ETV Bharat / sports

ফের পদকের লক্ষ্যে চানু, ফাইনালে নামছেন অবিনাশ; একনজরে দ্বাদশদিন প্যারিসে ভারতের ইভেন্ট - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 7, 2024, 6:11 AM IST

7 August India Olympics Schedule: অ্যাকশনে গতবারের রুপোজয়ী মীরাবাঈ চানু ৷ 3000 মিটার স্টিপলচেজের ফাইনালে অংশ নেবেন অবিনাশ সাবলে ৷ এছাড়া বুধবার প্যারিস অলিম্পিক্সে ভারতের আর কোন ইভেন্ট রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে ৷

India Olympics Schedule
দ্বাদশদিন প্যারিসে ভারতের ইভেন্ট একনজরে (ETV Bharat)

নয়াদিল্লি, 7 অগস্ট: গেমসের একাদশ দিন খারাপ-ভালো মিশিয়ে গেল ভারতের জন্য ৷ সবচেয়ে উল্লেখযোগ্যভাবে একাদশ দিন প্যারিসে প্রথমবার নামলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ শীর্ষে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন তিনি ৷ 8 অগস্ট সোনা ধরে রাখার লড়াই তাঁর ৷ নীরজের পাশাপাশি নজর কাড়লেন ভিনেশ ফোগতও ৷ দ্বাদশদিন অর্থাৎ, আজ অলিম্পিক্সে নামছেন কোন কোন ভারতীয় অ্যাথলিট, দেখে নেওয়া যাক ৷

একনজরে 7 অগস্টের (বুধবার) সূচি-

গল্ফ:

মহিলাদের সিঙ্গলস রাউন্ড 1 (অদিতি অশোক এবং দীক্ষা ডাগর)- দুপুর 12টা 30 মিনিট

টেবল টেনিস:

মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল (অর্চনা কামাথ, মণিকা বাত্রা, সৃজা আকুলা)- দুপুর 1টা 30 মিনিট

অ্যাথলেটিক্স:

  • ম্যারাথন ওয়াক রিলে মিক্সড ইভেন্ট (সূরজ পাওয়ার/ প্রিয়াঙ্কা গোস্বামী)- সকাল 11টা
  • মহিলাদের 100 মিটার হার্ডলস হিট (জ্যোতি ইয়ারাজি)- দুপুর 1টা 45 মিনিট
  • পুরুষদের ট্রিপল জাম্পের যোগ্যতা অর্জন (প্রবীণ চিত্রাবেল ও আবদুল্লা নারাঙ্গোলিন্টেভিদা)- রাত 10টা 45 মিনিট
  • পুরুষদের হাই জাম্পের যোগ্যতা অর্জন (সর্বেশ অনিল কুসারে)- দুপুর 1টা 35 মিনিট
  • পুরুষদের 3000 মিটার স্টিপলচেজ ফাইনাল (অবিনাশ সাবলে)- রাত 1টা 10 মিনিট

কুস্তি:

মহিলাদের 53 কেজি ফ্রি-স্টাইল প্রি-কোয়ার্টার ফাইনাল (অন্তিম পঙ্ঘাল)- দুপুর 2টো 30 মিনিট

ভারত্তোলন:

মহিলাদের 49 কেজি (মীরাবাঈ চানু)- রাত 11টা

নয়াদিল্লি, 7 অগস্ট: গেমসের একাদশ দিন খারাপ-ভালো মিশিয়ে গেল ভারতের জন্য ৷ সবচেয়ে উল্লেখযোগ্যভাবে একাদশ দিন প্যারিসে প্রথমবার নামলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ শীর্ষে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন তিনি ৷ 8 অগস্ট সোনা ধরে রাখার লড়াই তাঁর ৷ নীরজের পাশাপাশি নজর কাড়লেন ভিনেশ ফোগতও ৷ দ্বাদশদিন অর্থাৎ, আজ অলিম্পিক্সে নামছেন কোন কোন ভারতীয় অ্যাথলিট, দেখে নেওয়া যাক ৷

একনজরে 7 অগস্টের (বুধবার) সূচি-

গল্ফ:

মহিলাদের সিঙ্গলস রাউন্ড 1 (অদিতি অশোক এবং দীক্ষা ডাগর)- দুপুর 12টা 30 মিনিট

টেবল টেনিস:

মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল (অর্চনা কামাথ, মণিকা বাত্রা, সৃজা আকুলা)- দুপুর 1টা 30 মিনিট

অ্যাথলেটিক্স:

  • ম্যারাথন ওয়াক রিলে মিক্সড ইভেন্ট (সূরজ পাওয়ার/ প্রিয়াঙ্কা গোস্বামী)- সকাল 11টা
  • মহিলাদের 100 মিটার হার্ডলস হিট (জ্যোতি ইয়ারাজি)- দুপুর 1টা 45 মিনিট
  • পুরুষদের ট্রিপল জাম্পের যোগ্যতা অর্জন (প্রবীণ চিত্রাবেল ও আবদুল্লা নারাঙ্গোলিন্টেভিদা)- রাত 10টা 45 মিনিট
  • পুরুষদের হাই জাম্পের যোগ্যতা অর্জন (সর্বেশ অনিল কুসারে)- দুপুর 1টা 35 মিনিট
  • পুরুষদের 3000 মিটার স্টিপলচেজ ফাইনাল (অবিনাশ সাবলে)- রাত 1টা 10 মিনিট

কুস্তি:

মহিলাদের 53 কেজি ফ্রি-স্টাইল প্রি-কোয়ার্টার ফাইনাল (অন্তিম পঙ্ঘাল)- দুপুর 2টো 30 মিনিট

ভারত্তোলন:

মহিলাদের 49 কেজি (মীরাবাঈ চানু)- রাত 11টা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.