ডের সঙ্গেই আমরা যোগাযোগ রেখে চলেছি ৷"