নয়াদিল্লি, 1 অগস্ট: পদক না-এলেও পঞ্চমদিন প্যারিস অলিম্পিক্স থেকে তৈরি হল ভারতের একাধিক পদক প্রত্যাশা ৷ জিতে পরবর্তী পর্বে পৌঁছলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সৃজা আকুলারা ৷ তবে সবচেয়ে বড় প্রত্যাশার জন্ম দিলেন শুটার স্বপ্নিল কুসালে ৷ পুরুষদের 50 মিটার রাইফেল-থ্রি পজিশনসের ফাইনালে পৌঁছলেন তিনি ৷ প্রথম ভারতীয় হিসেবে গড়লেন নজিরও ৷ ষষ্ঠদিন তাঁর থেকেই পদক প্রত্যাশা ভারতের ৷ আজ রয়েছে আরও নানা ইভেন্ট ৷ একনজরে ষষ্ঠদিনে অলিম্পিক্সে ভারত ৷
গল্ফ:
পুরুষদের ব্যক্তিগত প্লে রাউন্ড 1 (গগনজিৎ ভুল্লর এবং শুভঙ্কর শর্মা)- দুপুর 12টা 30 মিনিট
শুটিং:
পুরুষদের 50 মিটার রাইফেল-থ্রি পজিশনস ফাইনাল (স্বপ্নিল কুসালে)- দুপুর 1টা
মহিলাদের 50 মিটার রাইফেল-থ্রি পজিশনস যোগ্যতা অর্জন পর্ব (সিফত কৌর সামরা এবং অঞ্জুম মৌদগিল)
হকি:
ভারত বনাম বেলজিয়াম- দুপুর 1টা 30 মিনিট
বক্সিং:
মহিলাদের 50 কেজি ক্যাটেগরির রাউন্ড অফ 16 (নিখাত জারিন)- দুপুর 2টো 30 মিনিট
2-time world champion Nikhat Zareen shines as she defeats Maxi Carina Kloetzer 5-0 in the women’s 50 kg #Boxing round of 32 at the #Paris2024Olympics.
— SAI Media (@Media_SAI) July 28, 2024
She will next face China's Wu Yu in the pre-quarterfinals on August 1.
Let's back our golden girl, let's #Cheer4Bharat! pic.twitter.com/89RlSaSZss
তিরন্দাজি:
পুরুষদের ব্যক্তিগত এলিমিনেশেন রাউন্ড (প্রবীণ যাদব)- দুপুর 2টো 31 মিনিট
সেইলিং:
পুরুষদের সেইলিং (বিষ্ণু সর্বনন)- বিকেল 3টে 30 মিনিট
মহিলাদের সেইলিং (নেত্রা কুমানন)- সন্ধে 7টা